পু‌ষ্টিকণা খাওয়া‌নোর নিয়ম : PustiKona

ব্রা‌কের পু‌ষ্টিকণা শিশুদের মেধা ও শারীরিক গঠন বৃদ্ধি ক‌রে। পুষ্টিকণা হচ্ছে ১০টি ভিটামিন ও ৫ টি মিনারেল সমৃদ্ধ শিশুখাদ্য।

৭ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাভাবিক খাবারের সাথে এক প্যাকেট পুষ্টিকণা মিশিয়ে প্রতিদিন একবার করে একটানা ৬০ দিন খাওয়ানোর পর ৪ মাস বিরতি দিয়ে আবার ৬০ দিন শিশুকে খাওয়াতে হবে।

সতর্কত‌া
পুষ্টিকণা অবশ্যই ডাক্তা‌রের পরামর্শ অনুযায়ী শিশু‌কে খাওয়া‌তে হ‌বে। সুস্হ্য স্বাভা‌বিক শিশুর জন্য পু‌ষ্টিকণা বিপদ ডে‌কে আন‌তে পা‌রে। তাই অপু‌ষ্টি জ‌নিত সমস্যায় শিশু‌কে পু‌ষ্টিকণা খাওয়া‌নো যে‌তে পা‌রে।

No comments:

Post a Comment