অলিভ ওয়েলের ১৫ ব্যবহার জে‌নে রাখুন

গোটা বিশ্বে যত রকম ভোজ্য তেল ব্যবহৃত হয়, তার মধ্যে স্বাস্থ্যকর তালিকার শীর্ষস্থানীয়গুলোর একটি অলিভ ওয়েল। সুস্থ ও ফিট দেহের জন্য এই তেলের চাহিদা ব্যাপক। অনেক দেশে কেবল সালাদের তেল হিসাবে ব্যবহৃত হয়। আবার অনেক দেশের রান্নার জরুরি উপকরণ। তবে কেবল রান্নাই নয়, বিশেষজ্ঞরা এখানে জানাচ্ছেন অলিভ ওয়েলের কিছু অনন্য ব্যবহারের কথা।

১. বাড়ির কোন দরজা খুলতে বা বন্ধ করতে গেলে ক্যাঁচ ক্যাঁচ আওয়ার করে? সে ক্ষেত্রে সংযোগ কব্জাগুলোতে কিছু অলিভ ওয়েল দিয়ে দিন। আর শব্দ করবে না।
২. ওটমিল, সামান্য ক্রিমের সঙ্গে অলিভ ওয়েল মিশিয়ে তা মুখ পরিষ্কারের স্কার্ব হিসাবে ব্যবহার করুন।
৩. লোহার যন্ত্রপাতি বা গ্রিলের মরিচা প্রতিরোধে তাতে অলিভ ওয়েল ব্যবহার করুন।
৪. বাচ্চাদের ম্যাসাজের জন্য অলিভ ওয়েলকে সেরা বলে ধরা যায়।
৫. বাড়িতে শেভিং ক্রিম না থাকলে মসৃণ শেভের জন্য অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন।
৬. এক কাপ অলিভ ওয়েলের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। আসবাবপত্র পরিষ্কারের কাজে একে ব্যবহার করুন।
৭. হাতের কালশিটে দূর করতে অলিভ ওয়েল ব্যবহার করুন।
৮. ওয়াক্সিংয়ের পর হাত ও পায়ের চিটচিটে ভাব দূর করতে অলিভ ওয়েল মাখুন।
৯. চুলকে স্থির করে রাখতে চাইলে অলিভ ওয়েল ব্যবহার করুন চুলে। মনে হবে যেন জেল দিয়েছেন।
১০. মোচাক থেকে প্রাপ্ত মোমের সঙ্গে সামান্য অলিভ ওয়েল মিশিয়ে একটি কৌটায় রেখে দিন। এটি লিপজেলের কাজ করবে।
১১. চুলের কন্ডিশনার হিসাবে অলিভ ওয়েল দারুণ। চুলে মেখে একটি গরম তোয়ালে পেঁচিয়ে রাখুন।
১২. ব্রাশগুলোকে চকচকে রাখতে এগুলো ধুয়ে অলিভ ওয়েলে পলিশ করুন।
১৩. মেকআপ মুছতে রিমোভার হিসাবে অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন।
১৪. দাঁতের যত্নেও দারুণ উপাদান অলিভ ওয়েল।
১৫. শিশুদের নিতম্ব থেকে র্যাশ দূর করতে সামান্য অলিভ ওয়েল মাখিয়ে দিন।

No comments:

Post a Comment