যদি নবজাতক অন্তত ৩৭ সপ্তাহের আগেই জন্মলাভ করে, যদি তার ওজন আড়াই কেজির কম হয়, তাহলে জরুরি ব্যবস্থা নিতে হবে। জন্মের একেবারে প্রথম ঘণ্টার মধ্যেই। তখন তার জীবন-মরণ সমস্যা। যা করার সেই স্বল্প সময়ের মধ্যেই করতে হবে। সে জন্যই একে বলা হয় গোল্ডেন আওয়ার।
সম্প্রতি প্রথম আলো গোলটেবিল বৈঠকে সময়ের আগে জন্ম নেওয়া এবং বিশেষভাবে কম জন্ম-ওজনের নবজাতকদের জন্য জরুরি করণীয় বিষয়ে আলোচনা হয়। সহযোগিতায় ছিল ইউনিসেফ। আলোচনায় বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি তাহমিনা বেগম সাধারণ একটি কথা চমৎকারভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, জন্মের আগে শিশু মায়ের পেটে একটি নিরাপদ পরিবেশে বড় হয়। তার খাওয়াদাওয়ার সমস্যা থাকে না। আরামদায়ক থাকার পরিবেশ। নেই কোনো ঝুটঝামেলা। কিন্তু জন্মলাভের পরই সে এক অচেনা পরিবেশে অস্বস্তির মধ্যে পড়ে। চারদিকে শব্দ। বাতাস ভারী। অক্সিজেন কম। মায়ের পেটের স্নেহময় পরিবেশটা যেন কোথায় চলে গেল। একেবারে স্বর্গ থেকে পতন আরকি!