খাঁটি মনে তাওবা না করা পর্যন্ত কয়েক শ্রেণির লোককে শবেবরাতে ক্ষমা করা হবে না।
এক. মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরক করে।
দুই. অন্যায়ভাবে হত্যাকারী।
তিন. হিংসা-বিদ্বেষ পোষণকারী।
চার. মাতা-পিতার অবাধ্য সন্তান।
পাঁচ. রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্নকারী।
ছয়. জিনাকারী নারী ও পুরুষ।
সাত. ডাকাত।
আট. টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ।
নয়. মদ পানে অভ্যস্ত ব্যক্তি।
সূত্রঃ (মুসনাদে আহমাদ, হাদিস : ৬৬৪২; শুয়াবুল ঈমান, হাদিস : ৩৫৪৪-৩৫৪৫-৩৫৫৫-৩৫৫৬)।
No comments:
Post a Comment