অনলাইনে আয় করুন মোবাইলের সাহায্যে : Earn Money Online by Mobile

রোজগারের স্বপ্ন একটু বয়স বাড়ার সাথে সাথে কমবেশি সকলেই দেখে থাকে। তবে চাইলেই তো আর রোজগার করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন বিশেষ ডিগ্রি বা ট্যালেন্ট; এবং ঘরে বসে তো আর টাকা পাওয়া যাবে না, রোজগার করতে গেলে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে – এতদিন পর্যন্ত এমন একটা ধারণাই সকলের ছিল। কিন্তু সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন ঘটায় এখন বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা রোজগার করা যাচ্ছে, যা মানুষের এই চিরাচরিত চিন্তাধারায় আমূল পরিবর্তন এনেছে। ফলে রোজগেরে মানুষের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাতেও একাধিক মানুষ এখন এই পথে হাঁটা শুরু করেছেন।


সত্যিই বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন খুব সহজেই অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভবপর হচ্ছে, যা কয়েক বছর আগেও মানুষ স্বপ্নেও ভাবতে পারতো না। বিশেষ কোনো ডিগ্রি বা ট্যালেন্ট না থাকলেও এখন হাতে শুধুমাত্র একটি স্মার্টফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলেই বাড়িতে থেকে অনলাইনে মাসে হাজার হাজার টাকা রোজগার করা সম্ভব (Earn Money Online from Home)। তাই আপনিও যদি অনলাইনে অর্থ উপার্জন করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ এখানে আমরা অনলাইনে টাকা রোজগার করার ৯টি সহজ উপায়ের (10 Ways to Earn Money Online) কথা আপনাদেরকে জানাতে চলেছি।

১. গেম খেলে আয় (Make Money Playing Games)

Android এবং iPhone ব্যবহারকারীদের জন্য সহজে অনলাইনে অর্থ উপার্জন করার একটি অন্যতম উপায় হল গেম খেলা। আপনি আপনার ফোনে Blitz, Skillz Gaming, VeryDice, Brain Battle -এর মতো অ্যাপগুলি ডাউনলোড করে গেম খেলতে পারেন। আপনি যে গেমটি খেলছেন তার ওপর নির্ভর করে বেশ কিছু পয়েন্ট অর্জন করতে পারবেন, যেটা আপনি নগদ অর্থে রূপান্তরিত করতে পারেন বা PayPal ক্যাশ, গিফট কার্ড সহ আরও বিভিন্ন আকারে এই টাকার অ্যামাউন্টটি পকেটস্থ করতে পারেন।

২. ভিডিও দেখে আয় (Make Money Watching Videos)

আপনি যদি কয়েক মিনিটের মধ্যে বেশ কিছুটা টাকা উপার্জন করতে চান, তাহলে আপনি ভিডিও দেখে তা অনায়াসেই করতে পারেন! কি খুব অবাক লাগছে? আজ্ঞে হ্যাঁ, Swagbucks, ClipClaps, এবং FusionCash-এর মতো ফ্রি অ্যাপগুলি ভিডিও দেখার জন্য আপনাকে অর্থ প্রদান করবে। এই অ্যাপগুলির মাধ্যমে আপনি রিওয়ার্ড এবং বোনাস পয়েন্ট অর্জন করতে পারেন, যা নগদ এবং গিফট কার্ডের আকারে আপনার কাছে হাজির হবে।

৩. সার্ভে অ্যাপ ডাউনলোড করে আয় (Make Money Downloading Server Apps)

আপনি যদি আপনার মতামত শেয়ার করে অনলাইনে কিছু টাকা রোজগার করতে চান, তাহলে সার্ভে অ্যাপ ডাউনলোড করা আপনার জন্য আদর্শ বলে বিবেচিত হতে পারে। একাধিক মার্কেট রিসার্চ কোম্পানি আপনাকে Survey Junkie-র মতো অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে অনলাইন সার্ভে করার জন্য অর্থ প্রদান করবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল, সার্ভেগুলি কমপ্লিট করা এবং ইউজার টেস্টিং, প্রোডাক্ট টেস্টিংয়ের মতো বিভিন্ন টাকা রোজগার সম্পর্কিত বিষয়ের ওপর সার্ভে প্রশ্নের উত্তর দেওয়া। সার্ভে করার পর আপনি বেশ কিছু পয়েন্ট পাবেন, যা আপনি গিফট কার্ড বা PayPal ক্যাশ আকারে গ্রহণ করতে পারেন।

৪. অনলাইন শপিং করে আয় (Get Paid to Shop Online)

Rakuten, BeFrugal, Drop সহ আরও একাধিক অ্যাপের মাধ্যমে কেনাকাটা করে ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। ক্যাশব্যাক পেতে আপনাকে যা করতে হবে তা হল – অ্যাপটি ডাউনলোড করা, একটি অ্যাকাউন্ট সেট আপ করা এবং অনলাইনে কেনাকাটা শুরু করা, যেমনটা আপনি সাধারণত করে থাকেন। অ্যাপটি আপনাকে প্রতিটি কেনাকাটার জন্য ক্যাশব্যাক হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেয়। এই অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং কেনাকাটা করে টাকা রোজগারের জন্য একটি দুর্দান্ত বিকল্প। আবার, Ibotta-র মতো অ্যাপ্লিকেশনগুলিও ব্যক্তিগতভাবে কেনাকাটা এবং অনলাইন কেনাকাটার সময় আপনাকে ক্যাশব্যাক দিয়ে থাকে।

৫. ছবি এবং ভিডিও তুলে আয় (Make Money with Photography)

Foap, Snapwire, এবং EyeEm-এর মতো একাধিক অ্যাপ আপনাকে ফটো এবং ভিডিও তোলার জন্য অর্থ প্রদান করতে পারে। আপনি আপনার মোবাইল ফোন থেকে ফটো বা ভিডিওগুলি তাদের প্ল্যাটফর্মগুলিতে আপলোড করে সেগুলিকে তাদের মার্কেটপ্লেসে উপলব্ধ করতে পারেন। যদি আপনার ফটো বা ভিডিওগুলি বিক্রি হয়, তাহলে এই অ্যাপগুলি সেই ফটো বা ভিডিও বিক্রি বাবদ প্রাপ্ত অর্থের মধ্যে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে প্রদান করবে।

৬. Gig অ্যাপ ব্যবহার করে আয় (Earn by Using Gig Apps)

প্রচুর গিগ অ্যাপ্লিকেশন রয়েছে, যা আপনাকে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম করে। গিগ অ্যাপ্লিকেশনগুলির মধ্যে Uber ও Lyft-এর মতো ড্রাইভিং এবং GrubHub ও UberEats-এর মতো ফুড ডেলিভারি অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। আবার খুব সাধারণ কিছু কাজ করেও আপনি TaskRabbit-এর মতো অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এককথায় বলতে গেলে, খুব সহজে সামান্য কয়েক ঘণ্টা ব্যয় করে পকেটে বেশ কিছু টাকা পাওয়ার ক্ষেত্রে গিগ অ্যাপগুলি একটি দুর্দান্ত বিকল্প।

৭. জামাকাপড় বিক্রি করে আয় (Make Money Selling Clothes)

অতিরিক্ত নগদ অর্থ উপার্জনের আরেকটি দুর্দান্ত উপায় হল অনলাইন অ্যাপ্লিকেশনগুলিতে পোশাক এবং হোমওয়্যারের মতো আইটেমগুলি বিক্রি করা। আপনি আপনার আইটেমগুলি বিক্রি করতে Meesho, Amazon Poshmark, eBay-এর মতো অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। এরমধ্যে Messho, Poshmark-এর মতো কয়েকটি অ্যাপ্লিকেশন কিছু শতাংশ ফি নেয়, তবে একটি ফ্রি শিপিং লেবেল অফার করে, যাতে আপনি আপনার আইটেমগুলি দ্রুত ডেলিভারি করতে পারেন। অন্যদিকে, eBay-এর মতো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে শিপিং ফি কভার করতে হবে। এই যাবতীয় বিষয়গুলির কথা মাথায় রেখেই কিন্তু আপনার প্রোডাক্টগুলির দাম আপনি নির্ধারণ করবেন। অনলাইনে কেনাকাটা এমনিতেই বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়েছে, আর জামাকাপড় কেনা তো অধিকাংশ লোকের কাছেই বেশ পছন্দের। তাই যদি যথার্থভাবে এই অ্যাপগুলিকে ব্যবহার করা যায়, তাহলে আপনি খুব সহজেই বেশ অনেকটা টাকা পকেটস্থ করতে পারবেন।

৮. শপিং অ্যাপ ব্যবহার করে আয় (Earn Money Using Mystery Shopping Apps)

সহজে কিছু অর্থ উপার্জনের আর-একটি উপায় হল একটি মিস্ট্রি শপিং অ্যাপ ব্যবহার করা। FieldAgent এবং GigWalk-এর মতো সংস্থাগুলির মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে একজন ইউজার হিসেবে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে কোথা থেকে কেনাকাটা করা যেতে পারে এবং সেখান থেকে কেনাকাটা করার এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। প্রতিটি মিস্ট্রি শপিং এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আপনাকে খুব সামান্য টাকা দেওয়া হবে।

৯. ল্যাঙ্গুয়েজ টিউটর হয়ে আয় (Earn Money as a Language Tutor)

TutorJob-এর মতো অনেক অন-ডিমান্ড ল্যাঙ্গুয়েজ সার্ভিস রয়েছে, যেখানে আপনি আপনার ফোনের মাধ্যমে অন্যদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে পারেন। আপনি যে ভাষাগুলি জানেন, তার ভিত্তিতে দিনে আপনার প্রয়োজন এবং পছন্দমতো কিছু সময় অতিবাহিত করে আপনি অন্যদেরকে সেই ভাষাগুলি শেখাতে পারেন। শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়ে গেলে আপনি খুব দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন। এককথায় বলতে গেলে, ঘরে বসে অত্যন্ত সোজা পথে আয় করার জন্য এটি একটি অন্যতম মাধ্যম।

তাই বিশেষ কোনো যোগ্যতা বা দক্ষতা ছাড়াই ঘরে বসে সহজে কিছু টাকা কামাতে এই পন্থাগুলি অবলম্বন করতে পারেন। তবে মনে রাখবেন যে, টাকা রোজগারের তাড়নায় প্রলুব্ধ হয়ে আগেপিছে কিছু না ভেবে ভুলভাল অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করবেন না। তাহলে সাইবার জালিয়াতির খপ্পরে পড়ে রোজগারের বদলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অনলাইনে যে কোনো উপায়ে টাকা রোজগারের আগে বিষয়টি সম্পর্কে বিশদে জেনে নিন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।





Earn Money Online Earning, ঘরে বসে আয়, Online Earning , Online Earning Apps, Online Earning Website, ঘরে বসে মোবাইলে আয় l  Online money earning: 

No comments:

Post a Comment