১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করতে যাচ্ছে মোবাইল অপারেটররা। এ নিয়ে মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ফোর-জির কারণে তারা কী সেবা পাবেন, সারা দেশে এই সেবা পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা।
এই আলোচনার মধ্যে কিছুটা হতাশ হতে হচ্ছে জনপ্রিয় মোবাইল ফোনসেট আইফোন গ্রাহকদের। যখন অন্যান্য হ্যান্ডসেটের গ্রাহকেরা ফোর-জি সেবা উপভোগ করবেন, তখন আইফোনের মালিকদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেননা শুরুতেই ফোর-জি পাচ্ছেন না অ্যাপল ব্যবহারকারীরা।
মুঠোফোন অপারেটর সূত্র জানায়, আইফোনে ফোর-জি সেবা আসতে কিছুটা সময় লাগবে। আর সেটা চার থেকে পাঁচ সপ্তাহ হতে পারে। তার মানে হলো মার্চের শেষের দিকে ফোর-জি সেবা পাবেন আইফোন গ্রাহকেরা। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সঙ্গে কিছু কারিগরি বিষয় যথাযথভাবে শেষ করতে এ সময় লাগবে অ্যাপলের।
তাই আপাতত বাংলালিংক, রবি বা গ্রামীণফোনের আইফোন গ্রাহকদের একটু বেশি সময় অপেক্ষা করতেই হচ্ছে।
Accessing the internet on your smartphone has never been this easy.
ReplyDeleteYou can visit our website: dark web links