প‌রিব‌র্তিত ৫ জেলার নামের ইংরেজি বানান

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে দেশের পাঁচটি জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন ক‌রেছে সরকার। জেলাগুলো হলো—চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া।

প‌রিবর্তন সম্প‌র্কে  মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই পাঁচ জেলার নামের ইংরেজি বানানে কিছুটা অসংগতি রয়েছে। এটা দূর করতেই প্রস্তাব প্রস্তাব গ্রহণ করা হ‌য়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে,
চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong এর বদলে Chattagram;
বরিশালের ইংরেজি বানান Barisal এর বদলে Barishal;
কুমিল্লার ইংরেজি বানান Comilla এর বদলে Kumilla;
যশোরের ইংরেজি বানান Jessore এর বদলে Jashore এবং
বগুড়ার ইংরেজি বানান Bogra এর বদলে Bagura করার প্রস্তাব করা হয়েছে।

No comments:

Post a Comment