স্ত্রীর উপার্জনের টাকার ব্যবহারবিধি নিয়ে ইসলাম কী বলে?

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় 'আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২১৮৯তম পর্বে স্ত্রীর উপার্জনের টাকার ব্যবহারবিধি সম্পর্কে ইসলামের বক্তব্য জানতে চেয়ে বগুড়া থেকে চিঠি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক।



প্রশ্ন : স্ত্রীর উপার্জনের টাকার ব্যবহারবিধি সম্পর্কে ইসলামের বক্তব্য কী?

উত্তর : স্ত্রীকে যদি স্বামী চাকরির অনুমতি দেন, সে ক্ষেত্রে স্ত্রীর এই টাকা সম্পূর্ণ তাঁর স্ত্রীর মালিকানা সাব্যস্ত হবে। এই টাকা তিনি তাঁর বাবা-মা, আত্মীয়স্বজনকে দিতে পারবেন বা যেখানে খুশি সেখানে দান সদকাও করতে পারবেন।


এ ক্ষেত্রে স্বামী যদি পরামর্শদাতা হিসেবে কোনো পরামর্শ দিতে চান, তাহলে দিতে পারবেন। তবে স্বামীর এই পরামর্শ গ্রহণ করা স্ত্রীর জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। স্ত্রী স্বাধীনভাবে তাঁর নিজের টাকা খরচ করতে পারবেন।


যেহেতু স্বামী তাঁর স্ত্রীকে চাকরি করার অনুমতি দিয়েছেন, সুতরাং এই টাকা নিজের ইচ্ছামতো ব্যয় করা স্ত্রীর জন্য জায়েজ রয়েছে।
কিন্তু স্বামী যদি স্ত্রীকে চাকরির অনুমতি না দেন, তাহলে ওই স্ত্রী চাকরি করতে পারবেন না। এ ক্ষেত্রে চাকরির অনুমতি না দেওয়া স্বামীর জন্য জায়েজ রয়েছে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবেন না, এটি তার জন্য জায়েজ নেই। এই কাজটি স্ত্রী করলে তিনি গুনাহগার হবেন।

No comments:

Post a Comment