APPLY NOW
আউটসোর্সিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনার সাথে থাকছে.. গুরুত্বপূর্ণ সফট্ওয়্যার, অনলাইন জগতের বিশেষ খবর, অতিপ্রয়োজনীয় টিপস & ট্রিকস- সহ আরও কিছু আপডেট তথ্য, যা আপনার অনলাইন জীবনকে সমৃদ্ধশালী করতে সহায়ক হবে- উন্মুক্ত ‘সংগ্রহশালা’
দাঁড়ানোর আদব কায়দা
যেভাবে দাঁড়ানো অপছন্দ করতেন রাসুলুল্লাহ (সা.)
কাব বিন মালিক (রা.) নিজের সম্পর্কে বর্ণনা করেন, তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার পর আল্লাহ যখন তাঁকে ক্ষমা করেন। রাসুলুল্লাহ (সা.) ফজরের নামাজের সময় আমাদের ক্ষমা লাভের ঘোষণা দেন। তখন দলে দলে মানুষ আমাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং তওবার জন্য অভিনন্দন জানায়। তারা বলে, ‘আল্লাহর ক্ষমা লাভের জন্য তোমাদের অভিনন্দন।’ অতঃপর আমি মসজিদে প্রবেশ করলাম। রাসুল (সা.) সেখানে উপস্থিত ছিলেন। তাঁর চতুষ্পার্শ্বে মানুষ ছিল। তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) আনন্দের সঙ্গে আমার দিকে এগিয়ে এলেন। আমার সঙ্গে মুসাফা করলেন এবং অভিনন্দন জানালেন। এ ছাড়া মুহাজির বা অন্য কেউ এগিয়ে এলো না। বিষয়টি তালহা পছন্দ করল না। (সহিহ বুখারি, হাদিস : ৪৪১৮)
মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২০ Mercantile Bank Scholarship
Mercantile Bank Abdul Jalil Education Scholarship - 2019. Application form of Mercantile Bank Abdul Jalil Scholarship 2020 _ মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৯ - ২০২০
"মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৯" এর জন্য ২০১৯ সালের জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
আবেদনপত্র পাঠানোর নিয়ম
মার্কেন্টাইল ব্যাংকের যে কোন শাখা অথবা ব্যাংকের ওয়েবসাইট www.mblbd.com থেকে শিক্ষাবৃত্তির আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট দিয়ে তা যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লি. এর যে কোন শাখায়- শাখা ব্যবস্থাপকের নিকট অথবা প্রধান কার্যালয়ে ডাকযোগে প্রেরণ করতে হবে।
প্রধান কার্যালয়ের ঠিকানা
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড,
সাস্টেইনবল ফাইন্যান্স ইউনিট,
৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০২০, মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২০, মার্কেন্টাইল ব্যাংক বৃত্তি,
আবেদনের শেষ সময়
২৯ ফেব্রুয়ারি ২০২০
Application form of Mercantile Bank Abdul Jalil Scholarship - 2019
http://www.mblbd.com/home/scholarship
ই–পাসপোর্ট যেভাবে পাবেন E-Passport in Bangladesh
মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হবে তানভীর হাসানের। তিনি অপেক্ষা করছিলেন ই-পাসপোর্ট করার জন্য। ২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট শুরু হওয়ার পরপরই তিনি অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেছেন। বললেন, ই-পাসপোর্ট করতে ঝামেলা অনেক কম। এ ছাড়া দ্রুত সময়ে ১০ বছর পর্যন্ত মেয়াদের পাসপোর্ট করা যাচ্ছে। অনলাইন পেমেন্টও যুক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ই-পাসপোর্ট হচ্ছে নতুন যুগের নিরাপদ পাসপোর্ট। ই-পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাকাউন্ট খুলে ই-পাসপোর্ট আবেদন ফরম ব্যবহার করতে হচ্ছে বলে সহজেই করা যাচ্ছে। এ ছাড়া আবেদনের পর কবে জমা দিতে যেতে হবে, সেই দিন–তারিখ পাওয়া যাচ্ছে বলে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ডিআইপি ডটগভ ডটবিডির তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে। এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য, যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রোপ্রসেসর বা চিপ এবং অ্যান্টেনাসহ স্মার্টকার্ড প্রযুক্তি ব্যবহৃত হয়। পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়। ই-পাসপোর্টে যেসব বায়োমেট্রিক তথ্য নেয়া হয় সেসব হলো—ছবি, আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও আইরিশ। ইলেকট্রনিক বর্ডার কন্ট্রোল ব্যবস্থা (ই-বর্ডার) দিয়ে পাসপোর্ট চিপের বাইরের বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক যাচাই করা হয়। পাবলিক কি ইনফ্রাষ্ট্রাকচােরর (পিকেআই) মাধ্যমে পাসপোর্ট চিপে থাকা তথ্য যাচাই করা হয়। তাই জালিয়াতি করা কঠিন।
সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো, এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের চিপ থাকে। এতে ৩৮ ধরনের নিরাপত্তাবৈশিষ্ট্য থাকবে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়। ই-পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্যভাণ্ডারে পাওয়া তথ্যগুলো ই-পাসপোর্টে স্থানান্তর করা হবে।
সাধারণ পাসপোর্টের মতো ই-পাসপোর্টের আবেদনও অনলাইনে পাওয়া যাবে। চাইলে পিডিএফ ফরম নামিয়ে নিয়ে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি ও সত্যায়ন করা লাগবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় আবেদনকারীর ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি নেওয়া হবে। সেসব তথ্য চিপে যুক্ত হবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।
ই-পাসপোর্ট দুই ধরনের। একটি ৪৮ পাতার, অন্যটি ৬৪ পাতার। সাধারণ, জরুরি ও অতি জরুরির জন্য ফি তিন ধরনের। দুই দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নিয়ম চালু হয়েছে। এ জন্য ফিও বেশি গুনতে হবে।
প্রাথমিকভাবে ঢাকার উত্তরা, যাত্রাবাড়ী ও আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সেবা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৭২টি আঞ্চলিক ও বিভাগীয় অফিস এবং ৮০টি বিদেশি মিশনে চালু করা হবে।
আবেদন করবেন যেভাবে
ই-পাসপোর্টের জন্য অনলাইনে www.dip.gov.bd ওয়েবসাইটে গিয়ে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে। সেখানে শুরুতেই অনলাইনে পাসপোর্ট আবেদন: নতুন/রি-ইস্যু বাটন পাওয়া যাবে। এখানে ক্লিক করে সরাসরি আবেদনপ্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতে পারেন ই-পাসপোর্ট আবেদনের ৫টি (পাঁচ) ধাপ। একটি ধাপ হচ্ছে বর্তমান বসবাসরত জেলাতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কি না, তা দেখা। এর পরেরগুলো হচ্ছে অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম, পাসপোর্ট ফি পরিশোধ, ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ ও পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ। এর মধ্যে খেয়াল রাখতে হবে, কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য যাচাই, আবেদনকারীর ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশের ছবি গ্রহণ, যথাযথভাবে পাসপোর্ট ফি পরিশোধ হয়েছে কি না এবং তালিকাভুক্তির পর সরবরাহ করা ডেলিভারি স্লিপ সংরক্ষণ। পাসপোর্ট গ্রহণের সময় ডেলিভারির রসিদ প্রদর্শন বাধ্যতামূলক। এ ছাড়া সর্বশেষ পুরোনো পাসপোর্ট (যদি থাকে) নিতে হবে। ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট দেওয়া হয় এবং এখন পর্যন্ত চালু করা অনলাইন পেমেন্ট পদ্ধতি হলো স্টারকার্ড, ভিসা, কিউ-ক্যাশ, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ ও ডিবিবিএল নেক্সাস। অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ব্রাউজারের পপ-আপ ব্লকার অক্ষম করতে হবে।
ফি কত
৫ বছর মেয়াদি ২১ দিনের নিয়মিত সরবরাহ ৪ হাজার ২৫ টাকা, ১০ দিনের দ্রুত সরবরাহ ৬ হাজার ৩২৫ টাকা, ২ দিনে সুপার এক্সপ্রেস ডেলিভারি ৮ হাজার ৬২৫ টাকা। ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়াদি ২১ দিন ডেলিভারি ৫ হাজার ৭৫০ টাকা, ১০ দিনের ডেলিভারি ৮ হাজার ৫০ টাকা ও ২ দিনের ডেলিভারি ১০ হাজার ৩৫০ টাকা। ৬৪ পৃষ্ঠা ৫ বছর মেয়াদি ২১ দিনের ডেলিভারি ৬ হাজার ৩২৫, ১০ দিনের ডেলিভারি ৮ হাজার ৬২৫, ২ দিনের ডেলিভারি ১২ হাজার ৭৫ টাকা, ৬৪ পৃষ্ঠা ১০ বছর মেয়াদি ২১ দিনের ডেলিভারি ৮ হাজার ৫০, ১০ দিনের ডেলিভারি ১০ হাজার ৩৫০, ২ দিনের ডেলিভারি ১৩ হাজার ৮০০ টাকা।
ই-পাসপোর্টের সুবিধা
ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যাবে। ই-গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন। কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লালবাতি। কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে, সেটিও জানা যাবে সঙ্গে সঙ্গে।
জেনে রাখুন
ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে অথবা পিডিএফ ফরমেট ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ছবি এবং কোনো ধরনের কাগজপত্র সত্যায়নের প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদপত্রসহ বাবা-মায়ের এনআইডির কপি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় হাতের ১০ আঙুলের ছাপ, ছবি ও চোখের আইরিশ ফিচার নেওয়া হবে। ই-পাসপোর্টের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে। অতি জরুরি ক্ষেত্রে ই-পাসপোর্ট করার জন্য প্রি-পুলিশ ভেরিফিকেশন নিজ উদ্যোগে করে নিয়ে যেতে হবে। প্রচলিত ব্যবস্থার মতো ই-পাসপোর্টের ক্ষেত্রে ভিসার বিষয়টি একই থাকবে। ভিসা কর্তৃপক্ষ বা দূতাবাসগুলো এই পিকেডি ব্যবহার করে আবেদনকারীর তথ্য যাচাই করে নিতে পারবে। এরপর বইয়ের পাতায় ভিসা স্টিকার, সিল দিতে পারবে বা বাতিল করে দিতে পারবে। ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চালু থাকবে। তবে নতুন করে কাউকে এমআরপি দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব এমআরপি তুলে নেওয়া হবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলি অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
অনলাইন চেক
ই-পাসপোর্ট পোর্টালে ‘স্ট্যাটাস চেক’ করা যাবে। জন্মতারিখ ও আবেদনের ক্রমিক সংখ্যা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। আপনার অনলাইন পোর্টাল অ্যাকাউন্ট থেকে আপনার সব আবেদনের অবস্থা দেখতে পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি NU 4th Year Exam Routine
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
পরীক্ষাঃ ২৭ ফেব্রুয়ারি - ৩০ মার্চ ২০২০
http://www.nu.ac.bd/
#nu 4th year exam routine 2020, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি ২০১৯, national university 4th year exam routine, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল MOPA Exam Result
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত ২৪ জানুয়ারি ২০২০
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল নিয়োগের লক্ষ্যে ২৪-০১-২০২০ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল দেখে নিন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি- BIWTA Job Circular
১০৯ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) তে নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২০
আবেদনের শেষ সময়
২০ ফেব্রুয়ারি ২০২০
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)
পদের নামঃ ১০ ক্যাটাগরির বিভিন্ন পদ
পদের সংখ্যাঃ ১০৯ টি
আবেদন ফীঃ ২১৫/- টাকা
আবেদনের শেষ তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২০
আবেদনের লিংকঃ http://jobsbiwta.gov.bd
শিশুর নাক দিয়ে রক্ত পড়লে করণীয়
শিশুর নাক দিয়ে রক্ত পড়লে কী করণীয় বা যেসব কারণে রক্ত পড়তে পারে তা জেনে রাখা খুব জরুরি।
কোনো কোনো শিশুর হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়ে৷ এক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যান৷ তা না করে বরং কী করা উচিত বা এমনটা হলে কী করবেনন না, সেরকম কিছু তথ্য জেনে নিতে পারেন এই পোস্ট থেকে।
১। নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন না
রক্ত পড়া বন্ধ করতে অনেকেই শিশুদের মাথা পেছন দিয়ে হেলিয়ে দেন, যা একেবারেই ঠিক নয়৷ কারণ এতে গলা দিয়ে রক্ত পেটে চলে যেতে পারে এবং পেটে গেলে তা থেকে বমি হতে পারে৷
২। শিশুকে চিত হয়ে শোওয়াবেন না
নাক দিয়ে রক্ত পড়ার সময় চিত হয়ে শুলে রক্ত শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে৷ এতে করে অনেক সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়ে বিষয়টি আরো জটিল হতে পারে, যা কোনোভবেই করা কাম্য নয়৷
৩। রক্ত পড়া বন্ধ করতে যা করবেন
নিজে শান্ত থাকুন এবং আপনার শিশুকেও শান্ত রাখার চেষ্টা করুন৷ রক্ত যতক্ষণ পড়ার পড়বে, জোড় করে বন্ধ করার চেষ্টা করবেন না৷ কোনোভাবেই শিশুর নাক চেপে দরবেন না কিন্তু!
৪। তুলো বা টিস্যুপেপার সাবধানে ব্যবহার করবেন
শিশুর নাক দিয়ে রক্ত পড়লে তা বন্ধ করতে অনেকেই তাড়াহুড়ো করে নাকে তুলো বা টিস্যুপেপার চেপে ধরেন৷ অসুবিধা নেই তবে টিস্যু একটু পরপরই বদলে দেবেন৷ তা না হলে রক্তে আটকে যাওয়া তুলো বা টিস্যুপেপার সরানোর সময় আবারো রক্ত পড়া শুরু হতে পারে৷
৫। ভেজা কাপড়
মাথা সোজা করে রাখুন এবং একটি ভেজা পাতলা কাপড় নাকের ওপর দিয়ে নাককে ঠান্ডা রাখুন৷
৬। শিশু কিংবা বড়দের ঘাড়
একটি ভেজা ঠান্ডা কাপড় শিশুর ঘাড়ের ওপর রেখে দিন৷ এতে আরাম হবে৷
৭। ডাক্তারের পরামর্শ
শিশুদের নাক দিয়ে রক্ত পড়লেই যে এর পেছনে বড় কোনো কারণ থাকবে, তা নয়৷ তবে সতর্ক থাকা ভালো৷ তাছাড়া রক্ত পড়া শুরু হওয়ার পর যদি তা ২০ মিনিটেও বন্ধ না হয়, তবে ডাক্তারের কাছে যাওয়াই উচিত৷
৮। যেসব কারণে রক্ত পড়তে পারে
ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলের সমস্যা থেকে এমনটা হতে পারে৷ অক্সিজেনের ঘাটতির কারণে হতে পারে৷ অ্যালার্জি কিংবা ঠান্ডা থেকেও হতে পারে৷ এছাড়াও অন্যান্য কারণে নাক থেকে রক্ত পড়তে পারে, যা জানাতে পারেন শিশুর চিকিৎসকরা৷ এই পরামর্শগুলো দিয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ বা ইএনটি স্পেশালিস্ট ডা. পেটার রেনার৷
ঘুষ দিয়ে নেওয়া চাকরির বেতন কি হারাম না হালাল?
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : ঘুষ দিয়ে চাকরি নিলে সেই টাকা হালাল না হারাম?
উত্তর : ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম কাজ। ইসলামী শরীয়তের মধ্যে ঘুষকে হারাম করা হয়েছে। কোনো কোনো রেওয়াতে বলা হয়েছে যে, ঘুষ দানকারী, ঘুষ গ্রহণকারী এবং ঘুষের সঙ্গে যার সম্পর্ক রয়েছে তারা সবাই জাহান্নামী হবে। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে কঠিনভাবে হারাম করা হয়েছে। তাই কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকে, তাহলে সে হারাম কাজ করল এবং এর জন্য সে গুনাহগার হবে।
এই ক্ষেত্রে পরবর্তী মাসয়ালা হলো, পরে সে যদি চাকরি করে ইনকাম করে, তাহলে তার ইনকাম হারাম হবে না। কারণ, আগের কাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কোনো কাজ যদি হারাম না হয় বা হারামের ওপর প্রতিষ্ঠিত না হয়, বৈধ হয়ে থাকে, তাহলে ওই কাজটিও তার জন্য হালাল এবং ইনকামও তার জন্য হালাল। সুতরাং, এই ইনকাম তার জন্য জায়েজ। কাজটি হালাল হলে এর বেতনও হালাল হবে।
বিয়ের আগে জানতে হবে...
অসহায় কাউকে ভালোবেসে কোটিপতির কন্যার নিদারুণ কষ্টে দিনযাপনের চিত্র নাটক-সিনেমায় হরহামেশাই দেখা যায়। আবার বিত্তবান অনেক পুরুষকেই অভাবগ্রস্ত কাউকে ভালোবসে বিয়ে করতে দেখা যায়। তবে রুপালি পর্দার বাইরে, বাস্তব জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্যের আবশ্যকতার কথা অস্বীকার করেন না কেউ। বিশেষত বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অর্থের প্রভাব অনস্বীকার্য।
বর্তমান তো বটেই, ভবিষ্যতের সুখ নিশ্চিত করতে অর্থনৈতিক পরিকল্পনার বিকল্প নেই। তাই বিয়ের পরেই স্বামী-স্ত্রীর উচিত অর্থনৈতিক পরিকল্পনাগুলো ঠিক করে নেওয়া। একে ছোট সময়ের লক্ষ্য, মাঝারি সময়ের লক্ষ্য ও বড় সময়ের লক্ষ্য—এমন তিন ভাগে বিভক্ত করে নেওয়াই ভালো।
বাংলায় একটি কথা প্রচলিত আছে— দরজা দিয়ে অভাব এলে, ভালোবাসা জানালা দিয়ে পালায়। কথাটা কতটা খাঁটি, তা নিয়ে অল্প-বিস্তর তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু অনেকেই যে এ বাক্যকে মেনে নিয়েছেন, তা বলার অপেক্ষা থাকে না। তাই বিয়ে করার আগে ভবিষ্যৎ জীবন যাতে সুখের হয়, সে ব্যাপারে নিশ্চিত হবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তা সম্ভব।
বিয়ের পর কোনোভাবেই একগুচ্ছ টাকা খরচ করা চলবে না, বরং পরিকল্পনামাফিক নতুন জায়গায় বিনিয়োগ করা উচিত। এতে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। তবে এই সিদ্ধান্ত একা নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। স্বামী-স্ত্রী একসঙ্গে বসে করণীয় ঠিক করতে হবে।
পাশাপাশি খরচ ও আয়ের ব্যাপারে পরিকল্পনা করতে হবে। আয় বুঝে ব্যয় করার প্রবণতা গড়ে তুলতে হবে। ৬০ বছর বয়সের পর সাধারণত মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তাই সেই সময়ের কথা মাথায় রেখে সঞ্চয় করতে হবে।
অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে ‘কোয়ান্ট ক্যাপিটালস’-এর ভাইস প্রেসিডেন্ট বিকাশ পুরি জানান, যুগলদের অবশ্যই একে অপরের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া উচিত। মাসিক বেতন, বিনিয়োগের পরিমাণ, জীবনবীমা নিয়েও দুজনের খোলামেলা কথা বলতে হবে। এসব ব্যাপারে অবশ্যই সঙ্গীকে সত্যি বলার পরামর্শ পুরির।
এ ছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিকাশ পুরি। তিনি জানিয়েছেন, বিবাহিত জীবনে দুজনের মধ্যে বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীকে জানিয়ে তবেই বিনিয়োগ করা উচিত বলে তিনি মনে করেন। এ ছাড়া টাকা নিয়ে কথা বলার ব্যাপারে ইতস্ততা কাটিয়ে খোলাখুলি পরিকল্পনা করা উচিত বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার প্রয়োজন পড়লেও তা অবশ্যই সঙ্গীকে বলা উচিত এবং এ ব্যাপারে আলোচনা করা উচিত।
এ ছাড়া তিনি আরো একটি ব্যাপারে গভীর গুরুত্ব দিয়েছেন। বিয়ের পর দুজনের বোঝাপড়ার ভিত্তিতে একটি ‘জরুরি তহবিল’ গড়ে তুলে সেখানে নিয়মিত অর্থ সঞ্চয় করার পরামর্শ দেন তিনি।
এসএসসি/দাখিল পরীক্ষার নতুন রুটিন ২০২০ SSC/ Dakhil New Routine
এসএসসি/দাখিল পরীক্ষার নতুন রুটিন ২০২০ SSC/ Dakhil New Routine
২০২০ সালের এসএসসি / দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি
পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি
২০২০ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি
Source: https://dhakaeducationboard.portal.gov.bd/
দাখিল পরীক্ষা ২০২০ এর সংশোধিত সময়সূচি
Source: http://www.bmeb.gov.bd/
#ssc exam routine 2020, ssc re-exam routine 2020, #dakhil exam routine 2020, dakhil routin, ssc routine,
ssc exam routine 2020, ssc exam routine 2020 dhaka board, ssc exam routine 2020 jessore board, #ekta-chakri, ssc exam routine 2020 pdf, ssc exam routine 2020 pdf download, ssc exam routine 2020 dinajpur board, ssc exam routine 2020 madrasah board, ssc exam routine 2020 rajshahi board, ssc exam routine 2020 comilla board, এসএসসি নতুন রুটিন ডাউনলোড, এসএসসি পরীক্ষার রুটিন ২০২০, ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন, ২০১৯ সালের এসএসসি পরীক্ষার রুটিন, ২০২০ সালের দাখিল পরীক্ষার রুটিন, এস এস সি পরীক্ষার রুটিন 2020, এস এস সি পরীক্ষার রুটিন ২০২০, ssc পরীক্ষার রুটিন 2020, 2020 সালের এসএসসি পরীক্ষার রুটিন
dakhil exam routine 2020, ssc dakhil exam routine 2020, ssc dakhil routine 2020, #ekta chakri, ssc exam routine 2020 madrasah board, dakhil exam routine 2020 download, dakhil exam routine 2019, dakhil exam suggestion 2020, madrasah board routine 2020, dakhil form fill up 2020, Dakhil Routine 2020 PDF Madrasah Education Board, দাখিল পরীক্ষা ২০২০ রুটিন, দাখিল পরীক্ষার রুটিন ২০২০ pdf, মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২০, দাখিল পরীক্ষার সাজেশন ২০২০, দাখিল পরীক্ষা ২০২০ এর সময়সূচি, দাখিল পরীক্ষার রুটিন ২০১৯, ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন, দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২০, দাখিল পরীক্ষা ২০২০ এর রুটিন
Popular Posts
IER এ ৩০০ পদে নিয়োগ DU Job Circular
৩০০ টি পদে মাসিক ১৬,০০০ টাকা বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করে আজই আবেদন সাবমিট করে দিন।
আবেদনের শেষ সময় ২১ ডিসেম্বর, ২০১৯ ইং
নিয়োগদাতা প্রতিষ্ঠানঃ
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর), ঢাকা বিশ্ববিদ্যালয়
পদের নামঃ
সাপোর্ট স্টাফ (উপজেলা/আরবান এলাকার জন্য)
পদ সংখ্যাঃ
৩০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
কমপক্ষে ৮ম শ্রেণি পাস
বয়স সীমাঃ
২০ - ৪০ বছর আবেদনের নিয়ম নিচের লিংক-্এ গিয়ে অলাইনে ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
২১ ডিসেম্বর, ২০১৯ ইং
আবেদনের লিংকঃ
multibrandinfotech.com/ier-sce
APPLY NOW
দৈনিক জনকন্ঠ
৩০ নভেম্বর, ২০১৯ ইং
IER JOB CIRCULAR, DU JOB, DHAKA UNIVERSITY IER JOB, Download Circular
IER শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ৩০০ পদের প্রবেশপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় এর আওতাধীন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER), ৩০০ পদের উপজেলা/ আরবান প্রোগ্রাম কোঅর্ডিনেটর এর প্রবেশপত্র প্রকাশ।
এডমিট কার্ড ডাউনলোডের শেষ তারিখ ২২ ডিসেম্বর, ২০১৯
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ
৩ জানুয়ারি, ২০২০ পরীক্ষার আসন বিন্যাস ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত হবে।
১. লিখিত পরীক্ষার আসন বিন্যাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) (www.ierdu.edu.bd) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর ওয়বসাইটে (www.bnfe.gov.bd) আগামী ২৭/১২/২০১৯ তারিখে প্রকাশ করা হবে। ২. লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) (www.ierdu.edu.bd) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর ওয়বসাইটে (www.bnfe.gov.bd) প্রকাশ করা হবে।
এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন www.mybdjobs.bdjobs.com/
এ Log in করে আপনার Profile/ My bdjobs এ গেলে প্রবেশ পত্র ডাউনলোড অপশন পাবেন। N.B. Chrome/ Firefox Browser ব্যবহার করুন।
পরীক্ষা পদ্ধতিঃ
লিখিত পরীক্ষা MCQপদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
#ier admit card download
বিবিএস নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা BBS Junior Statistical Assistant Exam Seat Plan 2019
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) জনবল নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান বুরোর রাজস্ব বাজেটের আওতায় " জুনিয়র পরিসংখ্যান সহকারী"(Jonior Statistical Assistant) পদে নিয়োগ পরীক্ষা আগামী ০৩-০১-২০২০ তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকা অনুষ্ঠিত হবে । উক্ত নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা নিন্মরুপ:
বিবিএস জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা
সম্পূর্ণ কেন্দ্র তালিকার নোটিশটি পিডিএফ আকারে ডাউনলোড করুন
bbs teletalk exam schedule, bbs exam date 2019, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, junior statistical assistant exam date, bbs.teletalk.gov.bd result, bbs exam date 2018, bbs.teletalk.com.bd online application, পরিসংখ্যান ব্যুরো পরীক্ষা সময়সূচি, junior statistical assistant admit card, bbs teletalk com bd circular 2017, bbs admit card 2019, junior statistical assistant exam date, porisonkhan buro exam date 2018,…
দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি (পদসংখ্যা ২৮৮)
Anti-Corruption Commission (DUDOK) দুর্নীতিদমনকমিশন (দুদক) দৈনিকসমকাল পত্রিকায় ১৯/১১/২০১৯ ইং তারিখেসহকারীপরিচালকওউপসহকারীপরিচালকওকোর্টপরিদর্শকপদেমোট২৮৮জনেরনিয়োগবিজ্ঞপ্তিরমাধ্যমে, আবেদনপত্রজমানেওয়াশুরুহয়েছে।
পরিসংখ্যান ব্যুরো- ২০১৭ সালের এডমিট কার্ড প্রকাশ BBS Admit Card Download
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভূক্ত ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ইং তারিখে প্রকাশিত ৩য় শ্রেণির বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তির এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। বি.দ্র: পরীক্ষার তারিখ, স্থান ও সময় পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
www bbs.teletalk.com.bd admit card, bbs admit card download, bbs job exam date, porisonkkhan job exam, statestic job exam results
Ekta-Chakri
Subscribe to:
Posts (Atom)