জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি অপরাধ। তাই যারা এ কাজটি করেছেন বা কোন কারণে ভর্তি বাতিল করার প্রয়োজন হয়, তবে এই পোস্টটি ভালভাবে দেখে নিন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি বাতিল করতে যা যা দরকারঃ
১। কম্পিউটার বা ল্যাপটপ;
২। ইন্টারনেট সংযোগ;
৩। ছাত্র/ছাত্রীর ভর্তি তথ্য;
অনলাইনে কিভাবে ভর্তি বাতিল করবেনঃ
সবার আগে স্টুডেণ্ট একাউন্ট খুলতে হবে। স্টুডেণ্ট একাউন্ট খোলার জন্য-
সবার আগে স্টুডেণ্ট একাউন্ট খুলতে হবে। স্টুডেণ্ট একাউন্ট খোলার জন্য-
১. প্রথমে www.nu.ac.bd/ অথবা www.nu.edu.bd/ ওয়েবসাইট এ যান এবং ন্যাভিগেশন মেনুর সবার ডানে Services মেনু থেকে Student Login এ ক্লিক করুন।
২. সেখানে গেলে লগইন পেজ ওপেন হবে। এর ঠিক নিচে Student Registration অপশন আছে। ঐখান এ ক্লিক করুন।
৩. এখন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। আপনি সঠিক ভাবে আপনার কোর্স এর নাম, সেশন এবং রেজিস্ট্রেশন নম্বর (রেজি. না থাকলে Admission From) গুলো দিবেন।
৪. এরপর কনফার্মেশন পেজ আসবে। সেখানে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা দেখবেন। যদি ভুল হয় তাহলে Try Again এ ক্লিক করবেন। আর ঠিক থাকলে Proceed এ ক্লিক করুন।
৫. এরপর আপনার বিস্তারিত তথ্য গুলো দিন। উল্লেখ্য, আপনার রেজিস্ট্রেশন নম্বর হলো আপনার ইউজার নেম। আপনি এই পেজ এ আপনার মোবাইল নম্বর , পাসওয়ার্ড, ইমেইল নেম ইত্যাদি তথ্য প্রদান করবেন। এবং Save বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করবেন।
স্টুডেন্ট লগইনঃ
উপরের কাজ হয়ে গেলে Student Login এ আপনার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট এ প্রবেশ করবেন।
১। নিজের একাউন্টে লগ ইন করে দেখেন পেইজের বাম দিকে Academic Services নামে অপশন আছে এবং সেটায় ক্লিক করেন আর দেখবেন একই নামে আরেকটি সাব সেকশন ওপেন হবে!
২। এখন Academic Services সাবসেকশনে ক্লিক করার পর নিউ পেজ আসবে। সেখানে দেখবেন সবার উপরে Admission Cancel (AC) এর লিংক আছে, পাশে খরচও লেখা আছে। সেটায় ক্লিক করবেন।
৩। Admission Cancel (AC) এর আবেদন পেইজ চলে আসবে ক্লিক করার পর (সেখানে File Attachment এর ঘরে যা যা দিবেনঃ
**** কলেজ ফরওয়ার্ডিং (কলেজে একটা এপ্লিক্যাশন দিবেন ভর্তি বাতিলের আবেদন করে। সেই আবেদনপত্র যে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে, তার স্ক্যান কপি)
*** অনলাইনে যে ভর্তির আবেদন করেছিলেন সেটার স্টুডেণ্ট কপি।
*** ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ডের কপি!
Reason ঘরে- কেনো এডমিশন ক্যান্সেল করতে চান তার কারণ লিখবেন, তারপর প্রসিড বাটনে ক্লিক করে দিবেন।
যদি কারো রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার আগেই ভর্তি বাতিল করতে হয়ঃ
সেক্ষেত্রে New Student Registration সিলেক্ট করে তা যথাযত ভাবে পূরণ করে ভর্তির “Admission From” টা সাবমিট করুন।
এর দুই-এক দিনের মধ্যেই আপনার ইমেইলে এনইউর আইটি বিভাগ হতে খন্ডকালীন ব্যবহারের জন্য একটি একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিবে। তা দিয়ে লগইন করে উপরের নিয়ম অনুসারে আবেদন করে ফেলুন।
আবেদনের পর টাকা পাঠাবার ৭ থেকে ১৫ দিনের মধ্যেই ভর্তি বাতিল করে একটি “Letter” দিবে, এ লেটার প্রাপ্তি মানেই ভর্তি বাতিল কার্যক্রম সম্পস্ন।
ফরওয়ার্ডিংঃ বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর কলেজ অধ্যক্ষের লেখা পত্র। এ পত্রে অধ্যক্ষের সিলমোহর ও সিগনেচার থাকতে হবে।
এডমিশন ফরমের স্টুডেন্ট কপি;
ভর্তি বাতিলের জন্যে ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ;
অনার্স/ডিগ্রীর রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি;
ভর্তি বাতিল অনুমোদন চিঠি।
বিঃদ্রঃ এডমিশন ক্যান্সেল করতে সরকারি কলেজে ম্যাক্সিমাম ১৫০০ টাকা লাগবে আর বেসরকারি হলে কলেজের সাথে খরচ ডিস্কাস করে নিবেন।
nu admission cancel. Admission - Honours - অনার্স, Masters - মাস্টার্স, Degree - ডিগ্রি
No comments:
Post a Comment