জিপিতে ফ্রি মিসকল এলার্ট চালু করুন

যেভা‌বে গ্রামীন‌ফো‌নে মিসড কল এলার্ট এ‌ক্টিভ বা ডিএ‌ক্টিভ কর‌বেন !
মোবাইল বন্ধ থাক‌লেও বুঝ‌তে পা‌বেন যে, কোন কোন নাম্বার থে‌কে আপনার নাম্বা‌রে ফোন এ‌সে‌ছি‌লো। মজার এই সা‌র্ভিস‌টির নাম মিসড কল এলার্ট সা‌র্ভিস (Missed Call Alert Service)। আপনার জিপি সি‌মে এক মা‌সের (৩০ দিন) জন্য এই সা‌র্ভিস‌টি ফ্রি পা‌বেন।

জি‌পি মিসড কল এলাট সেবাটি চালু কর‌তে, নি‌চের পদ্ধ‌তি অবলম্বন করুন :-

ম্যাসাজ অপশ‌নে লিখুন: START<space>MCA এবং সেন্ড করুন 6222
অথবা সরাস‌রি ডায়াল করুন, *111*11#

মিসড কল এলাট বন্ধ কর‌তে, STOP<space>MCA  এবং সেন্ড করুন 6222

এই সা‌র্ভিসটি গ্রামীন‌ফো‌নের প্রি পেইড & পোস্ট‌পেইড গ্রাহকদের জন্য।

@ gp free offer, Grameenphone activate or deactivate missed call alert. গ্রামীন‌ফোন, grameenphone missed call alert, GP FREE MCA, GP Free missed call alert, GP Missed call alert service free, জি‌পি মিসকল এলাট, grameenphone mca, GP Free Missed Call Alert Service, gp activate or deactivate missed call alert service, How to Activate or Deactivate GP Missed Call Alert

2 comments:

  1. আমার এই অপসান কোনো ভাবেই কাজ করছে না। যদি ও বিল কেটে নিচ্ছে।

    ReplyDelete
  2. গ্রামীন ফোনের সার্ভিস একদম বাজে। মিসকাল এলার্ট সার্ভিস বাংলালিংক ফ্রি দিচ্ছে অনেক আগে থেকে। আর গ্রামীন ফোন এ-র জন্য ভিক্ষুকের মতো টাকা নিচ্ছে আবার সার্ভিস ও দিতে পারছে না। এসকল বিভিন্ন কারনে মানুষ গ্রামীণ ফোন থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে।

    ReplyDelete