ChatGPT এর কাজ কি? চ্যাট জিপিটি কত সালে চালু হয়? চ্যাট জিপিটি জনক কে?

ChatGPT এর কাজ কি?
ChatGPT একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা তৈরি করেছে OpenAI নামে একটি সংস্থা। এক কথায় এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। যা ব্যবহার করে এমন অনেক কাজ মুহূর্তে করা সম্ভব যা করতে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। যেমন ধরুন আপনি কোনও নির্দিষ্ট বিষয়ে প্রতিবেদন লিখতে চান, তাহলে আপনাকে সেই কাজ করে দেবে এই AI টুল।

চ্যাট জিপিটি কত সালে চালু হয়?
আপনি এখানে লিখে যে প্রশ্নই করুন না কেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে চ্যাট জিপিটি-এর মাধ্যমে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। এটি 2022 সালে 30 নভেম্বর চালু করা হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হল chat.openai.com। এর ব্যবহারকারীর সংখ্যা এখন পর্যন্ত প্রায় 2 মিলিয়নে পৌঁছেছে।

চ্যাট জিপিটি জনক কে?
২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরি করার কাজ। চ্যাট জিপিটি-র চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। সেদিক থেকে বলা যায়, গুগলের ঘুম কেড়ে নিয়েছে ইলন মাস্কের চ্যাটজিপিটি।

No comments:

Post a Comment