অনলাইন থেকে দীর্ঘস্থায়ী ও বেশি বাজেটের আয় করার জন্য এ্যাফিলিয়েট
মার্কেটিং অত্যন্ত ভাল একটি মাধ্যম। তবে আমি আপনাকে যে এ্যাফিলিয়েটের
সাথে পরিচয় করিয়ে দেব তা হচ্ছে শেয়ার করার মতো যে কোন বড় লিংক ছোট করে মার্কেটিং
করা। এখানে আপনি একটু শ্রম ও বুদ্ধিমত্ত্বা প্রয়োগ করে প্রতি মাসে ৩০০-৩০০০ ডলার
ইনকাম করতে পারবেন।
এ্যাডএফ.লে এটি একটি লিংক শর্টেনার সাইট। এই সাইটে কাজ করার মাধ্যমে আপনি
পরবর্তীতে এ্যাফিলিয়েট
মার্কেটিং-এ কাজ করে সুবিধা পাবেন। এ্যাফিলিয়েট মার্কেটিং এ
আয় অনেক বেশি কিন্তু
আমি যে সাইটের কথা বলছি, এই সাইটে আপনার Shrink করা
আকর্ষনীয় লিংকগুলোর মাধ্যমে যতো বেশি ভিজিটর আনতে পারবেন আপনার আয়
ততো বাড়বে এবং এখানে বাড়তি সুবিধা হল এক সময় আপনি কাজ না করলেও আপনার আয় হবে (কারন আপনার রেফারে যারা কাজ
করবে তাদের থেকেও আপনি লাইফটাইম কমিশন পাবেন)। যারা চেষ্টা করেও GOOGLE ADSENCE পাচ্ছেন না তারা গুগল এ্যাডসেন্সের বিকল্প হিসেবে এই সাইটে কাজ করতে পারেন।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে
প্রথমে এই লিঙ্কে
যান “Join Now” এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। এরপর আপনার দেয়া মেইলে একটি কনফারমেশন কোড/লিংক পাঠানো হবে। আপনার ইমেইল ওপেন করে একটিভিশন লিংকে Click করে একটিভ করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ
হয়ে গেলে Log In করে সাইটটি
সম্পর্কে আরও ভালভাবে জানতে
পারেন।
এ্যাডএফ.লে-তে কেন কাজ করবেন
কারন এ্যাডএফ.লে
ব্যবহার করে আপনি খুব সহজে আয় করতে পারবেন । প্রথম প্রথম
এখানে আপনার একটু সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যা
দূর হলে আপনি শিখতে পারবেন কিভাবে গুগল এ্যাডসেন্স, ক্লিকব্যাংক ,এমাজান,
ক্রেইগসলিস্ট, ইবেতে মার্কেটিং করে এক দিনেই শত শত ডলার আয় করা যায়। এখানে Link Shrink করে মাসে ৫০০ ডলার আয় করা কোন ব্যাপারই না। এর প্রমান পেয়েছি গুগল মামুরে ব্যবহার করে। আশা করি আমার adf.ly Bangla
Tutorial ফলো করলে আপনি খুব ভাল অর্থ উপার্জন করতে পারবেন। এছারাও আপনি যখন আপনার রেফারেল কোড ব্যবহার করবেন তখন আপনি পাবেন ২০%
কমিশন এবং এটা একটা লাইফ টাইম ইনকাম সোর্স।
শর্টেন লিংক যেভাবে কাজ করে
এই Shorten URL সাইটটি আপনার বড় লিংক-কে নিজের বিজ্ঞাপন দ্বারা ছোট লিংক আকারে প্রকাশ করে। অর্থাৎ বড় কোন URL কে শর্টেন সাইট
বা এ্যাড দ্বারা পাবলিশ করার জন্য শর্টেন লিংক ব্যবহার করা হয়। অনেক সময় কোন সাইট
বা ডাউলোড লিংকে ক্লিক করার পর একটি এ্যাড দেখা যায়। সেখানে ৫ সেকেন্ড অপেক্ষা করার পর Skip Ad নামে একটি বাটন আসে । সেই বাটনে ক্লিক করলেই ভিসিটর তার গন্তব্যে পৌঁছতে পারে। আর যখনই ভিসিটররা এই Skip Ad এ ক্লিক করে, তখনই এ্যাকাউন্টে টাকা জমতে থাকে।
পেমেন্ট পদ্ধতি
আপনার এ্যাকাউন্টে ৫ ডলার হয়ে গেলে টাকা সরাসরি আপনার অনলাইন ব্যাংক এ্যাকাউন্ট Payza বা Paypal এর মাধ্যমে উঠাতে পারবেন ।
যেভাবে কাজ করলে বেশি আয় হবে
adf.ly-র পেজ স্ক্রিপ্ট আপনার ব্লগ বা সাইটে এ্যাড হিসেবে ব্যবহার
করবেন এবং অনলাইনে Shrink করা লিংকগুলোর ব্যাপক প্রচার ঘটাবেন। আপনার পোস্টে এমন কিছু আকর্ষনীয় লিংক সংযুক্ত করতে হবে যা ভিসিটররা ক্লিক না করলেই নয়। এমন টাইটেল এবং লেখা দিতে হবে যা সবারই নজর কাড়ে। আপনার অনলাইন দক্ষতা ও চেষ্টা থাকলে এখান থেকে সহজেই ৩০০ থেকে ৩০০০ ডলার আয়
করতে পারবেন। এছাড়াও
ধৈর্য্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা,
অনলাইনে নিয়মিত সময় দেয়া,
ইংরেজিতে ব্লগ লেখায় পারদর্শী হওয়া,
এ্যাফিলিয়েট মার্কেটিং এ দক্ষতা বাড়ানো,
সাইট, ব্লগ ও ফোরামে
নিয়মিত লিংক পোস্ট করা,
কোনভাবেই হতাশাগ্রস্থ না
হওয়া,
SEO, HTML এর ধারনা রাখা।
এসব আপনার নাও জানা থাকতে পারে। যদি জানা না থাকে তবে জানার চেষ্টা করুন; আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন।
বিভিন্ন ধরনের গান,ভিডিও,পিকচার,সফট্ওয়ার ইত্যাদি বিষয়ক ব্লগ তৈরী করে এসবের লিংকগুলো Shrink করে আপনার ব্লগে পোস্ট করুন এবং ব্লগের প্রচার করুন ।
আপনার শর্ট লিংক বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটে (ফেসবুক, টুইটার, গুগল+ ইত্যাদি) শেয়ার
করুন।
আপনার শর্ট লিংকগুলো বিভিন্ন ওয়েব সাইটে ও ফোরামে প্রচার করুন ।
বড় লিংককে Shrink করবেন যেভাবে
আপনার বড় লিংককে Shrink (ছোট লিংক)
করার জন্য adf.ly এ্যাকাউন্টে Log In করুন। এরপর আপনি যে লিংকটি শেয়ার করতে চান, সেই লিংকটি কপি করে Shrink বক্সে
পেস্ট করুন এবং Shrink লেখাটায় ক্লিক করুন। (যেমনঃ বড়
লিংক http://dearbangla24.blogspot.com Shrink করার পর http://adf.ly/drAYk)। এবার আপনি লিংকটি
কপি করে অনলাইনে
ইচ্ছামত শেয়ার করতে পারেন। যখন এই লিংকে কেউ ক্লিক করবে তখন আপনার এ্যাকাউন্টে টাকা জমতে থাকবে।
If you add an example of total solution would better for us
ReplyDelete