আকিকার পশু কেনার সময় দামাদামি করা যাবে?

দর্শকের প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আকিকার পশু কেনার সময় দামাদামি করা যাবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন মাহমুদা।
প্রশ্ন : আমরা আকিকার জন্য যে পশু কিনব, সেই পশু কেনার সময় দামাদামি করতে পারব কি না?
উত্তর : বেচাকেনা করার সময় দামাদামি করা সুন্নাহ। নবীও (সা.) দামাদামি করেছেন। সুন্নাহ বলতে আবার ভাববেন না যে এটি সওয়াবের কাজ। সওয়াবের কাজ নয়, বরং এটি নবীর (সা.) কাজের মাধ্যমে অনুমোদন দেওয়া রয়েছে। বাস্তব কারণেই আপনি দামাদামি করতে পারেন। এটা জায়েজ রয়েছে। দরকষাকষি করা বা দাম নির্দিষ্ট করা জায়েজ, নাজায়েজ কিছুই না।

No comments:

Post a Comment