বিনামূল্যে করোনা বীমা সুবিধা পা‌বে ১ লাখ মানুষ Corona Bima

১ লাখ মানুষকে বিনামূল্যে করোনা বীমার সুবিধা দিচ্ছে নো‌বেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের Digital Health (DH)।
করোনাভাইরাস সংক্রান্ত খরচ বহন করতে ডিজিটাল হেল্থ (ডিএইচ) বুধবার থেকে একটি নতুন বীমা কর্মসূচি চালু করছে। এটি শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস প্রবর্তিত একটি গ্রামীণ সামাজিক ব্যবসা কোম্পানি, যা টেলিনর হেল্থ নামে চার বছর ধরে ডিজিটাল স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এর সেবা গ্রহীতার সংখ্যা বর্তমানে ৫০ লাখেরও বেশী।
মঙ্গলবার ইউনুস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞ্তিতে আরও জানানো হয়, নতুন এই সেবাটির নাম “করোনা বীমা” (Corona Insurance) যা অনলাইনে ১ লাখ নিবন্ধনকারীকে “আগে আসলে আগে পাবেন ভিত্তিতে” বিনা খরচে বীমা সুবিধা দেবে। করোনা বীমা কারো করোনা টেস্ট রেজাল্ট “পজেটিভ” এলে তাকে ২ হাজার টাকা প্রদান করবে যাতে তিনি ‘হোম আইসোলেশনে’ যেতে পারেন, করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হলে তাকে ৫ হাজার টাকা দেবে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিকে জীবন বীমা “কভারেজ” হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

কভারেজের মেয়াদ হবে নিবন্ধনের তারিখ থেকে দুই মাস এবং তা কার্যকর হবে নিবন্ধনের মুহূর্ত থেকে। সেবা গ্রহীতা ব্যক্তিদের প্রদত্ত সর্বমোট কভারেজের পরিমাণ হতে পারে বেশ বড় অংকের।  

এই অফারটি ১১ জুন ২০২০ পর্যন্ত অথবা এর পূর্বেই ১ লাখ নিবন্ধন সম্পূর্ণ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এরপর নতুন আর কোনো নিবন্ধন গ্রহণ করা হবে না।  

করোনা বীমার অধীনে প্রদত্ত সুবিধাদি নিবন্ধনের সময় থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে।

অর্থাৎ কেউ চলতি বছরের ১১ জুন নিবন্ধন করলে তিনি ১০ আগস্ট পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন। নিবন্ধনের জন্য https://care.dh.health/insurance এই ওয়েব সাইটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।   

এই কর্মসূচিতে যারা নিবন্ধন করবেন তাদেরকে করোনাভাইরাস মোকাবেলার জন্য সময়ে সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও পরামর্শ পাঠানো হবে।

উল্লেখ্য, ডিজিটাল হেলথ (ডিএইচ) ২৮ মার্চ একটি অনলাইন-ভিত্তিক করোনাভাইরাস সিম্পটম চেকার চালু করেছে (https://coronachecker.dh.health/) যে-কেউ বিনা খরচে যার সুবিধা নিতে পারে। চালুর প্রথম পাঁচ দিনেই ১ লাখ ৩১ হাজার ৫৯০ জন ডিএইচ করোনা সিম্পটম চেকারের প্রশ্নপত্র সম্পূর্ণ করেছেন যেখানে প্রতিটি পরীক্ষায় সময় লেগেছে গড়ে মাত্র ৩ মিনিট ৪১ সেকেন্ড। চেকারে যাদের ঝুঁকি উচ্চমাত্রার বলে শনাক্ত হয়েছে তাদেরকে বাংলাদেশ সরকারের কোভিড হেল্পলাইন ৩৩৩ ও ১৬২৬৩ -এ যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।

করোনার বিরুদ্ধে এই ১ লাখ বিনামূল্যের বীমা পলিসি স্পন্সর করছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।  

এ বিষয়ে ডিজিটাল হেলথ -এর প্রধান নির্বাহী সাজিদ রহমান বলেন, “এটা অনেকটা স্বস্তিদায়ক যে, রোগীদের অধিকাংশই করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানা যাচ্ছে। তারা খুব সাধারণ চিকিৎসাতেই জ্বর ও গলা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে প্রতিটি ব্যক্তি ও পরিবারের জন্যই করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে প্রস্তুতি নেয়াটা জরুরি। আমরা আশা করছি যে, আমাদের সিম্পটম চেকার, করোনা বীমা এবং বিনামূল্যে স্বাস্থ্য ও জীবন বীমা মানুষের দুশ্চিন্তা লাঘবের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর সৃষ্ট বাড়তি চাপ হ্রাসেও সহায়তা করবে। ”

No comments:

Post a Comment