যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে
জানেনা বা যারা অনলাইনে অলস সময় কাটান; শুধু তাদের জন্য !!!
প্রথমেই বলে রাখা ভালো যে; পিটিসি সাইটগুলোর প্রায় ৯৯% -ই ভুয়া বা
চিট-বাটপার। শুধুমাত্র কয়েকটি সাইট বাদে অন্য সব পিটিসি সাইটে কাজ করা মানে হলো
ভূতের ব্যাগারি খাটা। আর কয়েকটি ভালো অর্থাৎ পেমেন্ট দেয় এমন সাইট খুঁজে বের করতে অনেক
ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এই সাইটগুলো সম্পর্কে অনেক বিষয়ে খোঁজ নেয়ার পর বোঝা যায় কোনটা
ভালো আর কোনটা খারাপ; যা রীতিমতো বিরক্তিকর ও সময়-সাপেক্ষ ব্যাপার। যাইহোক; এতোসব
ঝামেলার পরও আমি কয়েকটি পিটিসি সাইট সংগ্রহ করেছি, যেগুলোতে কাজ করে অবশ্যই
পেমেন্ট পাওয়া যাবে
এবং প্রতারিত হবার সম্ভাবনা নাই। সংগৃহীত
সাইটগুলো অনেক পুরাতন এবং পেমেন্টও সঠিকভাবে দেয়।
০1. freedoge.co.in ;
০২. freebitco.in;
০৩. getcryptotab;
০৪. moonbit.co.in ;
০৫. wad.ojooo.com
০৬. faucethub ;
০৭.
donkeymails.com ;
০৮. moondoge ;
০৯.
freedogecoin ;
১০. doge-faucet.com ;
১১. btcclicks.com ;
১২. bitcofarm.com.
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১। http://DonkeyMails.com/register/ (২০০৫) এই
সাইটে বিভিন্ন ধরনের কাজ আছে, যেগুলো খুবই সহজ। বিভিন্ন স্পন্সর সাইট ভিসিট করা,
রেজিস্ট্রশন করা, মেইল পড়া, আরও অনেক ধরনের কাজ করা যায়।
৪। http://clixsense.com/ (২০০৭)
উপরের পিটিসি সাইটগুলোতে নিঃসন্দেহে কাজ করতে পারেন। তবে পিটিসি সাইটে কাজ
করে যে সময় ব্যায় হয়, সেই অনুপাতে আয় খুবই কম। তাই আমার পরামর্শ হলো; নতুন অবস্থায়
এসব পিটিসি সাইটে কাজ করেন কিন্তু পাশাপাশি ফ্রিল্যান্সিং কি? কিভাবে সফল
ফ্রিল্যান্সার হওয়া যায়? ফ্রিল্যান্সিং এর জন্য কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে? এসব
জানার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং বিষয়ে সম্যক ধারণার জন্য- আমরা বাংলাদেশি -ব্লগটি আপনাকে পথ
দেখাতে পারে।
সূত্রঃ Top 10 PTC Site, Earn money from mobile, PTC work, Trusted site, legit sites,
Real PTC site, Make money by mobile, Trusted PTC site, Income from Mobile, Easy
work,
No comments:
Post a Comment