ধর্ম যার যার উৎসব সবার! এটি বিতর্কিত একটি প্রবাদ। ইসলাম ধর্ম সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু অন্য ধর্ম পালন বা চর্চা বা উৎসবে যোগদান থেকে বিরত থাকার পরামর্শ "ধর্মের মধ্যে মিশ্রণ অসম্ভব"। মিশ্রিত হলে 'ধর্ম' আর 'জাতীয় সংস্কৃতি'র মাঝে কোনো পার্থক্য থাকবে না। ’হিন্দুরা গরুকে দেবী বলে মানে' আর 'ইসলাম ধর্মে গরু জবাই করে উত্সব করে'- এমন দুটি মানুষকে আপনি কীভাবে ঐক্যবদ্ধ করবেন?
এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন- যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা ধারণ করলো, সে যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। (সুনানে আবু দাউদ-৪/৪৪)
মুসলমানের জন্য কি হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব দেখতে যাওয়া বা সেখানে শামিল হওয়া জায়েজ হবে?
পূজা উপলক্ষে ভালো পোশাক পরা, আনন্দ উৎসব পালন করা যাবে কি?
#পূজা দেখা কি যায়েয?
No comments:
Post a Comment