আজকের এই প্রতিবেদনে জুমবাংলার পাঠকদের জন্য বিস্তারিত আইডিয়া দেয়ার চেষ্টা থাকবে।আশা করি শেষ পর্যন্ত পড়বেন। প্রথমেই বলে নেই এই ব্যবসাতে যেমন লাভ রয়েছে তেমনি সঠিক পরিকল্পনার না করলে লোকসানের সম্মুখীন হতে হয়।
কি ভাবে শুরু করবেন? এই ব্যবসাটি আপনি প্রথমত দুই ভাবে শুরু করতে পারেন। নিজে উৎপাদন করে অথবা অন্যের কাছ থেকে কিনে এনে। আজকের আমি কিভাবে নিজে উৎপাদন করতে পারেবন তা নিয়ে আলোচনা করবো।
এগুলো একটি LED লাইটের ফুল সেট ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আপনি যদি গ্যারান্টি সহ বিক্রয় করেন তাহলে ৭০ থেকে ৭৫ টাকা দিয়ে ফুল সেট ক্রয় করতে হবে। গ্যারান্টি ছাড়া ১ টি এলইডি লাইট তৈরি করতে আপনার মোট খরচ হবে ৩২ থেকে ৩৪ টাকা এবং মোট পেকিজিং মিলিয়ে আপনার খরচ হতে পারে ৩৬ টাকা।
গ্যারান্টি সহ ১ টি এলেডি লাইট তৈরি করতে আপনার মোট খরচ হবে ৮০ থেকে ৯০ টাকা এবং মোট প্যাঁকিজিং মিলিয়ে আপনার খরচ হতে পারে ৯৫ টাকা। তবে বেশি পরিমানে তৈরি কররলে এলেডি লাইটের রমেটিরিয়াল আরো কম দামে আপনি আনতে পারবেন।
সাধারনত কোন জনকীর্ন এলাকায় বা আপনি যদি পাইকারী বিক্রয় করতে চান তাহলে আপনি আপনার নিকট বর্তী ইলেট্রিক দোকানে সেল করতে পারেন। তাবে প্রথম আবস্থায় আপনার পোডক্টটি প্রচারের জন্য কিছু লাইট ফ্রি দিতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার প্রডাক্টটি যেন মান সম্মত হয় ।
লাভ-লোকসান
এ ব্যবসাতে লোকসান নেই, কারণ পণ্য পচে যাবার ভয় নেই। সাধারণত ওয়েরান্টি ছাড়া একটি ১৮ ওয়াটের LED লাইট বাজারে বিক্রি হয় ১২০ টাকা। আপনি ৮০ টাকা দরে উৎপাদন করে ১২০ টাকায় বিক্রি করতে পারলে আপনার লাভ হবে প্রতি LED লাইট ৪০ টাকা করে।
আপনি যদি দৈনিক ২০ থেকে ২৫ লাইট ১২০ টাকা দরে বিক্রয় করতে পারেন তাহলে দৈনিকআপনার লাভ হবে ৮০০ টাকা খরচ বাদে। এভাবে যদি আপনি বিক্রয় করতে পারেন তাহলে আপনার প্রতি মাসে আয় হবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। তাবে আপনার প্রচারের উপর বিক্রয় আরো বাড়াবে।
তবে সিক্রেট কথা হলো গ্যারান্টি করা লাইট ফেরত নিলেও সেগুলি আপনি অল্প খরচে ঠিক করে নিতে পারবেন। তবে LED লাইট সাধারনত নষ্ট হয় না। এর ভিতরে একটিকন্টল সার্কিট নষ্ট হয়। এটি সমান্য টাকাতে ঠিক করতে পারবেন। আনেক সময় কানেসন লুজ হলেও লাইট টি নষ্ট হতে পারে। এ ক্ষেত্রে ঠিক করতে কোন খরচ হবে না।
কত টাকা ইনভেস্ট করবেন? প্রথম আবস্থায় আপনি ১০০ থেকে ১৫০টি এলেডি লাইট দিয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার ইনবেস্ট করতে হবে : লাইট বাবদ ১৫০০০ টাকা মেশিন বাবদ ২০০০ টাকা অন্য অন্য খরচ ৩০০০ টাকা প্রাথমিক ইনভেস্ট ২০ হাজার টাকা হলেই চলবে। তাবে ব্যবাসার প্রসার হলে আরো ইনভেস্ট করতে হবে।
কিভাবে ব্যবসার প্রসার করবেন
আপনি যদি মার্কেটে ভালো সাড়া পান তাহলে আপনি এই আপনি লোক নিয়োগ করতে পারেন এবং আরো কম রেটে পণ্য উৎপাদন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন আপনার পুঁজি যেন ঠিক থাকে। এভাবে যদি আপনি চালাতে পারেন তাহলে আপনি সেখান থেকে অনায়াসে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসে অনায়াসে আয় করতে পারবেন।
No comments:
Post a Comment