নতুন ভোটার হতে নিবন্ধন করার নিয়ম

নতুন নিবন্ধন !!
Application ID   Password

Example ID
[এই পেজের আমি রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই–এ ক্লিক করার পূর্বে অবশ্যই তথ্যগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং পিডিএফ ফরম্যাটের ফাইলটি (ফর্ম) ডাউনলোড করে এম.এস. ওয়ার্ডে তথ্যগুলো লিখে রাখুন, ফর্ম পূরণের সময় তা কাজে দিবে।]

১) নতুন ভোটার হিসাবে নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগত জানাই...


ক) ভূমিকাঃ
  • অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন)
  • আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন করলে সেটি দন্ডনীয় অপরাধ
  • নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন
  • বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন ।
খ। ধাপসমূহঃ
  • ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
  • নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন
  • সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন
  • পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন
  • আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে
  • কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করুন
গ। প্রয়োজনীয় তথ্যাবলীঃ
  • বর্তমানে ফরমের চেহারা এইরূপ (পিডিএফ)ফরম পূরণের আগে সকল তথ্য সাথে রাখুন
  • ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি জমা দিন


[চারটি ধাপে (ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা) নিবন্ধন ফরম পূরণ করতে হবে। আংশিক ফরম পূরণ করে তা সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশটুকু পূরণ করার সুবিধা গ্রহনের জন্য নিচের ই-মেইল ঘরে ই-মেইল ঠিকানা প্রদান করা আবশ্যক।]

ই-মেইলঃ       অথবা    মোবাইলঃ    প্রদান করা ।
তারপর,
আমি রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই –এ ক্লিক করুন
https://services.nidw.gov.bd/newVoter



                Read English in.. AllBestBD


আরও কিছু পোষ্ট :

ভোটার আইডি কার্ড সংক্রান্ত প্রশ্ন ও সমাধান

জাতীয় পরিচয়পত্র উত্তোলন ও সংশোধনের আবেদনপত্র

নামাজের কয়েকটি উপকারিতা

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয়

হাসপাতাল ক্লিনিকের তালিকা- Hospitals

ওয়েব সাইট তৈরির গাইড লাইন

 

নতুন ভোটার হতে নিবন্ধন সম্পর্কিত: নতুন ভোটার, নিবন্ধন প্রক্রিয়া, বাদপড়া ভোটারগণ, নতুন ভোটার নিবন্ধন, প্রবাসী ভোটারগণ, ভোটার নিবন্ধন প্রক্রিয়া, ভোটার রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ, নিবন্ধন ফরম, নতুন ১৮ বয়সের ভোটারগণ, ভোটার রেজিষ্ট্রেশন ফর্ম, নতুন ভোটারগণ, ভোটার ফর্ম, ভোটার নিবন্ধন ফরম,

1 comment:

  1. ধন্যবাদ ভোটার নিবন্ধন নিয়ে এত সুন্দর একটি পোষ্ট তুলে ধরার জন্য।

    ReplyDelete