রংপুরের মফিজ! কিছু কথা

*উত্তরবঙ্গ বলে একটা টার্ম আছে। এরা
ব্যাকডেটেট; পিছিয়ে থাকা
জনগন। ভাইভা বোর্ডে
নব্বই ডিগ্রী এ্যাংগেলে ভ্রু-কুঁচকে
বলা হয়,
“ও…! তোমার বাড়ি উত্তর- বঙ্গে।”
তারপর
রেজাল্ট যা হবার তাই হয়। একটা কমন
চিত্র। ব্যাপারটা কি
সত্যি এরকম? আসলেই কি এরা
ব্যাকডেটেট?
যাদের মানসিকতা এমন তারা কি
আপডেটেড?আসলে রেজাল্ট ঐ
মফিজেই হয় সেরা।
আজকের প্রভাবশালি জনপ্রিয় লেখক
আনিসুল হক
কোথাকার? সৈয়দ শামসুল হক
কোথাকার? কবি শেখ
ফজলল করিম কোথাকার ছিলেন?
ফকির মজনু শাহ?
আব্বাস উদ্দীন?বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয়া স্পীকার শিরিন শারমিন ও মাননীয় ডিপুটি স্পীকার এ্যাডঃফজলে রাব্বী মিয়া এমপি তারা দুজনেই কিন্তু উওরবঙ্গের সংসদসদস্য,নাকি তাও আপনাদের জানা নেই?তেভাগা
আন্দোলনের সফল
নায়ক হাজী দানেশের বাড়ি কোন
বঙ্গে ছিল?
প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু
জানেন
কোথাকার ছিল। যে মেয়ে
ম্যাডামটা আজকে
ভাইভাতে বসে উত্তরবঙ্গকে
ব্যাকডেটেট
বলে, সে হয়তো ভুলে গেছে; মেয়ে
মানুষদের পড়াশুনার ইতিহাস?
উত্তরবঙ্গের বেগম
রোকেয়া না থাকলে আজ কি
হতো? তানিয়া আমিররা
আইনজীবী হতে পারতো না;
বিমানের পাইলট
হতে পারতো না কানিজ
ফাতেমারা;ওয়াসিফিয়ার
হিমালয়
জয় করা লাগতনা। চুলায় আগুন দিতে
দিতে জীবন
শেষ করতে হতো। মৌর্য-সেনদের
রাজধানী
কোথায় ছিল? ঢাকা তো দু- চার’শ
বছর আগে
রাজধানী হল। ঢাকা অনেক জুনিয়র;
সিনিয়র রাজধানী
তো মহাস্থানগড়!! নয় বছর দেশ
চালানো এরশাদ
সাহেব কোথাকার? শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান
কোন বঙ্গের?বগুড়া ম্যাডাম
খালেদা জিয়ার জন্ম
দিনাজপুর | দেশের সংকট সময়ে
সাহসী
সেনাবাহিনীর প্রধানরা কোন
বঙ্গের ছিল? বিখ্যাত
সাংবাদিক থেকে স্বাধীন
বাংলাদেশের
প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশিউর
রহমান যাকে আমরা
জাদু মিয়া নামে চিনি তার
বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে।
কিংকর্তব্যবিমূঢ!! বাংলাদেশের
বিপদকালীন সময়ে
হাল ধরা রাষ্ট্রপতিরা আর
সেনাপ্রধানরা কোন
বঙ্গের? একবার বাংলা
একাডেমিতে আঞ্চলিক বিতর্ক
হচ্ছে। এই বিতর্ক নিজের অঞ্চলের
ভাষায় করতে
হয়। একটু মজাও করতে হয়। রংপুরের
পক্ষে
বিতর্কের যে অংশটুকু চ্যানেল আই-এ
দেখানো
হল; সেটি ছিল সংক্ষেপে এরকম;
“হামার দ্যাশের
জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা।
বিয়ার জন্যে
পাত্র খুজিবার নাগচে। কোনোটে
ভালো পাত্র
পায় নাই। শ্যাষে সবারচাইতে
ভালো পাত্র কোটে
পাইচে; কন তো বাহে? হামার
অমপুরে!!” বাদ দেন;
সারা দেশে শতসহস্র ছেলে থাকতে
বঙ্গবন্ধু
ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের
সাথে
বিয়ে দিল কেন? কারন বঙ্গবন্ধু
জানতেন ওয়াজেদ
জিনিয়াস, হু ইজ রিয়েলি স্মার্ট!!”
দেশ চালায় কোন
বঙ্গের মানুষ? কোন বঙ্গের পুত্রবধু?
সাবধান||
ভুলে যাবেননা সামনে সজীব
ওয়াজেদ জয় আর
তারেক রহমান একজন রংপুর একজন
বগুড়া। হাসের মত
প্যাকপ্যাক করে ভাইভা বোর্ডে
উত্তরবঙ্গের
মফিজ বলে সবাইকে তাড়িয়ে
দিলে; প্রেসিডেন্ট
জিয়া; জেনারেল এরশাদ;
খালেদা জিয়া আনিসুল হক
দের পেত না এই বাংলাদেশ। ভারত
সহ বিশ্বে ১৫০
টির বেশি দেশে পন্য রপ্তানি করে
সারা বিশ্বে
দেশের সুনাম আনছে প্রান আর এফ এল
গ্রুপ,
দু:খিত ভাই এটাও উত্তরবঙ্গের,
সারাবিশ্বে ফ্যাশন
দুনিয়ার রানি বলে সমাদৃত বিবি
রাসেল, এই মানুষ টার বাড়ি
রংপুর। অশংখ্য রহিমুদ্দি করিমুদ্দি
ভরসা কিংবা আমজাদ খান
চৌধুরি পুরা উত্তরবঙ্গ জুড়ে। মেধার
অভাব
উত্তরবঙ্গে নেই; কিছু কিছু চেয়ারে
বসা
বিচারকের “সুস্থ মানষিকতার” অভাব
আছে। কথিত মহান
ব্যাক্তিরা উত্তর-বঙ্গ বলে যখন
কাউকে পাঠিয়ে
দিলেন; তারা হয়তো তখন একজন
আনিসুল হক কে
কিংবা ভবিষ্যত কোন
রাষ্ট্রপতিকে হারিয়ে
ফেললেন। ……সাথে সাথে এক ধাপ
পিছিয়ে
গেল বাংলাদেশ। আমি একটা কথা
সবসময় বলি, ”মনে
রাখবেন রাষ্ট্র শাসনের নবাবীত্ব
উত্তরবঙ্গ
থেকেই এসেছে।”
আজকাল কিছু জায়গার মানুষ আছে
যারা শুদ্ধ বাংলা বলতে না পারার
কারনে রংপুরের মানুষ কে মফিজ বলে
আসলে মফিজ তারা নিজেও তারা
নিজেও ঠিক মতে কথা বলতে পারে
না শুদ্ধ ভাষায়। বাট এখন বাংলাদেশ
বেতারে শুদ্ধ ভাষার ধারাভাষ্যকারও
রংপুরের সন্তান
★★ক্রিকেট বিশ্বের এক উদীয় মান
সেরা আলরাউন্ডার মিস্টার
ফিনিসার নাসির হোসেন তিনিও
রংপুরের সন্তান।
**আমরা মুখে পাইক্কা ছাগুদের মতে
প্যাক প্যাক করিনা কাজে প্রমান দেই
তাই আমরা মফিজ।
উচিত কথা বলতে ছোট বড় মানিনা
তাই আমরা মফিজ।

No comments:

Post a Comment