বিদেশ যাওয়ার পূর্বে করণীয়

বি‌দে‌শে যাওয়ার পূ‌র্বে অবশ্যই বিস্তা‌রিত জে‌নে, বু‌ঝে ও প্র‌য়োজনীয় কাগজপত্র স‌ঠিক আ‌ছে কি না তা যাচাই কর‌তে হ‌বে। এছাড়াও_
বহির্গমন ছাড়পত্র প্রদান:
স্ব-উদ্যোগে বা আত্মীয়-স্বজনের মাধ্যমে ওয়ার্ক-পারমিট/এনওসি/এন্ট্রি-পারমিট সংগ্রহ করলে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে উপস্থিত হয়ে বা রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বহির্গমন ছাড়পত্রের (Emigration Clearance) জন্য আবেদন করতে হবে।
ছাড়পত্রের জন্য নিম্মোক্ত কাগজপত্র জমা দিতে হয়ঃ
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে নিবন্ধনকৃত কার্ড;
ভিসার পৃষ্ঠাসহ পাসপোর্টের প্রথম ৬ পৃষ্ঠার ফটোকপি;
মূল ভিসা এ্যাডভাইস/এন্ট্রি-পারমিট/ওয়ার্ক-পারমিট/এনওসি ও ফটোকপি;
১৫০/০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে ব্যক্তিগত অঙ্গীকারনামা;
পেশাজীবীদের ক্ষেত্রে সরকারি/স্বায়ত্বশাসিত/রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট নিয়োগকর্তা হতে রিলিজ অর্ডার বা প্রেষণপত্র;
একক ভিসার বিদেশগামী মহিলার ক্ষেত্রে আইনানুগ অভিভাবক থেকে ১৫০/০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অনাপত্তি পত্র।
পেশাজীবীদরে ক্ষে‌ত্রে সরকারি/স্বায়ত্বশাসিত/রাষ্ট্রায়ত্ব প্র‌তিষ্ঠানে কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট নি‌য়োগকর্তা হতে রি‌লিজ র্অডার বা প্রেষণপত্র;
একক ভিসার বি‌দেশগামী মহিলার ক্ষেত্রে আইনানুগ অভিভাবক থেকে ১৫০/-০০ টাকার নন-জুডশিয়িাল স্ট্যাম্পে অনাপত্তি পত্র।
বিদেশে যাওযার পূর্বে নিশ্চিত হোন
নিম্ম বর্ণিত কাগজপত্র আপনার কাছে রয়েছে কিনা?
১.    পাসপোর্ট
২.    চাকুরীর চুক্তিপত্র
৩.    ব্যাংক একাউন্ট খোলা হয়েছে
৪.    দূতাবাসের ঠিকানা ও ফোন নাম্বার
৫.    ভিসা
৬.    জনশক্তি ব্যুরোর ছাড়পত্র
৭.    মেডিকেল রিপোর্ট
৮.    টিকিট
৯.    টাকা প্রদানের রশিদ চুক্তিপত্র পরীক্ষা ঃ
   বিদেশে যাওয়ার কমপক্ষে দুদিন আগে এজেন্সির কাছ থেকে চুক্তিপত্র নিতে হবে এবং চুক্তিপত্রে যে বিষয়গুলো পরীক্ষা করে নেবেন ঃ
১.    চাকুরীর নাম  ২। কোম্পানি বা চাকুরীদাতার নাম, ঠিকানা  ৩। কর্মক্ষেত্র   ৪। চাকুরীর মেয়দা/চুক্তির মেয়াদ
৫। মাসিক বেতন   ৬। ছুটি ও সামাজিক নিরাপত্তা ৭। যাওয়া আসার বিমান ভাড়া  ৮। নিয়মিত কর্ম-ঘন্টা এবং সাপ্তাহিক ছুটি
৯। ওভার-টাইম  ১০। বাৎসরিক ছুটি  ১১। বেতনসহ ছুটি না বেতন ছাড়া ছুটি  ১২। অসুস্থতার ছুটি ১৩। মেডিকেল বা স্বাস্থ্যসেবার সুবিধা ১৪। কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা বা মৃত্যুর জন্য ক্ষতিপূরনের অংক ১৫। যাতায়াত ভাড়া  ১৬। খাবার ভাতা  ১৭। বাসস্থান ভাতা  ১৮। মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি।

No comments:

Post a Comment