মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি তা‌লিকা ২৭ ফেব্রুয়ারি : JDC Scholarship 2020

সাড়ে ৩১ হাজার মাদরাসা শিক্ষার্থীর বৃত্তি তালিকা ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে প্রকাশ করবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে- ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২,৫০০ এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে ৯,০০০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে।

ইবতেদায়ি বৃত্তি (Ebtedaye Britti) 
২০১৯ সালের ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ৭,৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৫,০০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রত্যেকে মাসে ৩০০ টাকা করে আর বার্ষিক ২২৫ টাকা করে পাবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি পাবে। এসব শিক্ষার্থীরা আগামী ৩ বছর এ বৃত্তির সুবিধা পাবে।

জেডিসি বৃত্তি (JDC Britti)
২০১৯ সালের জেডিসির ফলের ভিত্তিতে ৩,৫০০ শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৬,০০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। মেধাবৃত্তি পাওয়া ৩,০০০ শিক্ষার্থীর প্রত্যেকে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। বার্ষিক হারে পাবে ৫৬০ টাকা।
এছাড়া, সাধারণ বৃত্তি পাওয়া ৬,০০০ শিক্ষার্থীর প্রত্যেকে মাসিক ৩০০ টাকা আর বছরে ৩৫০ টাকা করে পাবে। আগামী ২ বছর এ বৃত্তির সুবিধা তারা পাবে।






Jdc scholarship, madrasha  scholarship 2020, Jdc scholarship 2020, ebtadaye  scholarship 2020, JDC Britti 2020

No comments:

Post a Comment