শিশুর নাক দিয়ে রক্ত পড়লে কী করণীয় বা যেসব কারণে রক্ত পড়তে পারে তা জেনে রাখা খুব জরুরি।
কোনো কোনো শিশুর হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়ে৷ এক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যান৷ তা না করে বরং কী করা উচিত বা এমনটা হলে কী করবেনন না, সেরকম কিছু তথ্য জেনে নিতে পারেন এই পোস্ট থেকে।
১। নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন না
রক্ত পড়া বন্ধ করতে অনেকেই শিশুদের মাথা পেছন দিয়ে হেলিয়ে দেন, যা একেবারেই ঠিক নয়৷ কারণ এতে গলা দিয়ে রক্ত পেটে চলে যেতে পারে এবং পেটে গেলে তা থেকে বমি হতে পারে৷
২। শিশুকে চিত হয়ে শোওয়াবেন না
নাক দিয়ে রক্ত পড়ার সময় চিত হয়ে শুলে রক্ত শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে৷ এতে করে অনেক সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়ে বিষয়টি আরো জটিল হতে পারে, যা কোনোভবেই করা কাম্য নয়৷
৩। রক্ত পড়া বন্ধ করতে যা করবেন
নিজে শান্ত থাকুন এবং আপনার শিশুকেও শান্ত রাখার চেষ্টা করুন৷ রক্ত যতক্ষণ পড়ার পড়বে, জোড় করে বন্ধ করার চেষ্টা করবেন না৷ কোনোভাবেই শিশুর নাক চেপে দরবেন না কিন্তু!
৪। তুলো বা টিস্যুপেপার সাবধানে ব্যবহার করবেন
শিশুর নাক দিয়ে রক্ত পড়লে তা বন্ধ করতে অনেকেই তাড়াহুড়ো করে নাকে তুলো বা টিস্যুপেপার চেপে ধরেন৷ অসুবিধা নেই তবে টিস্যু একটু পরপরই বদলে দেবেন৷ তা না হলে রক্তে আটকে যাওয়া তুলো বা টিস্যুপেপার সরানোর সময় আবারো রক্ত পড়া শুরু হতে পারে৷
৫। ভেজা কাপড়
মাথা সোজা করে রাখুন এবং একটি ভেজা পাতলা কাপড় নাকের ওপর দিয়ে নাককে ঠান্ডা রাখুন৷
৬। শিশু কিংবা বড়দের ঘাড়
একটি ভেজা ঠান্ডা কাপড় শিশুর ঘাড়ের ওপর রেখে দিন৷ এতে আরাম হবে৷
৭। ডাক্তারের পরামর্শ
শিশুদের নাক দিয়ে রক্ত পড়লেই যে এর পেছনে বড় কোনো কারণ থাকবে, তা নয়৷ তবে সতর্ক থাকা ভালো৷ তাছাড়া রক্ত পড়া শুরু হওয়ার পর যদি তা ২০ মিনিটেও বন্ধ না হয়, তবে ডাক্তারের কাছে যাওয়াই উচিত৷
৮। যেসব কারণে রক্ত পড়তে পারে
ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলের সমস্যা থেকে এমনটা হতে পারে৷ অক্সিজেনের ঘাটতির কারণে হতে পারে৷ অ্যালার্জি কিংবা ঠান্ডা থেকেও হতে পারে৷ এছাড়াও অন্যান্য কারণে নাক থেকে রক্ত পড়তে পারে, যা জানাতে পারেন শিশুর চিকিৎসকরা৷ এই পরামর্শগুলো দিয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ বা ইএনটি স্পেশালিস্ট ডা. পেটার রেনার৷
No comments:
Post a Comment