ডাক্তারের প্রেসক্রিপশন পড়ার নিয়ম, এই সঙ্কেত গুলোর মানে জেনে নিন : How to Read a Doctor's Prescription

প্রেসক্রিপশনে চিকিৎসকের লেখা সঙ্কেত! কী সেই মানে? জেনে নিন

শারীরিক সমস্যা বা অসুস্থতা হলেই যেতে হয় চিকিৎসকের কাছে (Doctor Prescription Online). অসুস্থতার কথা জানার পরে চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশন লিখে দেন। রোগীদের কাছে চিকিৎসকেরা ঈশ্বরের সমতুল। চিকিৎসকরা যে প্রেসক্রিপশন লেখেন, সেখানে এমন কিছু শব্দ বা চিহ্ন থাকে, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনা। এখানে সেই ডাক্তারি পরিভাষার বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।


আর এক্স (RX) = চিকিৎসা

কিউ (Q) = প্রত্যেক

কিউ ও ডি (QOD) = এইদিন ছাড়া প্রতিদিন


কিউ এইচ (QH) = প্রতি ঘন্টায়

কিউ ডি (QD) = প্রতিদিন

সি (C) = সঙ্গে

বি টি (BT) = শোয়ার সময়


এস (S) = বাদ দিয়ে

এস ও এস (SOS) = জরুরি ভিত্তিতে করণীয়

পি সি (PC) = খাবার খাওয়ার পরে

এ সি (AC) = খাবার খাওয়ার আগে


বি ডি/ বি ডি এস (BD/ BDS) = দিনে দুইবার ওষুধ নিতে হবে

বি আই ডি (BID) = দিনে দুবার

টি আই ডি (TID) = দিনে তিনবার

টি ডি এস (TDS) = দিনে তিনবার ওষুধ নিতে হবে


কিউ টি ডি এস (QTDS): 

দিনে চারবার ওষুধ নিতে হবে বি বি এফ (BBF): প্রাতরাশের আগে OD – দিনে একটা করে, ODPC – দিনে একটা করে খাওয়ার পরে, ODAC – দিনে একটা করে খাওয়ার আগে, HS থাকলে রাতে।


BD – দিনে দুইবার। AC থাকলে খাওয়ার আগে, PC থাকলে খাওয়ার পরে। HS থাকলে রাতে। SOS – প্রয়োজন মতো (যেমন ব্যাথা হলে, জ্বর এলে, বমি হলে প্রভৃতি) Doctor Prescription Online Reader.


এছাড়া, টেস্ট এর জন্য কয়েকটি সঙ্কেত ব্যাবহার করা হয়।

BP ব্লাড প্রেসার, HB% রক্তে হিমগ্লবিনের মাত্রা। LMP – শেষ ঋতুস্রাবের তারিখ। PCOD – জরায়ুতে সিস্ট। এই রকম আরো অনেক সংকেত রয়েছে, তবে এগুলো সবচেয়ে বেশি ব্যাবহার হয়ে থাকে। আপনাদের আরো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করে আলোচনায় অংশগ্রহণ করুন। এছাড়া কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, উত্তর পাবেন।





Doctor Prescription Online – PDF Download Free, Doctor Prescription Online Reader

No comments:

Post a Comment