নিজ উদ্যোগে অল্প বিনিয়োগে শুরু করুন ব্যবসা : Beekeeping Business Idea

কৃষিপ্রধান দেশে শুধুমাত্র কৃষি ব্যবসার মাধ্যমে (Agriculture Business Ideas) মাসে লক্ষাধিক টাকা আয় করা যেতে পারে। যাঁরা ৯ - ৫ টার গতানুগতিক চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু (Starting Own Business) করতে চান তাঁদের জন্য মৌমাছি পালন (Beekeeping) উপযুক্ত বিকল্প হতে পারে।

এই ব্যবসায় ন্যূনতম বিনিয়োগ (Small Level Business) করে খুব কম সময়ে ভালো আয় উপার্জন করার সুযোগ রয়েছে। কীভাবে মৌমাছি পালনের ব্যবসা শুরু করা যাবে এবং মাসিক কত টাকা পর্যন্ত আয় করা যেতে পারে? নিচে বিস্তারিত আলোচনা করা হল।

কোভিড রোগীর জন্য এ্যান্টিভাইরাল ও সিটি স্ক্যান কি জরুরি?

ঢাকায় থাকেন ফারজানা মান্নান। সোমবার থেকে ১১ দিন আগে সামান্য হাঁচি হয় তার। তিনি বলেন এর দুই দিন পর তার ছেলের হাঁচি হয়। ফারজানা মান্নান বলেন `আমার বা আমার ছেলের আর কোন উপসর্গ ছিল না। আমাদের জ্বর,কাশি হয়নি। স্বাদ গন্ধও ঠিক ছিল। কিন্তু আমি সতর্কতাবশত আমার পরিবারের সবার করোনাভাইরাসের টেস্ট করাই।'

সেই টেস্ট করার পর দেখা যায় তিনিসহ তার পরিবারের আরো চারজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে।

`আমার বাবা বিশ্বাস করতে চাইছিলেন না যে তার করোনা পজেটিভ এসেছে। কারণ তার কোন উপসর্গ ছিল না। আমরা সিওর হওয়ার জন্য দ্বিতীয়বার টেস্ট করাই, তখনও তার পজেটিভ আসে,' তিনি জানান। এভাবেই এক পরিবারে চারজন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর তারা চিকিৎসকের শরণাপন্ন হন। তাদেরকে ১০টি ওষুধ প্রেসক্রাইব করা হয়। সঙ্গে রক্ত পরীক্ষা।

এই ওষুধগুলোর মধ্যে ছিল এ্যান্টিভাইরাল ওষুধ মনলুপিলাভির, যেটা দিনে দুই বেলা আটটা করে খেতে হবে বলে চিকিৎসক পরামর্শ দেন। ফারজানা মান্নান বলছেন তিনি এই ওষুধের পরিমাণ দেখে দ্বিতীয় একটা মতামত নেয়ার জন্য আরেকজন চিকিৎসকের শরণাপন্ন হন।

তিনি বলেন `দ্বিতীয় ডাক্তার আমার রক্ত পরীক্ষার রিপোর্ট দেখেই বলেন আপনার খুব মাইল্ড উপসর্গ। এইসব ওষুধ খাওয়ার কোন দরকার নেই। আপনি শুধু ভিটামিন, সি, ডি ও জিঙ্ক খান। গরম পানির ভাপ নেন। আমিসহ আমার পরিবারের সবাই সেটাই করছি। আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি।'

যশোরের আরেকজন ব্যক্তি বলছেন গত দুই দিন আগে তার করোনভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন `আমার সারা বছর কাশি থাকে। সেটাকে আমি উপসর্গ হিসেবে দেখিনি। কিন্তু যেটা হয়েছে আমার দুর্বল লাগছিল। আমি ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু দিনে আটটা `এমোরিভির ২০০' ওষুধ খাওয়াটা আমার জন্য বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল।'

`এরপর আমি আমার পরিচিত আরেক ডাক্তারের শরণাপন্ন হই। তিনি আমাকে বলেন, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে আর ওই ওষুধটা বন্ধ রাখতে। এর সাথে আমাকে একটা সিটি স্ক্যান করতে বলা হয়েছে। যেহেতু আমি ভাল বোধ করছি এখন সিটি স্ক্যান করাবো কিনা ভাবছি,' বলেন তিনি।

বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠানকে মলনুপিরাভির উৎপাদন ও বাজারজাতকরণের অনুমোদন এরই মধ্যে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ হিসেবে এর ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। একজন ব্যক্তি জানিয়েছেন যখন তিনি তার চিকিৎসককে এই ওষুধের ব্যাপারে প্রশ্ন করেন, তার চিকিৎসক জানান করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের কারণে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

এ্যান্টিভাইরালের কখন দরকার?

ন্যাশনাল গাইডলাইন অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব কোভিড-১৯-এ ‘মডারেট কেস'’ এবং ‘সিভিয়ার কেস’ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে শুধুমাত্র এ্যান্টিভাইরাল ব্যবহার করার কথা বলা হয়েছে। মাইল্ড বা মৃদু উপসর্গের ক্ষেত্রে এ্যান্টিভাইরাল ব্যবহারের কোন পরামর্শ দেয়া হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের ডাক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং করোনাভাইরাস বিশেষায়িত ইউনিটে শুরু থেকে কাজ করছেন ডা. মো. মেহেদী হাসান।

তিনি বলেন ‘সবক্ষেত্রে এ্যান্টিভাইরালের খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রোগী সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সি, ডি, জিংক খেতে পারে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এ্যান্টিবায়োটিকও দরকার নেই।’

‘বর্তমানের রোগীদের যে উপসর্গ সেখানে এ্যান্টিভাইরালের প্রয়োজন নেই। মনে রাখতে হবে যে কোন এ্যান্টিভাইরালের এ্যাডভার্স সাইড এফেক্ট (বিরূপ পার্শ্ব-প্রতিক্রিয়া) থাকতে পারে,’ বলছেন ডা. হাসান।

হাসান বলেন, ‘৪০০ বার বুকে এক্সরে করলে যে রেডিয়েশন শরীরে ঢুকে যায় একবার সিটি স্ক্যান করলে সেই রেডিয়েশন শরীরের ঢুকে যায়।’

তবে এ্যান্টিভাইরাল দেয়ার ক্ষেত্রে যদি কোন রোগী ঝুঁকিপূর্ণ হয় সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। তিনি বলেন, ‘অক্সিজেন লেভেল যদি নিচে নেমে যায়, করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, ডায়াবেটিস, হাইপার-টেনশন, এ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে তাহলে এ্যান্টিভাইরাল দেয়ার সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’

‘কিন্তু মাইল্ড উপসর্গ নিয়ে যেসব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে এটার দরকার নেই।'

ব্যয়বহুল চিকিৎসা
নাম প্রকাশ না করার শর্তে একজন কোভিড আক্রান্ত রোগী বলছেন একটা এ্যান্টিভাইরাল ওষুধের দাম ৫০০ টাকা। পাঁচ দিনের একটা কোর্স সম্পন্ন করতে ২০ হাজার টাকা খরচ হয়েছে। সঙ্গে অন্যান্য ওষুধ এবং টেস্ট তো রয়েছে।

তিনি বলেন ‘আমার পরিবারে দুইজন আক্রান্ত। এখন দুইজনের এই ব্যয়বহুল চিকিৎসা বহন করা আমার জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছে।’

সূত্র : বিবিসি 



অনলাইনে আয় করার সেরা ১০ উপায় : Top 10 Online Money Making Idea

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইনে উপার্জন করা বেশ সহজ হয়ে গেছে। বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা না থাকলেও অনেকে বাড়িতে বসে অনলাইনে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে -

অনলাইনে আয় করুন মোবাইলের সাহায্যে : Earn Money Online by Mobile

রোজগারের স্বপ্ন একটু বয়স বাড়ার সাথে সাথে কমবেশি সকলেই দেখে থাকে। তবে চাইলেই তো আর রোজগার করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন বিশেষ ডিগ্রি বা ট্যালেন্ট; এবং ঘরে বসে তো আর টাকা পাওয়া যাবে না, রোজগার করতে গেলে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে – এতদিন পর্যন্ত এমন একটা ধারণাই সকলের ছিল। কিন্তু সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন ঘটায় এখন বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা রোজগার করা যাচ্ছে, যা মানুষের এই চিরাচরিত চিন্তাধারায় আমূল পরিবর্তন এনেছে। ফলে রোজগেরে মানুষের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাতেও একাধিক মানুষ এখন এই পথে হাঁটা শুরু করেছেন।

গেম খেলে ফ্রি বিটকয়েন জেতার সুযোগ : How to Earn Free Bitcoin

বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি শব্দদুটির সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া এখন দুষ্কর। ডিজিটাল মুদ্রা বিনিয়োগ করে লাখো লাখো টাকা আয় করার খবর প্রায়শই সামনে আসে। বিশ্বের সবচেয়ে দামী ক্রিপ্টোকারেন্সি হল, বিটকয়েন। ফলে স্বাভাবিক ভাবেই এই মুদ্রা কিনতে (বিনিয়োগ) অনেক অর্থ ব্যয় করতে হয়। তবে আপনি যদি অর্থ ব্যয় না করে বিটকয়েন সংগ্রহ করতে চান, তাহলে আপনার জন্য রইল আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে Fold AR (ফোল্ড এআর) নামের একটি নতুন অগমেন্টেড রিয়েলিটি গেম, সম্প্রতি প্লেয়ারদের বিটকয়েন জেতার বা উপার্জন করার সুযোগ দিচ্ছে। আপনি চাইলে খুব সহজেই এই গেমে অংশগ্রহণ করতে পারবেন।

ক্রিপ্টোকারেন্সিতে বেনামে অর্থ চুরি, ফোন থেকে ডিলিট করুন এই অ্যাপ : Cryptocurrency

গোটা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে উন্মাদনা তুঙ্গে। অর্থনৈতিক ক্ষেত্রে ডিজিটাল মুদ্রার প্রভাব ক্রমশ ঊর্ধ্বমুখী। ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধি কেবল বিনিয়োগকারীদের মধ্যেই নয়, সাধারণ মানুষকেও এটির প্রতি চরমভাবে আকৃষ্ট করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ ক্রিপ্টোকে বৈধ বলে ঘোষণা করেছে, আবার অন্যদিকে আর্থিক স্থিতিশীলতা ও বৃহত্তর অর্থনীতির ওপর ক্রিপ্টোর নেতিবাচক প্রভাব বিস্তার নিয়েও রীতিমতো উদ্বিগ্ন কিছু দেশ।

কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ক্রিপ্টোকারেন্সির এই তুমুল জনপ্রিয়তাকে প্রত্যক্ষ করে সাইবার জালিয়াতি কিন্তু ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্কুইড কয়েন, ডোজকয়েন থেকে শুরু করে শিবা ইনুর মতো নিত্যনতুন ক্রিপ্টোকয়েনের মার্কেটে প্রচলন ও তাদের আকাশছোঁয়া বাজার মূল্য একদিকে যেমন লগ্নিকারীদের প্রলুব্ধ করছে, সেইসাথে বাড়িয়ে তুলেছে কারচুপি,

মাস্ক পরলে আরো সুদর্শন লাগে

কোভিড মহামারি শুরুর সময় থেকেই মাস্ক মানুষের অন্যতম পরিধেয় বস্তুতে পরিণত হয়। মুখে মাস্ক পরা মানুষের অভ্যাস হয়ে ওঠায় কালবিলম্ব না করে ফ্যাশন ইন্ড্রাস্ট্রিও নানা ডিজাইন তৈরির দিকে নজর দেয়। মাস্ক পরে মানুষকে দেখতে কেমন লাগে, এ নিয়ে এবার একটি গবেষণা হয়েছে। সেই গবেষণার ফল বলছে, মুখে মাস্ক পরলে একজন মানুষ আরো সুদর্শন হয়ে ওঠেন।

ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম


Facebook সেলিব্রেটি কিংবা কোনো প্রতিষ্ঠানের ফেসবুক প্রোফাইলের পাশে নীল একটি ব্যাজ দেখা যায়। মাঝে মধ্যে সাদা ব্যাজও লক্ষ্য করা যায়। যা সহজেই বুঝিয়ে দেয় যে, পেজ বা অ্যাকাউন্টটি ভেরিফায়েড। অর্থাৎ ভুয়া কোনো পেজ নয় এটি। ফেসবুক স্বীকৃত একটি ফ্যানপেজ এটি।