ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয়



অসতর্কতার কারণে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে। হারানো জিনিস ফিরে পাওয়া প্রায়ই অসম্ভব হয়ে দ্বাড়ায়। কোন কারণে যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়, তবে দূর্ভোগের সীমা থাকে না।
     তাই জাতীয় পরিচয়পত্র সতর্কতার সহিত ব্যবহার ও যত্নসহকারে রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর পরেও যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে তা নতুন করে উত্তোলনের ব্যবস্থা করতে হবে।
     জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা উত্তোলনের জন্য করণীয় কি হবে তা নিম্নে উল্লেখিত হলো...


১। প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

২। প্রশ্নঃ হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে হারানো আইডি কার্ড পেতে/সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।

৩। প্রশ্নঃ হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

৪। প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।

৫। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / স্লিপ হারালে করণীয় কি?
উত্তরঃ স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।

৬। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।

৭। প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব?
উত্তরঃজাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।

৮। প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রের মান বর্তমানে তেমন ভালো না এটা কি ভবিষ্যতে উন্নত করার সম্ভাবনা আছে?
উত্তরঃ হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ থাকবে এবং মান অনেক উন্নত হবে।
© তথ্যসূত্র: নির্বাচন কমিশন

  1. জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত
  2. জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
  3. জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত

উপরের তিনটি বিষয়ের যাবতীয় তথ্য একসঙ্গে পড়তে এখানে যান...


                Read English in.. AllBestBD


আরও কিছু পোষ্ট :

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত সমস্যা ও সমাধান

নামাজের কয়েকটি উপকারিতা

হাসপাতাল ক্লিনিকের তালিকা- Hospitals

ওয়েব সাইট তৈরির গাইড লাইন







জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় সম্পর্কিত: হারানো ন্যাশনাল আইডি কার্ড ফিরে পেতে, NID lost, ভোটার কার্ড হারানো, হারানো আইডি কার্ড উত্তোলন, ভোটার আইডি কার্ড হারানো, জাতীয় পরিচয়পত্র, নতুন ভোটার রেজিস্ট্রেশন, হারানো ন্যাশনাল আইডি কার্ড,

No comments:

Post a Comment