ইসলামপু‌র কাপড়ের বাজার : যেখা‌নে যে কাপড় পা‌বেন

কয়েকদিন পরই রোজা শুরু হচ্ছে। এসময় ছোট বড় সক‌লের; বি‌শেষ ক‌রে মেয়েদের ঈদের কেনাকাটার ব্যস্থতা শুরু হয়ে যায়। এছাড়াও যারা গজ কাপড় কিনে জামা তৈরি করেন তারা ঢু মারতে শুরু করেছেন পুরান ঢাকার পাইকারি গজ কাপড়ের জন্য বিখ্যাত ইসলামপুরে।
পুরান ঢাকার ইসলামপুর হল দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পাইকারি গজ ও শাড়ি কাপড়ের বিশাল বাজার। এখানকার কাপড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও রফতানি করা হয়ে থাকে। এখানে বাজারে এমন কোনো দাম ও মানের কাপড় নেই যা পাওয়া যায় না।
ইসলামপুর মূল সড়কের প্রথম ও শেষ ভাগের দু’পাশের মার্কেটে রয়েছে শাড়ি কাপড়। মাঝামাঝি স্থানের মার্কেটে বিক্রি হয় চাদর, থ্রিপিস, স্যুট কাপড়, ভয়েল পবলিন ও মার্কিন কাপড়। সময়ের পরিক্রমায় কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন মূল সড়ক ছাপিয়ে আশপাশের সড়ক ও লেনেও স্থান করে নিয়েছে। জিএল গার্থ লেন, আশেক লেন, সৈয়দ আওলাদ হোসেন রোডসহ নওয়াব বাড়িতে রয়েছে বিশাল বিশাল সব কাপড়ের মার্কেট, বিশেষ করে এখন পাইকারি কাপড়ের বাজার বলতেই ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় হল এই নওয়াব বাড়ি।
ঐতিহ্যবাহী নওয়াব বাড়ির প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই দু’পাশে রয়েছে বিশাল বিশাল সব পাইকারি মার্কেট সঙ্গে খুচরা ক্রেতাদের জন্যও রয়েছে হকার্স মার্কেট। বিশেষ করে চায়না মার্কেটের পরিচিতি রয়েছে দেশের সীমা পেরিয়ে সুদূর জাপান পর্যন্ত। চায়না মার্কেট পার করে আরেকটু এগিয়ে গেলে পাবেন প্লাজা মার্কেট।

নওয়াব বাড়ি গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমে পড়বে মনসুর ক্যাসেল, ইসলাম প্লাজা, কে হাবিবুল্লাহ মার্কেট। এসব মার্কেটে মিলবে দেশী-বিদেশী শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও মহিলাদের জামার গজ কাপড়।
আরেকটু এগিয়ে গেলে পাবেন জুবায়ের ম্যানশনে এক কালার পলেস্টার ও আন স্টিচ থ্রিপিস।
প্রথম ও তৃতীয় তলায় রয়েছে ইসলামপুরের স্বনামধন্য পাইকারি থ্রিপিস বিক্রয়কারী প্রতিষ্ঠান আশরাফ অ্যান্ড সন্স।
জুবায়ের ম্যানশনের পাশেই রয়েছে হোসেন মার্কেট সেখানেও মিলবে বাহারি ডিজাইনের বিভিন্ন প্রকারের গজ কাপড়।
হোসেন মার্কেটের ঠিক সম্মুখেই রয়েছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল সুপার মার্কেট যা চায়না মার্কেট নামেই সর্বাধিক পরিচিত। অষ্টমতলা পর্যন্ত এই মার্কেটে পাবেন সব ধরনের গজ কাপড়। একই মার্কেটে সব ধরনের গজ কাপড়ের দোকান রয়েছে যা দ্বিতীয় আর কোনো মার্কেটে নেই। বিশাল আয়তনের এই মার্কেটের শেষ সীমা একেবারে আহসান মঞ্জিল জাদুঘরের সীমানা প্রাচীর পর্যন্ত।
এক কালার, সালোয়ার-কামিজ, আন স্টিচ থ্রিপিস, পাজামা-পাঞ্জাবি, শার্ট, স্যুট, প্যান্ট, বোরকার গজ কাপড়সহ এর বেইজমেন্টে রয়েছে বাংলাদেশের দেশীয় পর্দা কাপড়ের জগতে মানদণ্ডের শীর্ষে থাকা বিক্রয়কারী প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স। দেশীয় পর্দা, সোফা কভারের কাপড়ের পাশাপাশি বিদেশী নানান ডিজাইনের গজ কাপড়ও পাওয়া যাবে। প্রতিষ্ঠানটিতে আরও মিলবে কুশন ও কুশন কভার এবং চাদরের গজ কাপড়।

চায়না মার্কেটের প্রতিটি শোরুমেই দেশীয় কাপড়ের পাশাপাশি উন্নতমানের বিদেশী গজ কাপড়ও বিক্রয় করা হয়।
চায়না মার্কেটের দু’পাশে রয়েছে নওয়াব বাড়ি ফুটপাত দোকান মালিক সমিতির খুচরা গজ কাপড়ের দোকান, যেখান থেকে সাধারণ ক্রেতারা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গজ কাপড় কিনতে পারবেন।
নওয়াব বাড়ির সর্বশেষ প্রান্তে রয়েছে প্লাজা মার্কেট। এখানে পাবেন গার্মেন্ট ক্যাটাগরির গজ কাপড়। ইসলামপুর এলাকার আরও একটি প্রসিদ্ধ গজ কাপড়ের মার্কেটের নাম হল গুলশান আরা সিটি। এখানে পাওয়া যাবে শিফন জর্জেট, টিস্যু, ভেলভেট, জিন্সসহ ডেনিমের গজ কাপড়। চাদরের গজ কাপড়ের জন্য রয়েছে দৌলত কমপ্লেক্স এবং ভারতীয় আন স্টিচ থ্রিপিসের জন্য হায়াৎ দোলন কমপ্লেক্সসহ বেশ কয়েকটি মার্কেট।
আদেল কমপ্লেক্স, হাকিম ম্যানশন, আমির মার্কেটসহ বেশ কিছু মার্কেটে রয়েছে দেশীয় শাড়ি-কাপড়ের দোকান। এছাড়া পাকিজা, নন্দিনী প্রিন্ট শাড়ি কাপড়ের শোরুমও রয়েছে। আসন্ন রমজান উপলক্ষে জাকাতের শাড়ি কাপড়ও পাওয়া যাবে ইসলামপুরের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে। ফজর আলি, অনুসন্ধান লুঙ্গিসহ বেশ কিছু পাইকারি লুঙ্গির দোকানও রয়েছে এই ইসলামপুরে।

© Jugantor

^
^
wholesale cloth market in bangladesh, islampur market, কাপ‌ড়ের হাট, islampur cloth market, wholesale readymade garments market in bangladesh, ইসলামপুর কাপ‌ড়ের বাজার, পাইকা‌রি কাপ‌ড়ের বাজার, dhaka islampur cloth market, islampur bazar dhaka, পোশা‌কের হাট, বাজার, bangladesh cloth wholesale, হাট, কাপ‌ড়ের পাইকা‌রি বাজার, cloth market bd, islampur market map, islampur cloth market, পাইকারি কাপড়ের বাজার

No comments:

Post a Comment