বাংলা‌লিংক মিসকল এলার্ট চালু করুন: আজীবন ফ্রি‌

নিত্য নতুন সেবার দিক থে‌কে বাংলা‌লিংক একটু এ্যাডভান্স ব‌টে। এরকম এক‌টি অ‌তি প্রয়োজনীয় সেবার নাম হ‌চ্ছে "মিসড্কল এলার্ট"। আপনার বাংলালিংক সিম বন্ধ থাকতে কেউ য‌দি সে সময় কল দেয়; তাহ‌লে কোন নাম্বার থে‌কে কল এ‌সে‌ছি‌লো তা মেসেজের মাধ্য‌মে জান‌তে পার‌বেন, বাংলালিংক মিসকল এলার্ট সেবার মাধ্য‌মে।
কিভাবে বাংলালিংকে ফ্রী মিসকল এলার্ট সা‌র্ভিস‌টি চালু করা যায়? তা দে‌খে নিন এখনই !

মিসকল এলার্ট কি?
আপনার বাংলালিংক সিম বা সিমসহ ফোনটি বন্ধ বা আনরিচেবল থাকাকালীন, আপনার মোবাইলে যেসব কল করা হয়েছিল, তার সবই জানতে পারবেন মিসড কল এলার্ট সার্ভিসে। যেমনঃ
হ্যান্ডসেট বন্ধ থাকলে,
নেটওয়ার্ক বা কভারেজ-এর বাইরে থাকলে,
ব্যাটারি নিঃশেষিত হলে,
ফোন ব্যস্ত থাকলে কিংবা উত্তর না করলে;
আপনি যখন আপনার ফোনটি চালু করবেন অথবা আপনার সার্ভিস এরিয়ায় ফিরে যাবেন, তখন এসএমএসের মাধ্যমে আপনি মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য জানতে পারবেন। এসএমএসগুলোয় থাকবে কলারের মোবাইল নাম্বার, কলের সময় ও তারিখ।

মিসকল এলার্ট সার্ভিসটি যেভাবে চালু করবেন
মোবাই‌লের মেসেজ অপশনে গি‌য়ে start লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে।
আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে “ডাইভার্ট হোয়েন আনরিচেবল” মোডে ৬২২ নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে। এসএমএসের মাধ্যমে আপনি এক‌টি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

প্রতিটি মিসড কলের জন্য আপনি একটি করে মেসেজ পাবেন। প্রতিটি অ্যালার্টের পর ৬২২ নাম্বারে শুধু একটি এসএমএস করলেই মিস হয়ে যাওয়া কলটির বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন।

মিসকল এলার্ট সা‌র্ভিস চার্জ
সব বাংলালিংক গ্রাহক এই সার্ভিসটি কোনো চার্জ ছাড়াই অর্থাৎ সম্পূর্ণ ফ্রি উপভোগ করতে পারবেন।

মিসকল এলার্ট সার্ভিসটি যেভাবে বন্ধ করবেন
মেসেজ অপশনে গি‌য়ে stop লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে। এসএমএসের মাধ্যমে আপনি এক‌টি বন্ধ নিশ্চিতকরণ বার্তা পাবেন।

^
^
বাংলা‌লিংক মিস কল এলাট, অ্যালাট সা‌র্ভিস- Banglalink missed call alert service free . মিসড কল অ্যালার্ট, এলাট, বাংলা‌লিংক মিসড কল অ্যালার্ট, How to start or stop miss call alert in banglalink, bl misscall alert.  বাংলা‌লিংক মিসকল এলাট কি? start-stop... How to active or deactive missed call alert, বাংলা‌লিং মিসকল এলাট, Banglalink : FREE Missed Call Alert

No comments:

Post a Comment