জনপ্রিয় ৫টি এ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট

২০১৪ সালের এ্যাফিলিয়েট মার্কেটিং জগতের শীর্ষে থাকা জনপ্রিয় ৫টি ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিতে আজকের এই পোষ্ট। ফ্রিল্যান্সিং মার্কেট-প্লেসে এ্যাফিলিয়েট মার্কেটিং-এর অবস্থান সবার উপরে। আজকাল অনলাইন জগতে উপার্জনের জন্য এ্যাফিলিয়েট মার্কেটিং-ই হচ্ছে আয়ের অন্যতম প্রধান পথ। এখানে সহজে ও অতি দ্রুত এবং সম্পূর্ণ ফ্রি-জয়েন করে এক অথবা দুইদিনের পরিশ্রমে ১০০ থেকে ১০০০ ডলারের উপর আয় করা সম্ভব.....
 


সহজ কথায় বলতে গেলে, এ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে দক্ষতা নির্ভর অনলাইন মার্কেটিং। এখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রমোট করা হয়কোন ভিজিটর যদি এ্যাফিলিয়েট লিংকয়ের মাধ্যমে কোন পণ্য বা সেবা ক্রয় করেন, তাহলে এর জন্য নির্দিষ্ট পরিমান কমিশন দেয়া হয়। এই কমিশনের অর্থ বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে পরিশোধ করা হয়। স্বচ্ছ ও বেশি আয়ের জন্য নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট থাকা এ্যাফিলিয়েট মার্কেটিং-এর অন্যতম প্রধান শর্ত। তবে এখন প্রতিযোগিতার যুগে এগিয়ে থাকার জন্য অনেক বায়ার/কোম্পানীই, ব্লগ বা ওয়েবসাইট ছাড়াই এ্যাফিলিয়েট মার্কেটিং-এ কাজ করার সুযোগ দিচ্ছে।
বিভিন্ন এ্যাফিলিয়েট ওয়েবসাইটে মালিকরা বিভিন্ন কোম্পানীর বিভিন্ন ধরণের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয়, এসব এ্যাফিলিয়েট সাইটের দ্বিতীয়/তৃতীয় পক্ষের এ্যাফিলিয়েট প্রোডাক্ট লিংকয়ের সুবাদে ভিজিটররা নিজস্ব চাহিদা অনুযায়ী অনলাইনেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারে যার ফলে এই পথে অর্থ উপার্জনের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

 
বর্তমান যুগে আউটসোর্সিং দুনিয়ায় এ্যাফিলিয়েট মার্কেটিং-এর জনপ্রিয়তা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কারন এখন মানুষ কাজে স্বাধীনতা ও স্বচ্ছতা চায়। মানুষ তার কাজের জন্য সকাল ০৯-টা থেকে বিকাল ০৫-টার উপর নির্ভরশীল থাকতে চায় না, তারা আরও বেশি আয় করতে চায়অনলাইনে ফ্রিল্যান্সিং পেশায় এ সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। অনলাইনে বিভিন্ন কাজের মধ্যে এ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম। এ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে প্রতিদিন $১০০০ ইনকাম করা অসম্ভব কিছু না। এজন্য এ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ভালভাবে জানতে হবে। 

এ্যাফিলিয়েট মার্কেটিং-এ কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন এবং কি পরিমান অর্থ আয় হবে তা নির্ভর করবে অনলাইন এ্যাফিলিয়েট মার্কেটিং-এর দক্ষতার উপর

 
মার্কেটিং দক্ষতাকে কাজে লাগিয়ে যেকোন সময়, যেকোন স্থান থেকে অনলাইনে এ্যাফিলিয়েট মার্কেটিং-এর কাজ করা যায়। আর এই এ্যাফিলিয়েট মার্কেটিং-এর কাজের জন্য অনেক সাইট রয়েছে, যার মধ্যে নিচের ০৫-টি অন্যতম। এই ০৫-টি সাইট ২০১৪ সালের শীর্ষ ও জনপ্রিয় এ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। এ্যালেক্সা র‌্যাংক, ক্রয়-বিক্রয়, স্বচ্ছ কমিশন ও পেমেন্ট এর উপর ভিত্তি করে, কিছু সাইটের মধ্য থেকে নিচের ০৫-টি সাইট সংগ্রহ করা হয়েছে.... 

০১. Amazon Affiliate  
   

০২. Google Affiliate Network          
     

০৩. Commission Junction  
 

০৪. ClickBank Affiliate   
 

০৫. eBay Affiliate   
 
     






No comments:

Post a Comment