Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি?
Article (পদাশ্রিত নির্দেশক):
যে Word কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে Article বলে । সংক্ষেপে a, an, এবং the কে Article বলে ।
যথা:
- This is a book.
- That is a pen.
- This is a boy.
- This is a girl.
- This is an apple.
- This is an umbrella.
- The pen is red.
- The book is new.
Article এর প্রকারভেদ:
Article দুই প্রকার।
1.
Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)
2.
Definite Article (নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)
Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক ):
যে Article কোন ব্যক্তি, বস্তু
বা প্রাণীকে অনির্দিষ্ট করে বুঝায় তাকে Indefinite Article বলে । সংক্ষেপে a এবং an কে Indefinite Article বলে । কারণ a এবং an কোন কিছুকে অনির্দিষ্ট করে বুঝায়।
যথা :
- This is a dog.
- This is a hen.
- This is a doll.
- This is a pen.
- This is an apple.
- This is an umbrella.
Definite Article:
যে Article কোন ব্যক্তি বস্তু
বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় তাকে Definite Article বলে। সংক্ষেপে The কে Definite Article বলে । কারণ The কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝায় ।
- The pen is new.
- The book is old.
- The man who came here yesterday.
- The cow is white.
- The girl who sang a song yesterday morning.
Article Rules
Rule-1: কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বুঝালে a/an হয় ।
যেমন: He is a student. He is an honest boy.
কিন্তু নির্দিষ্ট করে বুঝালে The হয় ।
যেমন: I like
the honest boy. The boy
is very industrious.
(এখানে কোন বালকটির কথা বলা হয়েছে তা বক্তা ও শ্রোতা উভয়েরই জানা আছে। তাই The হবে)
Rule-2: কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী (singular
count noun) অনির্দিষ্টভাবে প্রথমবার উল্লিখিত হলে a/an বসে।
যেমন: I saw a man on the
street. We should take an Apple every day.
এরপর যতবার ঐ word টি আসবে ততবারে তার পূর্বে The বসবে।
যেমন: Once there lived a king. The king would not undergo physical labour. As a result, The king got bulky and could not move from
one place to another.
Rule-3:
সাধারণত plural common noun এর পূর্বে article বসে না ।
যেমন: Cows eat grass. Dogs are faithful animals.
কিন্তু নির্দিষ্ট করে বুঝালে The হয় ।
যেমন: The cows of our farm are healthy. The dogs of our farm are very energetic.
Rule -4: কোন phrase /clause দ্বারা যদি noun কে নির্দিষ্ট করা হয় তবে ঐ no এর পূর্বে The
হয়।
যেমন: The girl in yellow dress was very beautiful.
The man
who came here yesterday is my brother.
Rule -5:
Material noun ও Abstract noun এর পূর্বে article বসে না।
যেমন-
I am fond of milk. Honesty
is the best policy.
কিন্তু নির্দিষ্ট করে বুঝালে পূর্বে The হয়।
যেমন: The
gold of Egypt is pure. The
honesty of Abdul Qadir Jilani
charmed all.
Rule-6: সাধারণত উচ্চারণের ভিত্তিতে কোন word এর শুরুতে consonant থাকলে তার পূর্বে a বসে এবং কোন word এর শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে। a ও an উভয় countable এবং singular
number এর পূর্বে বসবে।
যেমন:
She gave me a rose last night. He
takes an egg in his breakfast.
আবার consonant দিয়েও শুরু হয়ে উচ্চারণ vowel এর মত হয় তাহলে তার পূর্বে an হয়।
যেমন: Rikta
is an honest girl. Please wait for an hour.
#Article_Rules
Rule-7: Adjective কোন sentence এর subject
হতে পারে না,
তবে Adjective এর পূর্বে the
বসলে সেটা plural common noun হয়ে পুরো জাতিকে বুঝায়।
যেমন: The
brave are free from cowardice. The
poor are not always unhappy.
Rule- 8:
ভাষার পূর্বে Article বসে না।
যেমন- He
is learning Hindi. English is an international
language.
কিন্তু ভাষার পরে language কথাটি তার পূর্বে the হবে।
যেমন- The
Chinese language is difficult to
learn in the context of Bangladesh. The English language is easy to learn
Rule-9:
few, little, great, lot of , good deal ইত্যাদির পূর্বে এবং many এর পরে a/an বসে।
যেমন- Many a flower was kept on
the table. There are a few books on the shelf.
Rule -10: Abbreviated word দিয়ে যখন ডিগ্রি বুঝায় তখন এর উচ্চারণ যদি vowel এর মতো হয় তবে তার পূর্বে an বসে। আর যদি consonant এর মতো হয় তবে তার পূর্বে a বসে।
যেমন- Mr.
Martin is an M.A. in English. Mr. M is a Ph.D.
holder.
কিন্তু বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগলিক নামে the বসে।
যেমন- The
USA is a first world country. My
brother lives in the UK.
Rule-11: superlative degree এর পূর্বে the বসে। comparative degree এর পূর্বে article বসে না। তবে comparative degree যুক্ত বাক্যে কোথাও two থাকলে তার পূর্বে the বসে।
যেমন- He
is better. He
is the better of the two boys. She
is the most beautiful girl in the
club.
Rule-12:
একক ও অদ্বিতীয় বস্তুর নামের পূর্বে the বসে।
যেমন- The
earth moves round the sun. The
sun rises in the east.
Article কি | passage article লেখার নিয়ম | rules of articles in bangla | সহজ নিয়মে article | article কাকে বলে কত প্রকার ও কি কি | ছন্দে ছন্দে article এর ব্যবহার | article the এর ব্যাবহার | @article-rules | কোন কোন ক্ষেত্রে article বসে না | rules of articles | article rules bangla | articles examples | articles examples list | list of articles
No comments:
Post a Comment