আসির ফাউন্ডেশন (ASIR
Foundation)- চাকরি দেয়ার নামে প্রতারণা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি সংস্থা (এনজিও), পরিচালনায় কানাডিয়ান বিদেশি দাতা সংস্থার অর্থায়নে শিশু, পুষ্টি, শিক্ষা, ও খাদ্য কার্যক্রম প্রকল্প জরিপ কার্যক্রম পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশে লোক নিয়োগ করা হচ্ছে।
উপরোক্ত
শিরোনামে আসির ফাউন্ডেশন (A.S.I.R Foundation) বিভিন্ন জেলায় জুনিয়র কনসালটেন্ট, প্রোগ্রাম অফিসার, ভিডিও অপারেটর, ম্যানেজার, কম্পিউটার অপারেটর, পিয়ন, ফিন্ট
ট্রেইনার, সুপার ভাইজার, মাঠকর্মীসহ বিভিন্ন পদে “এগ্রিকালচার
সায়েন্স অ্যান্ড ইনফরমেশন রিসার্চ ফাউন্ডেশন (এএসআইআর), প্রকল্প পরিচালক, আসির (A.S.I.R) ফাউন্ডেশন, ডিভিশনাল অফিস, (?)” বরাবরে দরখাস্ত পাঠাতে বলা হয়।
নিয়োগপত্র ২০১৪
সালের আগস্ট মাসের
Ittefaq ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়, এই নিয়োগপত্র দিয়েই দেশের বিভিন্ন স্থানে
এথনও লোক নিয়োগ চলে
বা চলছে।
ASIR Foundation-এর
প্রতারক চক্র;
দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় লোক নিয়োগের জন্য আকর্ষণীয় বেতনের মন ভুলানো বিজ্ঞাপনে বাহারি-সব পদের প্রলোভন দেখিয়ে, কোন স্থানে জামানত, কোন স্থানে পোষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট, আবার কোথাও আসির ফাউন্ডেশনের নির্ধারিত ফরমের মূল্য হিসেবে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।
দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় লোক নিয়োগের জন্য আকর্ষণীয় বেতনের মন ভুলানো বিজ্ঞাপনে বাহারি-সব পদের প্রলোভন দেখিয়ে, কোন স্থানে জামানত, কোন স্থানে পোষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট, আবার কোথাও আসির ফাউন্ডেশনের নির্ধারিত ফরমের মূল্য হিসেবে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।
এই
প্রতারক চক্রের প্রধান হোতা বগুড়ার একজন বাসিন্দা যার নাম “হাফিজুর রহমান” । সে যেখানে এই ভুয়া অফিস খুলে বসে, সেখানকার
স্থানীয় উচ্চসারির ব্যক্তিদের মিথ্যা বলে কিংবা টাকার প্রলোভন দেখিয়ে তার অফিসের
কর্মকর্তা হিসেবে ম্যানেজ করে নেয়।
এমনকি
থানা-পুলিশও এই ভন্ড ও প্রতারককে আটকিয়ে রাখতে পারে না। কয়েকবার
প্রতারণার অভিযোগে ধরা পড়লেও পরোক্ষণেই সে ছাড়া পেয়ে যায় ।
“আসির
ফাউন্ডেশন-ASIR
Foundation” নামের ভুয়া সংস্থাটির এই ভাওতাবাজি, অনিয়ম, প্রতারণার সব অভিযোগ
সংগৃহীত। যারা প্রতারণার শিকার হয়েছে, জনস্বার্থে তাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে
এই পোস্টটি করা হয়েছে ।
বি.দ্র: এই ধরণের
সংস্থাগুলোতে চাকরিতে জয়েন করার পূর্বে ভালোভাবে খোঁজ-খবর নেয়া এবং সরকার কর্তৃক
অনুমোদিত কিনা (রেজিষ্ট্রেশন নম্বর) তা জানার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। জামানত বা টাকার লেনদেনের তো প্রশ্নই ওঠে না।
জাতীয় পরিচয়পত্র উত্তোলন ও সংশোধনের আবেদনপত্র
নামাজের কয়েকটি উপকারিতা
এ্যাফিলিয়েট মার্কেটিং এ স্থায়ী ইনকাম
হাসপাতাল ও ক্লিনিকের তালিকা- Hospitals
ওয়েব সাইট তৈরির গাইড লাইন
ASIR
Foundation, Dhaka. ASIR Foundation, Khulna. ASIR Foundation, Dinajpur. ASIR
Foundation, Rangpur. A.S.I.R , ASIR Foundation, Badorgong. ASIR Foundation,
Jamalpur. ASIR Foundation, Gongachora. ASIR Foundation, Mirpur, Dhaka. ASIR
Foundation চাকরি দেয়ার নামে প্রতারণা, নিয়োগ বিজ্ঞপ্তির নামে প্রতারণা,
আসির
ফাউন্ডেশন, ঢাকা । আসির ফাউন্ডেশন, খুলনা। আসির ফাউন্ডেশন, দিনাজপুর । আসির
ফাউন্ডেশন, রংপুর- সবগুলোই ভুয়া ।
No comments:
Post a Comment