বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ১ বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি তথ্য ২০১৯-২০২০। Bangladesh open University bed
admission 2019-2020
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিএড ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড ভর্তিতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হবে। নির্ধারিত ওয়েবসাইটে (osaps.bou.edu.bd) অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ভর্তির বিস্তারিত তথ্য দেখে নেয়া যাকঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বাউবি) প্রোগ্রামের ২০১৯-২০২০ (২০২০ ব্যাচ) ভর্তির জন্য osaps.bou.edu.bd-এর মাধ্যমে শুধুমাত্র Online-এ আবেদন আহ্বান করা যাচ্ছে ।
বিএড ভর্তির ন্যূনতম যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির আবেদন সংক্রান্ত তথ্যঃ
•
Online-এ ভর্তির আবেদন শুরুর তারিখঃ ২০-১০-২০১৯ ইং
Online-এ ভর্তির আবেদনের শেষ তারিখঃ ২০-১১-২০১৯ ইং রাত ১২:০০টা পর্যন্ত।
• ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান: ১৩-১২-২০১৯ তারিখ (সকাল ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা) বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
• ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: ১০০ নম্বরের বহু নির্বাচনী (MCQ)। মানবন্টনঃ- বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান- ২৫ (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির অনলাইনে আবেদনের প্রক্রিয়াঃ
• আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ১০০ সাইজ) এবং সদ্য তোলা ছবি (৩০০ X ৩০০ সাইজ) স্ক্যান করুন।
•
01756-045166 নম্বরে ৪০০/- (চারশত) টাকা (ভর্তির আবেদন ফি) + Transaction Charge বিকাশ দিয়ে Payment করুন । বিকাশ নম্বর এবং Transaction ID সংরক্ষণ করুন।
•
01786-5249175 নম্বরে শিওরক্যাশ এবং DBBL-এ রকেট এর মাধ্যমেও ৪০০/- (চারশত) টাকা + Transaction Charge প্রদান করে ভর্তির আবেদন করা যাবে ।
• আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন।
• স্কুল অব এডুকেশন অর্থাৎ SOE-এর উপর ক্লিক করুন।
•
Bachelor of Education (B.Ed)-এর উপর ক্লিক করুন।
• অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং User ID, Password এবং ফি সংশ্লিষ্ট মোবাইল SMS সমূহ সংরক্ষণ করুন।
• এক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত হলে তা Online-এ আবেদন জমা প্রদানের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে OSAPS Helpline
অথবা পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর অবহিত করুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০
বিএড ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক তালিকা প্রকাশঃ
• শিক্ষাগত যোগ্যতা এবং বয়সভিত্তিক পয়েন্টের ভিত্তিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের প্রাথমিক তালিকা ০৩-১২-২০১৯ তারিখের মধ্যে প্রকাশ করা হবে !
• প্রাথমিক তালিকা প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের মোবাইল SMS-এর মাধ্যমে জানানো হবে। বাউবি’র ওয়েবসাইটে (www.bou.edu.bd) ভর্তি পরীক্ষার তারিখ ও স্থানসহ বিস্তারিত নিদের্শনা পাওয়া যাবে।
• মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠী এবং বাউবি’র অভ্যন্তরীণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী/ তাঁদের পোষ্যদের জন্য ৫% কোটা সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে যথাযথ সনদপত্র Online-এ আবেদনের প্রিন্ট কপির সাথে সংযুক্ত করে ডিন, স্কুল অব এডুকেশন, বাউবি, গাজীপুর-১৭০৫ ববাবর প্রেরণ করতে হবে।
বিএড ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
• ০৫-১২-২০১৯ থেকে ১০-১২-২০১৯ তারিখের মধ্যে অনলাইনে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত SMS পাওয়া যাবে।
• আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে ক্লিক করুন ।
•
Login-এর উপর ক্লিক করে আপনার User ID এবং Password লিখে Enter করুন।
• আপনার প্রবেশপত্র প্রিন্ট করুন যা ভর্তি প্ররীক্ষার সময় অবশ্যই সাথে আনতে হবে।
বিএড প্রোগ্রাম সংশ্লিষ্ট বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারসমূহের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.edu.bd) ভর্তি বিজ্ঞপ্তির সাথে পাওয়া যাবে। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিন্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে।
বি. দ্র: কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিএড ভর্তি বিজ্ঞপ্তি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ ব্যাচ।
·
#উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, #বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
#উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, #বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
No comments:
Post a Comment