নামাজের কয়েকটি উপকারিতা



bdislamic
নামাজ হচ্ছে পরকালের মুক্তির চাবিকাঠি পরকালের পাশাপাশি ইহজগতেও নামাজের গুরুত্ত্ব অপরিসীম মানব জীবনে নামাজের বিভিন্ন উপকারিতার কয়েকটি নিম্নে দেয়া হলো:  


  • ·         নামাজের যখন আমরা দাড়াই, তখন আমাদের চোখ সিজদার স্থানে- স্থির অবস্থানে থাকার ফলে মনোযোগ বৃদ্ধি পায়।
  • ·         নির্দিষ্ট সময়ে- প্রতিদিন জামায়াতে ওয়াক্ত নামাজের ফলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ব্যায়ামে পতিত হয় এটি এমন একটি ব্যায়াম যা ছোট-বড় সবাই করতে পারে।
  • ·         নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।
  • ·         নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে। ওয়াক্ত নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে।
    ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।
  • ·         নামাজ মানুষের ত্বক পরিষ্কার জীবানুমুক্ত রাখে যেমন: ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।
  • ·         নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।
  • ·         ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের
    রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।
  • ·         কিশোর বয়স থেকে নামাজ আদায় করলে, মন-মানসিকতা পবিত্র সুন্দর থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজকর্ থেকে বিরত থাকা যায়।
  • ·         ওয়াক্ত নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়।
  • ·         কেবল মাত্র নামাজের মাধ্যমেই নিয়মিত চোখের যত্ন নেওয়া হয়, ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের- দৃষ্টি শক্তি স্বাভাবিক থাকে।
  • ·         ওয়াক্ত নামাজ আদায়কারী মানুষ, ব্যক্তি-সমাজ-রাষ্ট্রের জন্য কল্যাণকামী হয়ে থাকে
  • ·         ওয়াক্ত নামাজ আদায়কারীকে সমাজের মানুষ সম্মান করে মানে
  • ·         নামাজী পরিবারের পারিবারিক সুখ-শান্তি বজায় থাকে

                             সাথেই থাকুন...


আরও কিছু পোষ্ট :



Search Related: নামাজ কায়েম কর, নামাজ, Namaj, নামাজের উপকারিতা, bdnamaj, নামাজের গুরুত্ত্ব

No comments:

Post a Comment