করোনা রোগীর প্রকৃত লক্ষণ Corona Symptoms

করোনাভাইরাস হঠাৎ করেই ভয়ানক হয়ে ওঠে না। আক্রান্তের প্রথমদিন থেকে লক্ষণ প্রকাশ পেয়ে ছয়-সাত দিন লাগে মারাত্মক রূপ নিতে। তবে শরীরে অন্য কোনো জটিলতা না থাকলে ছয়-সাত দিন এমনিতেই সেরে যায় কো‌ভিড-১৯ নামক রোগটি।

করোনার লক্ষণগুলো নিয়ে বিশেষজ্ঞদের মতামত, কোভিড-১৯ আক্রান্ত হলে প্রথম দিন থেকে তৃতীয় দিন উপসর্গ হালকা জ্বর, তাপমাত্রা ১০০ থেকে ১০২। চতুর্থ দিনে এসে বাড়বে জ্বরের মাত্রা, বাড়তে থাকবে গলা ব্যথা। মাথাব্যথা, ক্ষুধা কমে যাওয়ার পাশাপাশি দেখা দেবে ডায়রিয়া।

পঞ্চম দিনে শরীরে দেখা দিবে অবসাদ, শুকনো কাশি আর মাংশপেশিতে ব্যথা শুরু হবে। এর পরদিনে জ্বর থাকবে ১০০ ডিগ্রির মতো, পাশাপাশি শ্বাসকষ্ট, শুকনো কাশি, ডায়রিয়া বা বমি।

সপ্তম দিনে এসব উপসর্গ আরও তীব্র হয়। অষ্টম ও নবম দিনে জ্বরের ও শ্বাসকষ্ট আর তীব্র হয়ে নিউমোনিয়ায় রূপ নেবে।

তবে অধিকাংশের ক্ষেত্রে তা পাঁচ কিংবা ছয় দিনের মাথাই রোগী সুস্থ হয়ে ওঠে। শরীরে ডায়াবেটিস, হৃদরোগ কিংবা কিডনিজনিত সমস্যা থাকলেই কেবল মারাত্মক দিকে যায় রোগটি।

গণমাধ্যমকে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, বেশিরভাগ রোগী চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। যাদের আইসিইউ লাগবে তাদেরকেই সাপোর্ট দিতে হয়। যাদের হাসপাতালে ভর্তি করানো হয়, তাদেরও তেমন একটা ওষুধ লাগে না।

No comments:

Post a Comment