অনলাইন এ্যাডভার্টাইসের মাধ্যমে আয় (Linkbucks Bangla Tutorial)



আমি আপনাকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব তা হচ্ছে লিংক শেয়ার করে অর্থ উপার্জন। এখানে আপনি একটু পরিশ্রম করলেই প্রতিদিন ২-৫ ডলার আয় করতে পারবেন এবং এই সাইটে কাজের অভিজ্ঞতা স্বরুপ পরবর্তীতে এ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিশাল বাজারে কাজ করতে পারবেন এ্যাফিলিয়েট মার্কেটিং যদিও আয় অনেক বেশি, তবে আমি যে সাইটের কথা বলছি, এটি একটি লিংক শর্টেনার সাইট (কাজ এ্যাডএফ.লে মতো কিন্তু আয়ের সুবিধা বেশি) এই সাইটে আপনার Generate  করা আকর্ষনীয় লিংকগুলোর মাধ্যমে যতো বেশি ভিজিটর টানতে পারবেন আপনার আয় ততো বাড়বে এখানে বাতি সুবিধা হল আপনার রেফারে যারা কাজ করবে তাদের থেকে আপনি লাইফটাইম কমিশন পাবেনএছাড়াও এই সাইটটি এ্যাডাল্ট জাতীয় কন্টেন্ট শেয়ার করার সুবিধা দেয়। যাইহোক,এখন আর্নিং সাইটে কাজ করার সুবিধা, কিভাবে  কাজ করবেন,  কিভাবে  কাজ করলে বেশি আয় করতে পারবেন ইত্যাদি উপস্থাপন করব যারা অনেক চেষ্টা করেও GOOGLE ADSENCE পাচ্ছেন না তারা গুগল এ্যাডসেন্সের বিকল্প হিসেবে এই সাইটে কাজ করতে
পারেন।

রেজিস্ট্রেশন কিভাবে করবেন

রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে এই লিংকে যান “Join Now” এ ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করুণ এরপর আপনার দেয়া মেইলে একটি কনফারমেশন কোড পাঠানো হবে আপনার মেইল চেক করে সেটির একটিভিশন লিংকে ক্লিক করে আপনার এ্যাকাউন্ট একটিভ করতে হবে। রেজিষ্ট্রেশন হয়ে গেলে Log In করে সাইটটি সম্পর্কে আরও ভালভাবে জানুন
 
এখানে কেন কাজ করবেন
লিংকবাকস মাধ্যমে পনি খুব সহজে অনলাইন এ্যাডভার্টাইজ মার্কেটিং করে আয় করতে পারবেন প্রথম প্রথম এখানে আপনার একটু সমস্যা হতে পারে  কিন্তু ই সমস্যা দূর হলে আপনার ইনকামও বারবে পাশাপাশি  শিখতে পারবেন কিভাবে গুগল এ্যাডসেন্স, ক্লিকব্যাংক ,এমাজান, ক্রেইগসলিস্ট, ইবেতে মার্কেটিং করে এক দিনেই শত শত ডলার আয় করা যায় এখানে Link Generate করে মাসে ৫০০ ডলার আয় করা কোন ব্যাপারই নাএর প্রমান পেয়েছি  গুগল মামুরে ব্যবহার করেআশা করি আমার link bucks Bangla Tutorial ফলো করলে আপনি ভাল অর্থ উপার্জন করতে পারবেন এছারাও  আপনি যখন আপনার রেফার কোড ব্যবহার করবেন তখন আপনি পাবেন ২০% কমিশন এবং এটা একটা লাইফ টাইম ইনকাম সোর্স

পেমেন্ট পাবেন কিভাবে
আপনার এ্যাকাউন্টে ডলার হলে টাকা সরাসরি আপনার অনলাইন ব্যাংক এ্যাকাউন্ট Payza বা Paypal এর মাধ্যমে উঠাতে পারবে

শর্টেন লিংকের কাজ কী
বড় কোন URL কে শর্টেন সাইট বা এ্যাড দ্বারা পাবলিশ করার জন্য শর্টেন লিংক ব্যবহার হয়ে থাকেলিংকবাকস সাইটটি আপনার যেকোন লিংক-কে নিজের বিজ্ঞাপন দ্বারা Generate  Link এ রূপান্তর করেঅনেক সময় কোন সাইট বা ডাউলোড লিংকে ক্লিক করার পর একটি এ্যাড দেখা যায়। সেখানে সেকেন্ড অপেক্ষা করার পর skip ad নামে একটি বাটন আসে সেই বাটনে ক্লিক করলেই ভিসিটর আসল গন্তব্যে পৌঁছতে পারে আর যখনই ভিসিটররা এই Skip Ad ক্লিক করে, তখনই এ্যাকাউন্টে  টাকা জমা হয়ভিসিটরদের প্রয়োজনও সারল এ্যাকাউন্টে টাকাও জমা হল

যেভাবে কাজ করলে আয় বাড়বে
পোস্টে এমন কিছু আকর্ষনীয় লিংক সংযুক্ত করতে হবে যা ভিসিটররা ক্লিক না করলেই নয়। এমন টাইটেল এবং লেখা দিতে হবে যা সবারই নজর কাড়ে। Generate করা লিংকগুলো আপনার ব্লগ বা সাইটে এ্যাড হিসেবে ব্যবহার করবেন এবং অনলাইনে এর ব্যাপক প্রচার ঘটাবেন। এছাড়াও
*       দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করতে হবে,
*       অনলাইনে নিয়মিত সময় দিতে হবে,
*       যেকোন একটি বিষয়ে নিজের ব্লগ লেখা,
*       এ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারনা রাখা,
*       সাইট, ব্লগ ও ফোরামে নিয়মিত পোস্ট করা,
*       ইংরেজি ভাষায় ব্লগ লেখা,
*       কোনভাবেই হতাশাগ্রস্থ না হওয়া,
*       SEO, HTML এর ধারনা রাখা
আপনার যদি উপরের কোন একটি জানা থাকে এবং আরও জানার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই link bucks  এমনকি ফ্রিল্যান্সিং পেশায়ও উন্নতি করতে পারবেন
 
লিংকগুলো প্রচার করবেন যেভাবে
*       বিভিন্ন ধরনের আপডেট নিউজ, গান, ভিডিও, পিকচার, সফট্ওয়ার ইত্যাদি বিষয়ক ব্লগ তৈরী করে এসবের লিংকগুলো Generate করে আপনার ব্লগে পোস্ট করুন এবং ব্লগের প্রচার ও প্রসার ঘটান
*       আপনার Generate করা লিংকগুলো বিভিন্ন সোস্যাল মিডিয়া, ব্লগ ও ফোরামে শেয়ার করুন

লিংক যেভাবে Generate করবেন
আপনার বড় লিংককে Generate (ছোট লিংক) করার জন্য linkbucks এ্যাকাউন্টে Log In করে Manage Account  থেকে Create Links  এ যান। এরপর আপনি যে লিংকটি শেয়ার করতে চান, সেই লিংকটি কপি করে Link to Convert বক্সে পেস্ট করুন এবং Page Content বক্সে Adult অথবা Clean যেকোন একটা নির্বাচন করুন(Adult জাতীয় লিংক হলে অবশ্যই Adult  নির্বাচন করতে হবে আর Non-Adult হলে Clean নির্বাচন করে দিতে হবে, তা নাহলে লিংকটি ব্যান হয়ে যাবে), Ad Type বক্সে Short Link নির্বাচন করে দিন, Alias URL বক্সে আপনি যে নামে লিংক তৈরি করতে চান, সেই নামটি নির্বাচন করে দিন, সর্বশেষ Generate Link এ ক্লিক করার পর যে লিংকটি পাবেন, সেটা ইচ্ছেমতো শেয়ার করুন(বড় লিংক http://www.amaderad.com/?r=1000021027 Generate করার পর http://www.any.gs/ ) এবার আপনি লিংকটি কপি করে আপনার ব্লগ, ফোরাম বা সোসাল নেটওয়ার্কিং সাইটে ইচ্ছেমত শেয়ার করতে পারেন যখন এই লিংকে কেউ ক্লিক করবে তখন আপনার একাউন্টে টাকা জমতে থাকবে।

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

Tag:  লিংবাকস্, অনলাইন ইনকাম,link bucks bd, earn short link, income from link share, bd link bucks, link bucks bangla tutorial, লিংক শেয়ার করে আয়, bangla link bucks




আরও কিছু পোষ্ট :


1 comment:

  1. স্যার আপনার এই ।অনলাইনে ইনকামের পোস্ট পড়ার পর। আমার সমস্ত কনফিউশোন দুর হয়ে গেছে।আপনার সাইট ভিজিট করে আমি খুব উপকৃত হয়েছি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 💋

    ReplyDelete