২য় বিয়েতে ১ম স্ত্রীর অনুমতি নি‌তে হ‌বে কি?

দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি দরকার?
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২১৭৫তম পর্বে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক।


প্রশ্ন : দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি কি আবশ্যক ?


উত্তর : না, দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি আবশ্যক নয়। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবেন। এটি জায়েজ রয়েছে।

তবে ইনসাফ করতে পারবেন কি না, সে বিষয়টি অবশ্যই আমাদের ভাবতে হবে। ইনসাফ করার এই কাজটিই হচ্ছে আপনার প্রথম ওয়াজিব। এরপর বিয়ের বিষয়টি আসবে।
এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো, স্থানীয় বা আমাদের দেশের আইনে কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায়, আপনি কিন্তু দেশের আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন।

No comments:

Post a Comment