এসিডিটি কমানোর কার্যকর উপায়

এসিডিটি গোটা বিশ্বের জন্যই প্রচলিত একটি সমস্যা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কিছু কিছু খাবারে অ্যালার্জি, কিছু ওষুধ ইত্যাদি এসিডিটি বা পাকস্থলীর জ্বালাপোড়ার সমস্যা তৈরি করে।
এ ক্ষেত্রে পাকস্থলী জ্বালাপোড়ার পাশাপাশি ব্যথাও হয়। কখনো কখনো গলার শুষ্কতা হয়। এ বিষয়গুলো একজন মানুষের দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করে।
এসিডিটি কমানোর কিছু ঘরোয়া উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।
১. ঠান্ডা দুধ
এসিডিটি কমাতে একটি চমৎকার ঘরোয়া উপায় হলো ঠান্ডা দুধ খাওয়া। দুধের ঠান্ডা ভাব গ্যাসট্রিকের সমস্যার কারণে হওয়া পাকস্থলীর জ্বালাপোড়া কমায়।
২. পুদিনা
পুদিনার পাতা এসিডিটি কমাতে একটি উপকারী ঘরোয়া উপাদান। আধা গ্লাস করে পুদিনার জুস দিনে দুবার পান করুন। এতে এসিডিটি কমবে।
৩. ডাবের পানি
ডাবের পানি এসিডিটি প্রতিরোধে একদম উপযোগী একটি ঘরোয়া উপাদান। এটি পাকস্থলীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দিনে দুই বেলা ডাবের পানি পান করুন।
৪. আইসক্রিম
এসিডিটির জ্বালাপোড়া কমাতে আইসক্রিম খেতে পারেন। তবে এ ক্ষেত্রে ভ্যানিলা ফ্লেবার বেছে নিন। এতে খুব দ্রুত পেটের জ্বালাপোড়া কমবে।
৫. শসা
শসা খাওয়া পাকস্থলীকে ঠান্ডা করতে সাহায্য করে। এর মধ্যে ৮০ ভাগ পানি থাকে। এটি ইরিটেশনের চিকিৎসায় ভালো কাজ করে এবং পেটের জ্বালাপোড়া কমায়।
৬. লবঙ্গ
লবঙ্গ খেলে জিহ্বায় একটি ঝাঁঝালো স্বাদ হয়। লবঙ্গ হজমে সাহায্য করে একং এসিডিটির সমস্যা কমায়।

No comments:

Post a Comment