রেলওয়ে টিকিট কালেক্টর কাজ কি? What is the job of Railway Ticket Collector?

রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ কি

বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর রেলের টিকেট চেক করে থাকে। টিকেট কালেক্টর ট্রেনের ভিতরে টিকেট চেক করে আবার স্টেশনের গেইটেও টিকেট চেক করার দায়িত্বে নিয়োজিত থাকে। তারা শুধু যাত্রীদের টিকেট চেক করে। অনেক সময় দেখা যায় টিকেট কালেক্টর গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় করেন না । যাত্রীরা চাইলে টিকেট চেক করিয়ে আবার  সাথে করে নিয়ে যেতে পারে ।

 

বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর গ্রেড-২ পদের কাজ ট্রেনের ভেতরে  গেটে যাত্রীদের টিকিট যাচাই করা।  ছাড়া যাত্রীদের টিকিট সরবরাহের কাজটিও  পদের কর্মীরা করেন।


টিকিট কালেক্টর পদে বেতন 

টিকিট কালেক্টর পদে চূড়ান্তভাবে নির্বাচিতরা চাকরিতে যোগদানের পর মাসিক বেতন পাবেন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)


পদোন্নতি 

টিকিট কালেক্টর (গ্রেড-পদে  বছরের চাকরির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে টিকিট কালেক্টর (গ্রেড-পদে নিয়োগপ্রাপ্ত কর্মীরা টিকিট কালেক্টর (গ্রেড-পদে পদোন্নতি পান




টিকেট কালেক্টর পদের কাজ কি? বেতন, সুযোগ, বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর এর দায়িত্ব ও বেতন, টিকেট কালেক্টর পদের বেতন-ভাতা কেমন? BR Ticket Collector

No comments:

Post a Comment