কৃষিপ্রধান দেশে শুধুমাত্র কৃষি ব্যবসার মাধ্যমে (Agriculture Business Ideas) মাসে লক্ষাধিক টাকা আয় করা যেতে পারে। যাঁরা ৯ - ৫ টার গতানুগতিক চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু (Starting Own Business) করতে চান তাঁদের জন্য মৌমাছি পালন (Beekeeping) উপযুক্ত বিকল্প হতে পারে।
এই ব্যবসায় ন্যূনতম বিনিয়োগ (Small Level Business) করে খুব কম সময়ে ভালো আয় উপার্জন করার সুযোগ রয়েছে। কীভাবে মৌমাছি পালনের ব্যবসা শুরু করা যাবে এবং মাসিক কত টাকা পর্যন্ত আয় করা যেতে পারে? নিচে বিস্তারিত আলোচনা করা হল।
মৌমাছি পালন ব্যবসা কী?
মৌমাছি মোম সম্প্রদায়ে বসবাসকারী পতঙ্গ শ্রেণীর একটি কীট। মৌমাছিরা প্রথমে মৌচাক তৈরি করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেখানে সঞ্চিত রাখে। কৃত্রিম উপায়ে মৌমাছির বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে মধু এবং মোমের ব্যবসাকে মৌমাছি পালন বলা হয়। মৌমাছির মধু সংগ্রহ একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও প্রযুক্তির সাহায্যে এটি অনেক বড় ব্যবসায় পরিণত হয়েছে।
কীভাবে মোমাছি পালনের ব্যবসা শুরু করবেন?
মৌমাছি পালনের ব্যবসা শুরু করতে প্রথমে বিনিয়োগ, রিটার্ন এবং রিস্ক সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যাঁরা আগে থেকে মৌমাছি পালনের ব্যবসা করেন তাঁদের সঙ্গে পরামর্শ করা উচিত। উদ্যোগী ব্যক্তি যেখানে মৌমাছি কলোনি তৈরি করার কথা ভাবছেন তার আশে পাশের এলাকায় ভালো মধুর উৎস রয়েছে কিনা তা জেনে নেওয়া উচিত। এছাড়া, এই ব্যবসা শুরু করার জন্য বৈধ লাইসেন্স কীভাবে পাওয়া যাবে সেই বিষয়ে কৃষি উকিলের সঙ্গে পরামর্শ করা উচিত।
মাসিক আয় কত হতে পারে?
বর্তমানে মধুর বাজার মূল্য ৫০০ টাকা প্রতি কেজি। বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এই দামে পরিবর্তন দেখা যেতে পারে। যদি, একটি মৌমাছির কলোনি থেকে ১০০০ কেজি মধু পাওয়া যায় তবে তার বাজার মূল্য হবে ৫ লক্ষ টাকা। যদি কোনও ব্যবসায়ী এক বছরে ৫০টি মৌমাছির কলোনি পালন করতে পারে তবে তার আয় দাঁড়াবে ২.৫ কোটি টাকা।
[HIGH-THREETS-ASTE] BET $100 CHECK THIS OUT - Videoodl
ReplyDeleteThe sports betting company has entered into a definitive agreement with a small gambling enterprise, youtube to mp3 converter BET.