হেপাটাইটিস বিষ‌য়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

হেপাটাইটিস কী?

হেপাটাইটিসের কারণে লিভারে প্রদাহ হয়।

প্রশ্ন : হেপাটাইটিস অত্যন্ত প্রচলিত একটি সমস্যা। লিভারের রোগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানুষ এই সমস্যায়। একটু বুঝিয়ে বলুন হেপাটাইটিস মানে কী?
উত্তর : সাধারণত ভাইরাস বা জীবাণুর সংক্রমণ বা আরো কিছু পরিবেশগত কারণে, কোনো ওষুধ বা অন্য কিছুর কারণে অনেক সময় লিভারে প্রদাহ হয়। একে আমরা হেপাটাইটিস বলি। সবচেয়ে বেশি লিভারের সংক্রমণ হয় হেপাটাইটিস ভাইরাসের কারণে।
প্রশ্ন : সাধারণত কী কী ধরনের হেপাটাইটিস ভাইরাস দিয়ে মানুষ আক্রান্ত হয়?
উত্তর : হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এ ছাড়া আরো কিছু হেপাটাইটিস ভাইরাস রয়েছে, সেগুলোতে আক্রান্ত হয়।
প্রশ্ন : এর মধ্যে প্রচলিত কোনগুলো? আমরা জানি কিছু ভাইরাস খাদ্যবাহিত। কিছু ভাইরাস রক্ত বা রক্তজাত পদার্থবাহিত।
উত্তর : একে আমরা দুই ভাগে ভাগ করি। পানি বা দূষিত পানি বাহিত যে ভাইরাস সেটি হলো হেপাটাটিস এ ও ই। হেপাটাইটিস বি, সি ও ডি ভাইরাসকে সাধারণত রক্তবাহিত বলা হয়।

হেপাটাইটিস বি, সি ভাইরাস থেকে হতে পারে লিভার সিরোসিস

হেপাটাইটিস বি ও সি ভাইরাস দীর্ঘমেয়াদে হলে লিভারের বিভিন্ন ক্ষতি হতে পারে।

প্রশ্ন : বি ও সি ভাইরাসে আক্রান্ত হলে রোগী ও চিকিৎসকরা চিন্তিত হয়ে পড়েন। এর কারণ কী?
উত্তর : রক্তবাহিত ভাইরাসগুলো কখনো কখনো স্বল্পমেয়াদে, কখনো কখনো দীর্ঘমেয়াদে লিভারে প্রদাহ করতে পারে। দীর্ঘমেয়াদে লিভারে প্রদাহ বা ক্রনিক লিভারের রোগ যখন হয়, এটি মূলত হেপাটাইটিস বি ও সি ভাইরাসের মাধ্যমেই হয়। তখন লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে। কখনো কখনো পাঁচ থেকে ১০ বছরের মধ্যে এই সংক্রমণের কারণে লিভার সিরোসিস দেখা দেয়। এমনকি লিভার ক্যানসারও হতে পারে। এই কারণে এই ভাইরাসের প্রতি আমাদের অতিরিক্ত সতর্কতা থাকে।
প্রশ্ন : এই ভাইরাস দিয়ে আক্রান্ত হলে তো চিকিৎসা ব্যয়বহুল?
উত্তর : চিকিৎসা আমাদের দেশের তুলনায় ব্যয়বহুল। হেপাটাইটিস বি ও সি এই দুটো ভাইরাস চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।


এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৭৭তম পর্বে হেপাটাই‌টিস বিষয়ে কথা বলেছেন ডা.ফারুক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

No comments:

Post a Comment