বাংলা‌লিংক নতুন সি‌মে ৩ জি‌বি ও ২০০ মি‌নিট অফার

সম্মা‌নিত গ্রাহকগ‌ণের জন্য বাংলা‌লিংক স্টার্ট-আপ এন্ড বান্ডেল অফার !
বাংলা‌লিংক নতুন সিম কিন‌লেই পা‌চ্ছেন_
৩ জিবি ইন্টার‌নেট
অথবা
২০০ মিনিট টকটাইম

বাংলা‌লিংক স্টার্ট-আপ অফার ফেব্রুয়ারী ২০১ -
বাংলা‌লিংক প্রেমী‌দের জন্য আছে সুখবর! এখনই বাংলালিংক -এর নতুন সংযোগ নিন এবং আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করুন। বাংলা‌লিংক নতুন সংযোগে মাত্র ৳৪৪ বা ৳৪৮ রিচার্জ করলেই ৩ জি‌বি ইন্টারনেট অথবা ২০০ মিনিট বোনাস এবং অন্যান্য আকর্ষণীয় কলরেট উপভোগ করতে পারবেন।


প্রথমবার ৳৪৪ রিচার্জে উপভোগ করুন ৩ জি‌বি পর্যন্ত ইন্টারনেটঃ
- বাংলালিংক -এর যে সকল প্রিপেইড গ্রাহকরা ৫ ফেব্রুয়ারী, ২০১৭ বা এর পর নতুন সংযোগ ব্যবহার শুরু করবেন তাদের জন্য অফারটি প্রযোজ্য।
- নতুন গ্রাহকরা ৳৪৪ প্রথম রিচার্জ করলে স্পেশাল ট্যারিফ ১ পয়সা/সেকন্ড (যেকোন অপারেটর) কলরেট সাথে ১ সেকন্ড পাল্‌স উপভোগ করতে পারবেন, ট্যারিফের মেয়াদ ৩০ দিন। একবার এই ট্যারিফের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার ট্যারিফ মূল প্যাকেজ রেটে ফিরে যাবে।
- প্রথমবার ৳৪৪ রিচার্জের পর আপনি ৪৪ মিনিট (যেকোন অপারেটর) এবং 750 mb ইন্টারনেট বোনাস পাবেন। বোনাসের মেয়াদ ১৫ দিন।
- পরবর্তী মাসে ৳৯ রিচার্জে 774 mb ইন্টারনেট ক্রয় করতে পারবেন। মেয়াদ ৭ দিন।
- প্রতিবার ৳৯ রিচার্জে 774 mb ইন্টারনেট পেতে আপনাকে পূর্ববর্তী মাসে সর্বনিম্ন ৫০ টাকা (সম্মিলিত) ব্যবহার করতে হবে।
- আপনি 774 mb ইন্টারনেটের এই প্যাকটি সর্বোচ্চ ৩ বার ক্রয় করতে পারবেন।
- বোনাস ব্যবহারে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়।
- নতুন গ্রাহকরা *166*32# ডায়াল করে অফারটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন।
- বোনাস মিনিট ও ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *124*24#
- যদি অফারটি আন-সাবস্ক্রাইব করেন তবে পুনরায় অফারটি নিতে পারবেন না।
- ডি-রেজিস্ট্রেশনের পর আপনি আপনার পূর্বের ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।
- নতুন গ্রাহকরা প্যাকেজ ট্রান্সফারের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ডিঅ্যাক্টিভেট হবে।

প্রথমবার ৳৪৮ রিচার্জে উপভোগ করুন ২০০ মিনিট পর্যন্ত বোনাসঃ
- বাংলালিংক -এর যে সকল প্রিপেইড গ্রাহকরা ৫ ফেব্রুয়ারী, ২০১৭ বা এর পর নতুন সংযোগ ব্যবহার শুরু করবেন তাদের জন্য অফারটি প্রযোজ্য।
- প্রথমবার ৳৪৮ রিচার্জের পর আপনি ৫০ মিনিট (যেকোন অপারেটরে) এবং 200mb ইন্টারনেট বোনাস পাবেন। বোনাসের মেয়াদ ৩০ দিন।
- নতুন গ্রাহকরা ৳৪৮ প্রথম রিচার্জ করলে স্পেশাল ট্যারিফ আধা পয়সা/সেকন্ড (বাংলালিংক-বাংলালিংক) এবং ১ পয়সা/সেকন্ড (বাংলালিংক-অন্য অপারেটর) কলরেট উপভোগ করতে পারবেন, ট্যারিফের মেয়াদ ৩০ দিন। একবার এই ট্যারিফের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার ট্যারিফ মূল প্যাকেজ রেটে ফিরে যাবে।
- পরবর্তী ৩ মাসে ৳৫০ মিনিট (যেকোন অপারেটরে) বোনাস নিতে পারবেন, মেয়াদ ৭ দিন।
- বোনাসটি পেতে হলে আপনার মূল অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ ব্যালেন্স খরচ করতে হবে যেমন এসএমএস, ভয়েস কল, ইত্যাদি। প্রথম মাসের পর যেকোন সময় এটা করা যাবে।
- আপনি এই ৫০ মিনিট বোনাস সর্বোচ্চ ৩ বার পেতে পারবেন, প্রতি মাসে একবার করে।
- ৫০ মিনিট বোনাস অফারটি পেতে আপনাকে পূর্ববর্তী মাসে সর্বনিম্ন ৳৫০ (সম্মিলিত) ব্যবহার করতে হবে।
- বোনাস ব্যবহারে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়।
- নতুন গ্রাহকরা *166*345# ডায়াল করে অফারটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন।
- বোনাস মিনিট ও ইন্টারনেট চেক করতে *124*24# ডায়াল করতে হবে।
- যদি অফারটি আন-সাবস্ক্রাইব করেন তবে পুনরায় অফারটি নিতে পারবেন না।
- ডি-রেজিস্ট্রেশনের পর আপনি আপনার পূর্বের ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।
- নতুন গ্রাহকরা প্যাকেজ ট্রান্সফারের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ডিঅ্যাক্টিভেট হবে।

নতুন প্রিপেইড সংযোগে নিম্নের সুবিধা সমূহ উপভোগ করুনঃ
- ৳৫ প্রিলোডেড ব্যালেন্স বাংলালিংক সার্ভিসে যেকোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, মেয়াদ ১৫ দিন।
- মেয়াদ চলাকালীন যেকোন পরিমাণ রিচার্জে আজীবন মেয়াদ।
- 50 mb বোনাস ইন্টারনেট, বোনাস প্রাপ্তির দিন থেকে মেয়াদ ৩ দিন।
- আপনার অব্যবহৃত ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *124*5#
- বাংলালিংক নাম্বারে ৫০টি ফ্রি sms ব্যবহার করতে পারবেন, মেয়াদ ১০ দিন।
- বোনাস smsব্যালেন্স চেক করতে ডায়াল *124*5#
- আমার টিউন -এ ৩০ দিনের জন্য বাংলালিংক টিউন একদম ফ্রি।
- প্রথম আউটগোয়িং কলের ৬ দিন পর আমার টিউন সার্ভিস কার্যকর হবে। ১ মাস পর আমার টিউন সার্ভিস বন্ধ হয়ে যাবে। 
- আমার টিউন সার্ভিস চালু রাখতে start লিখে 2222 নাম্বারে smsকরতে হবে।
- যেকোন নাম্বারে ২৪ ঘণ্টা ২০.৮৩ পয়সা/১০ সেকন্ড কলরেট।




#বাংলা‌লিংক #নতুন #সিম #অফার #‌নিউ #২০১৭, banglalink new sim offer, 3gb internet offer 2017, banglalink new connection offer,  #banglalink #internet #offer February #2017 , #new #sim , banglalink new offer, banglalink 3gb offer, banglalink 200 minute talk time offer, #talk-time

No comments:

Post a Comment