বিশাল ক্যামেরা সেন্সরসহ শাওমি ১২ এবং ১২ প্রো

featured-image
ফের চমক নিয়ে এলো শাওমি। সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোনে আরেকটি বিশাল ক্যামেরা আনছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। এবার, প্রতিষ্ঠানটি ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর এবং এফ/১.৯ স্ট্যান্ডার্ড ওয়াইড লেন্স আনছে শাওমি ১২ প্রো ফোনে।

শাওমি ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় সেন্সর নয় এটি। তবে বড় অ্যাপারচারের সঙ্গে বিশাল ইমেজিং চিপের এমন সমন্ময় আগে কখনো ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

ফোনটিতে শাওমি ব্যবহার করেছে সনি আইএমএক্স৭০৭ চিপ। এর মাধ্যমে আদতে ডিজিটাল ক্যামেরার বড় সেন্সরই শাওমি নিয়ে এলো মোবাইল ফোনে। গিজমোচায়না বলছে, সনির আগে বাজারে আনা আইএমএক্স৭০০ চিপের খানিকটা উন্নত সংষ্করণ ৭০৭। ফলে, এটি হয়তো একেবারে নতুন সেন্সর বলে মনে হবে না। তবে এর আকার ১/১.২৮ ইঞ্চি, যে আকার অনেক ডিএসএলআর কামেরায় ব্যবহৃত হয়। হিসেব বলছে, সেন্সরের ১.২২ মাইক্রন আকারের বড় পিক্সেল কম আলোয় ছবি তোলার বেলায় ভালো ফল দেবে।

আরও দুটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে ১২ প্রো সেটে। এর মধ্যে একটি আল্ট্রাওয়াইড এবং একটি টেলিফটো। আর শাওমি ১২ মডেলে রয়েছে কিছুটা ছোট ১/১.৫৬ ইঞ্চি পরিবারের সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো। হার্ডওয়্যার ছাড়াও, ১২ এবং ১২ প্রো ফোনে সফ্টওয়্যার উন্নতিও লক্ষণীয়। এর মধ্যে স্বল্প শাটার ল্যাগ, বার্স্ট শুটিং এবং মানুষ ও প্রাণীর মুখ ট্র্যাকিংয়ের বিষয় রয়েছে।

ক্যামেরা বাদ দিলে, ১২ প্রো এবং এর ‘ছোট সহোদর’ ১২ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট এবং ১২০ হার্টজ ওএলইডি প্যানেলসহ একটি আধুনিক ফ্ল্যাগশিপের ফোনের প্রায় সব বৈশিষ্ট্য। শাওমি ১২-তে রয়েছে ৬.২৮ ইঞ্চি পর্দা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২ প্রো-তে রয়েছে ৬.৭৩ ইঞ্চি পর্দা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি।

৩১ ডিসেম্বর চীনে বিক্রয় শুরু হবে ফোন দু’টির। ১২ প্রো ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে প্রায় ৭৩৭ ডলার এবং একই স্বক্ষমতার ১২ ফোনের দাম পড়বে প্রায় ৫৮০ ডলার।

২০২১ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে বিষয়গু‌লি

বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে গুগল সার্চের সংখ্যাও। ২০২১ সালে গুগলে যেসব বিষয় সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ। সার্চ তালিকায় থাকা শীর্ষ ৫টি বিষয় হলো:

মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা অ্যাপ : Video Editing Software for Android

আপনার পছন্দের ভিডিওটি মোবাইলে এডিট করতে চাই‌লে সহজেই  তা করতে পারবেন এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে। কারণ, ভিডিও এডিট করার জন্য এই এডিটিং অ্যাপসগুলি ব্যবহার করা হয়। এই  Mobile Video Editing Apps ব্যবহার করে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন-  যা কেবল উচ্চ ক্ষমতার কম্পিউটারের সফটওয়্যার করতে পারে।

য‌দি মোবাইলে ভিডিও তৈরি করতে চান, তাহলে এই ভিডিও এডিট করার জন্য কোনো দামি এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে না। Google Play Store থে‌কে অনেক ভালো ভালো ভিডিও ই‌ডি‌টিং অ্যাপস পেয়ে যাবেন, যার মাধ্য‌মে নিজের ভিডিও মানসম্পন্নভা‌বে বানিয়ে নিতে পারবেন।

১০০ টাকার চাকরি, অত:পর কোটিপতি

মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুফি মুহাম্মদ দায়েম উদ্দিন এবং মাতা রাহাতুন নেসা। স্থানীয় ভারত চন্দ্র বিদ্যালয় থেকে ১৯৬১ সালে মাধ্যমিক এবং ১৯৬৩ সালে সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তোলারাম কলেজ থেকে বিকম ডিগ্রি লাভ করেন। কলেজটি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলো। পরে তিনি ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

সুফি মুহাম্মদ মিজানুর রহমান

সুফি মুহাম্মদ মিজানুর রহমান একজন বাংলাদেশি শিল্পপতি এবং সমাজসেবক। তিনি বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।


ব্যবসায় সাফল্যের পাশাপাশি অনেক পুরস্কার পেয়েছেন সুফি মিজানুর রহমান। ২০২০ সালে বাংলাদেশের দ্বিতীয় শিল্পপতি হিসেবে পেয়েছেন একুশে পদক। ৭৮ বছর বয়সেও কঠোর পরিশ্রম করেন। তিনি বলেন, সাধারণ মানুষ দিনে আট ঘণ্টা পরিশ্রম করে। অসাধারণ হতে হলে ১৬ ঘণ্টা পরিশ্রম করতে হবে। না হলে সাফল্যের দেখা মিলবে না।