ইউটিউব থেকে ইনকাম করার সহজ উপায় : Earn Money from YouTube Video

সারাবিশ্বে এখন জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে ইউটিউব পরিচিতি লাভ করেছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের এই যুগে ইউটিউবে ভিডিও দেখেন না এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। তবে আপনি কি জানেন অবসর সময় কাটানোর এই মাধ্যমটি থেকে আপনি শুধু বিনোদনই পাবেন না, বাড়তি হিসেবে পেতে পারেন নগদ অর্থও।

ইউটিউব থেকে আয় করার কথা আমরা সবাই জানি। কিন্তু এ থেকে কীভাবে প্রতিমাসে আয় করা যায় তার উপায় কিন্তু অনেকেরই অজানা। তাই আজ আপনাদের জানাবো ইউটিউব থেকে প্রতিমাসে নগদ অর্থ পেতে আপনাকে কোন বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে।

ইউটিউব থেকে অর্থ আয়ের একটি উপায় হলো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করা। তবে নিয়ম না মেনে ভিডিও আপলোড করলে আপনার ফোনের মেমোরি ঢুকালেও মানিব্যাগ খালিই থেকে যাবে। তাই আসুন জেনে নিই সহজ এই উপায়টিকে কাজে লাগাতে কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।


১. প্রথমে আপনাকে ওয়াইপিপির ( ইউটিউব পার্টনার প্রোগ্রাম) সদস্য হতে হবে। 

২. ওয়াইপিপির মাধ্যমে ভিডিও শেয়ারিং করতে হবে। 

৩. ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে একই ভিডিও দুইবার আপলোড করা যাবে না। এমনটা করলে সদস্য পদ বাতিল করবে ইউটিউব কর্তৃপক্ষ। 

৪. নিজের ইউটিউব চ্যানেল থেকে আয় করতে হলেও ওয়াইপিপির সদস্য হতে হবে।

৫. আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আপনি তখনই টাকার মুখ দেখবেন যখন আপনার সাবস্ক্রাইবার ১০০০ হবে। 

৬. নিজের ইউটিউব চ্যানেলে একই ভিডিও দ্বিতীয়বার আপলোড করা যাবে না। 

৭. ভিডিও রেকর্ড করার সময় দর্শকদের আপনার ভিডিওতে লাইক, কমেন্ট করার অনুরোধ করুন। সাবস্ক্রাইব করার জন্যেও বলুন। বেশি মানুষ আপনার ভিডিওতে লাইক, কমেন্ট করলে অথবা চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউব কর্তৃপক্ষ দ্রুত আপনার ভিডিও ছড়িয়ে দিতে সাহায্য করবে।

৮. নিজের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ধরুন, কেউ একবারে ১০ টি ভিডিও একবারে ছেড়ে আবার ১ মাস পর আবার ১০ টি ভিডিও ছাড়লো। এভাবে ভিডিও আপলোড করা যাবে না। এভাবে না করে নির্দিষ্ট ব্যবধানে ২টি করে ভিডিও দিলে আপনার ইউটিউব থেকে আয়ের পথটি নিশ্চিত হবে।

৯. ভিডিও আপলোড বা শেয়ার করার ক্ষেত্রে সমাজে অশান্তি সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে এমন ভিডিওয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এমন ভিডিওর ক্ষেত্রে ইউটিউব কঠোর নীতি মেনে চলে। তাই এমন ভিডিও শেয়ার বা আপলোড কখনই করবেন না। এসব নিয়ম মেনে চললেই কোনো কাজ না করে ঘরে বসেই আপনি সহজে ইউটিউব থেকে আয় করতে পারবেন।









কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়? (ইউটিউবে ইনকাম), How to make money on YouTube, How many views do I need to get paid on YouTube? ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়? ইউটিউব থেকে আয় কি হালাল? How do you get paid from a YouTube video? How much money do you make per 1000 views on YouTube? How much can a person earn from YouTube videos? ইউটিউব থেকে আয় করার উপায় ২০২২, How to earn money on YouTube, How to Make Money on YouTube in 2022, ইউটিউব থেকে আয় করার পদ্ধতি, how to earn money from youtube views, ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করা যায়, ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম,

No comments:

Post a Comment