পশু কিনে এতিমখানায় দিলে আকিকা হবে?

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৯তম পর্বে আকিকার পশু এতিমখানায় দান করা যায় কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন মাহমুদা।
প্রশ্ন : আমরা যদি আকিকার পশু কিনে কোনো এতিমখানায় দিয়ে আসি, তাহলে কি আকিকা আদায় হবে?
উত্তর : আকিকার পশু জবেহ করে দিতে হবে। আকিকা এবং মানতের পশু যদি কেউ এতিমখানায় দিতে চান, তিনি দিতে পারেন; কিন্তু জবেহ করে দিতে হবে। কারণ, জবেহ না করা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারলেন না, সেটি আকিকা হলো কি না বা মানতটা আদায় হলো কি না। তাই এতিমখানায় দিতে হলে আপনাকে জবেহ করে দিতে হবে।
তবে আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে জবেহ করে নিজেরা খাওয়া এবং আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করে দেওয়া। এ ক্ষেত্রে গরিব-মিসকিনের চেয়েও আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করা উত্তম। এটা একটা সামাজিক অনুষ্ঠান। এটা কিন্তু সদকা নয়।
মানতের ক্ষেত্রে সন্তানের বাবা-মা নিজেরা খেতে পারবেন না, সবটাই দান করতে হবে। তাই আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করে দেওয়া। আর এটাই হচ্ছে সুন্নাহ।

No comments:

Post a Comment