"চাকরির প্রস্তুতি" (Preparetion for Any Job)

চাকরির পরীক্ষা প্রস্তুতি কিভাবে শুরু করবো? এটি একটি কমন প্রশ্ন। শিক্ষা জীবন শেষ হবার পূর্বেই এই ধরনের চিন্তাগুলো মাথায় চেপে বসে। যে পেশাতেই যান না কেন প্রয়োজন সঠিক প্রস্তুতি। আর এক্ষেত্রে একটু সচেতন না হলে পছন্দের চাকরিটি হাতছাড়া হতে পারে। ডিগ্রিই আমাদের দেশে চাকরিতে আবেদনের প্রধান যোগ্যতার মাপকাঠি। কিন্তু চাকরি পেতে হলে অনেক ক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি প্রয়োজন বাড়তি প্রস্তুতি। চাকুরির নিয়োগ গাইড যা ব্যাংক জব সহ সব সরকারি চাকরির প্রস্তুতি, সরকারী/ বেসরকারি চাকরীর খবর ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।



বিসিএস, নিবন্ধন, ব্যাংক, প্রাইমারি ইত্যাদি চাকরির পরীক্ষার জন্য কোন বই পড়বেন এবং কিভাবে পড়বেন। কোন পরীক্ষার জন্য কোন বই পড়তে হবে, জানা থাকলে প্রস্তুতিটা সহজ হয়। গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ পরীক্ষার সহায়ক বইয়ের খোঁজখবর দিতেই আজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে সহায়ক হবে বলে আশা করি।



Ø  রেফারেন্স বই

বাংলা ভাষা সাহিত্যঃ
১। ৯/১০ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই - মুনীর চৌধুরী।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর।
৩। লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ।
৪। বাংলা একাডেমির বানানরীতি।
৫। প্রফেসর'স MCQ বাংলা গাইড বই।
 
English Grammar & Literature:
1. 9/10 th English Grammar - Chowdhury & Hossain.
2. MASTER English Grammar – Jahangir Alam.
3. English for Competitive  Exams - Fazlul Haque.
4. A Handbook on English Literature - Sharif Ahmad Chowdhury. 

গণিত মানসিক দক্ষতাঃ
১। ৭ম ও ৮ম শ্রেণির গণিত বোর্ড বই।
২। ৯/১০ম শ্রেণির সাধারণ গণিত বোর্ড বই।
৩। ৯/১০ম শ্রেণির উচ্চতর গণিত বোর্ড বই।
৪। George's Math Review গাইড বই।  
৫। ওরাকল গাণিতিক যুক্তি গাইড বই।   
৬। ওরাকল মানসিক দক্ষতা গাইড বই।
৭। ২৭-৩৮তম (সর্বশেষ) বিসিএস লিখিত মানসিক দক্ষতার প্রশ্নসমূহ।    

বাংলাদেশ বিষয়ঃ
১। HSC পৌরনীতি ২য় পত্র - মোজাম্মেল হক।
২। ৯/১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই।
৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৪। MP3 বাংলাদেশ গাইড বই।
৫। বাংলাদেশের মানচিত্র।
 
আন্তর্জাতিক বিষয়ঃ
১। বিশ্বরাজনীতির ১০০ বছর - তারেক শামসুর রেহমান।
২। MP3 আন্তর্জাতিক গাইড বই।
৩। আন্তর্জাতিক মানচিত্র।
 
বিজ্ঞানঃ
১। MP3  বিজ্ঞান গাইড বই।
২। অ্যাসিওরেন্স ডাইজেস্ট বিজ্ঞান অংশ।
 
কম্পিউটারঃ
১। Easy Computer গাইড বই।
২। অ্যাসিওরেন্স ডাইজেস্ট কম্পিউটার অংশ।

Ø  অন্যান্য বই

১। প্রফেসর'স জব সলুশন।
২। অ্যাসিওরেন্স ডাইজেস্ট।
৩। সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ গাইড।
৪। প্রাইমারি শিক্ষক নিয়োগ মডেল টেস্ট।
৫। BCS কনফিডেন্স মডেল টেস্ট।
৬। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। (মাসের ৩ তারিখে কমপ্লিট)       
                                                 
Daily Model Test Exam
1. Job Solution (2015 - 2018) সাল = 55 টি
2. Job Solution প্রাইমারি ( সহকারী + প্রধান) = 19 টি
3. George's  প্রাইমারি মডেল টেস্ট = 30 টি
4. সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট = 20 টি
5. Confidence BCS মডেল টেস্ট = 30 টি


Chakrir Khobor, সরকারী বেসরকারি চাকরির খবর, BD Jobs Book

No comments:

Post a Comment