"প্রেম হারাম" - কোন হাদিসে আছে?

আপনি অবশ্যই জাদুঘরে গিয়েছেন। জাদুঘরে সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস হলো, ঐতিহাসিক নিদর্শন - যেমন, অমুক রাজার তলোয়ার, তমুক রাজার পোশাক ইত্যাদি। এগুলো সবই অমূল্য সম্পদ। আপনি কোন আধুনিক দামী জিনিস নষ্ট করে ফেললে, সেটা আবারও টাকা দিয়ে কেনা যায়। কিন্তু কোন ঐতিহাসিক জিনিস নষ্ট করে ফেললে, সেটা আর পাওয়া যায় না। সেজন্যই জাদুঘরে বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যাবস্থা আছে। জাদুঘরে লেখা থাকে - হাত দেওয়া নিষেধ। এমনকি এটাও লেখা থাকে - ছবি তোলা নিষেধ।

আপনি একদিন জাদুঘরে গিয়েছেন। ঘুরে ফিরে বিভিন্ন জিনিস দেখেছেন। একটি পুরাতন ছাতা দেখতে পেলেন।লেখা আছে - নবাব সিরাজ-উদা-দৌলার ছাতা। তার পাশে এটাও লেখা আছে - ছবি তোলা নিষেধ। এটা দেখে আপনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর, ছাতাটি হতে নিয়ে জাদুঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। জাদুঘরের নিরাপত্তা কর্মী আপনাকে বাধা দিলো। এবার আপনি তাকে বলেছেন - ওখানে "ছবি তোলা নিষেধ" লেখা আছে, "বাইরে নেওয়া নিষেধ", এমন লেখা নেই।

না, আপনি এমন করবেন না। কারণ আপনি বুদ্ধিমান। যে জিনিসের ছবি তোলা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না, এটা একটা সাধারণ বুদ্ধির ব্যাপার।

আপনার সেই সাধারণ বুদ্ধিটা, এবার কাজে লাগান। ইসলামে নারী খুব সুরক্ষিত। নারীকে ধরা ছোঁয়া নিষেধ। এমনকি, চোখে দেখাও নিষেধ। যে নারীকে চোখে দেখাই নিষেধ, তাকে বাইরে নিয়ে গিয়ে, রিক্সায় ঘুরবেন, মার্কেটে ঘুরবেন, পার্কে বসে বাদাম খাবেন, হাত ধরে বসে থাকবেন। সেটা কিভাবে হবে?

নারীকে ছোঁয়া নিষেধ, দেখা নিষেধ, এই কথা কোরআন ও হাদিসে লেখা আছে। যে জিনিস দেখা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না। এটা একটি সাধারন বুদ্ধির ব্যাপার।

এত ভালোভাবে বুঝিয়ে দেবার পরেও, কিছু অতি-বুদ্ধিমান লোক আছে , যারা বিষয়টা বুঝবে না। তাদের জন্য - হাদিসে সরাসরি "প্রেম হারাম" তেমন বলা নেই। তবে, নারী-পুরুষ অবাধ মেলামেশা নিষেধ আছে। নারীকে চোখে দেখা নিষেধ আছে। এবার, আপনি মেলামেশা না করে, এমনকি চোখে না দেখে, প্রেম করতে থাকুন।



#ভালোবাসা, #প্রেম

No comments:

Post a Comment