কবর পাকা করা কি শিরক?

এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা পর্বে "কবর পাকা করা কি শিরক?" সে বিষয়ে ভারত থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মোজাক্কের হোসেন।

প্রশ্ন : কবর পাকা করা কি শিরক? যদি হয় তাহলে কেন?
উত্তর : না, কবর পাকা করা শিরক নয়। এটি হারাম এবং নিষিদ্ধ কাজ। কবরের উপর যেকোনো ধরনের নির্মাণ করাকে রাসুল (সা.) নিষেধ করেছেন। আবু দাউদ (রা.) বর্ণনা করেছেন এবং একাধিক সূরা ও কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে যে, রাসুল (সা.) কবরকে উঁচু করতে নিষেধ করেছেন এবং কবরের উপর কিছু বানাতে নিষেধ করেছেন।
রাসুল (সা.) আবু তালেব (রা.) কে প্রেরণ করেছেন, উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দেওয়ার জন্য। কারণ, কবর উঁচু করলে, এই পথ ধরে সেই পূর্ব যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে শিরকের আগমন ঘটেছে। আজও শত শত কবর পূজা করা হচ্ছে এবং কবরের উপর সৌধ নির্মাণ করা আছে। আপনি দেখতে পাবেন কত শত কবর আছে যার ওপর মশারি লাগানো আছে। এর কারণ হলো, কবর পূজা করা।

No comments:

Post a Comment