কাজের ধরন
আবার অনেক ব্যক্তি আছে যারা অফিসে কাজ বা ব্যবসা করার পাশাপাশি আরও বেশি টাকা আয় করার জন্য ফ্রিল্যান্সিং -এর কাজও করে থাকেন। আমরা সকল কিছুই করি আমাদের পরিবার-পরিজনদের ভালো রাখতে। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে করতে। আজকে এমন ৩ টি অ্যাপের কথা জানানো হবে এই খবরের মাধ্যমে যেগুলিতে কাজ করে প্রতি মাসে মোটা টাকা আয় করা সম্ভব কীভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
ফ্রি ক্যাশ (Free Cash)
এই অ্যাপটির মাধ্যমে বাড়িতে বসে কাজ করে টাকা রোজগার করা যাবে। তার জন্য শুধুমাত্র চাই ইন্টারনেটের এবং কাজ করার জন্য চাই কিছু সময়। অনেকেই এই ফ্রি ক্যাশ অ্যাপটির নাম শুনে থাকবেন। এটি আসলে একটি অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে ইউজারদের নানা ধরণের কাজ দেওয়া হয়। সেগুলি সময়মতো শেষ করতে পারলেই টাকা পাওয়া যাবে।
২০২০ সালে শুরু হয়েছিল এই অ্যাপটির যাত্রা। বর্তমানে এটি ইউজারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কাজগুলি খুব যে কষ্ট সাধ্য তাও নয়। সমীক্ষা বা সার্ভে কিংবা গেম খেলার মতো কাজই বেশি দেওয়া হয়। আর সেগুলি করার মাধ্যমে প্রতিদিন প্রায় ১,৫০০ টাকা বা ২০ ডলার পাওয়া সম্ভব।
টাস্কবাকস্ (TaskBucks)
এটিও একটি অ্যাপ যেটির মাধ্যমে ইউজারদের নারকম কাজ দেওয়া হয়। বাড়িতে বসেই যেকোনো সময়ে কাজ করার মাধ্যমে টাকা রোজগার করতে পারা যাবে. মূলত এটিতে ইউজারদের ভিডিও দেখা বা অ্যাপ ইন্সটল করা ইত্যাদি কাজ দেওয়া হয়। সেগুলি সঠিক সময়ে শেষ করতে পারলেই মাস গেলে ভালো অঙ্কের টাকা রোজগার করা সম্ভব।
দ্য প্যানেল স্টেশন (The Panel Station)
এই অ্যাপের মাধ্যমে সার্ভে বা সমীক্ষা করার কাজ করানো হয়। বিভিন্ন সংস্থার হয়ে সমীক্ষা সম্পূর্ণ করার কাজ করতে হয়। সেটি সময়ের মাধ্যমে করতে পারলেই ভালো পরিমাণ টাকা রোজগার করা সম্ভব। প্রায় ৩০ সেকেন্ড-১০ মিনিটের মধ্যে সার্ভে শেষ করতে হয়। তবেই ভালো পরিমাণ টাকা রোজগার করা যাবে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার হয়েও সার্ভে সম্পূর্ণ করা যায়। এই অ্যাপে কাজ শেষ করার মাধ্যমে একদিনে ২,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। ইচ্ছে করলে আরও বেশি পরিমাণ কাজ করা যাবে। যত কাজ, মাসের শেষে তত টাকা।
No comments:
Post a Comment