তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্র‌শ্নোত্তর

বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ ও চাক‌রির প‌রীক্ষায় প্রায়ই তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি (ICT- Information and Communication Technology) বিষ‌য়ে প্রশ্ন থা‌কেই। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি ‌কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।


১। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. ফাইবার
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
২। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩। এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. গণমাধ্যম খ. প্রকাশনা
গ. বিনোদন ঘ. ব্যাংকিং
৪। যোগাযোগ দ্রুততর করার জন্য ব্যবহূত হচ্ছে—
ক. ক্যামেরা খ. সিসিটিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৫। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি হলো—
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। বিদ্যালয়ে ভর্তির সময় আবেদনপত্রে দেওয়া শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে কোনটি ব্যবহার করবেন?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ।
৯২. একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জ্ঞান ও বিজ্ঞান খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ-সম্পদ ঘ. সৃজনশীলতা ও সৃষ্টি
৯৩. শিক্ষক কোন বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিত্সাসেবা প্রদান
৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
৯৬. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?
ক. ২-৪ দিন খ. ২-৫ দিন
গ. ১০ দিন ঘ. ১৫ দিন
৯৭. ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ক. ১০ শতাংশ খ. ২০ শতাংশ
গ. ৪০ শতাংশ ঘ. ৫০ শতাংশ
৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং খ. আইন প্রণয়ন
গ. গভর্ন্যান্স ঘ. সামাজিক দায়বদ্ধতা
৯৯. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো—
i. ই-কমার্স ii. ই-পুর্জি iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
i. স্বল্প খরচ
ii. সহজ সেবা প্রদান
iii. স্বল্প সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
#সঠিক উত্তর:
৯২. খ ৯৩. গ ৯৪. খ ৯৫. ক ৯৬. খ ৯৭. গ ৯৮. গ ৯৯. গ ১০০. ঘ।

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

101. কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
ক. ২০০১ খ. ২০০৯
গ. ২০০৫ ঘ. ২০০৮
102. কোনটি জনগণের অধিকার?
ক. জবাবদিহি খ. তথ্য
গ. বাক্স্বাধীনতা
ঘ. ওপরের সবগুলো
103. কপিরাইট আইনের লক্ষ্য হলো—
i. সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান
ii. নতুন নতুন উদ্যোক্তা তৈরি
iii. সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
104. তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
ক. সপ্তম খ. অষ্টম
গ. নবম ঘ. দশম
105. কত সালে তথ্য অধিকার আইন-২০০৯ চালু হয়?
ক. ২০০৮ সালের প্রথম দিকে
খ. ২০০৮ সালের শেষের দিকে
গ. ২০০৯ সালে
ঘ. ২০১০ সালের প্রথম দিকে
106. ৭ম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতায় আনা হয়েছে?
ক. ১৫ খ. ২০
গ. ২১ ঘ. ২৫
107. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০৮ ও ১০৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গত ঈদে মি. হাসানের একটি গানের ক্যাসেট বের হয়েছে। কিন্তু সে দেখতে পেল তার ক্যাসেটের গানগুলো কে বা কারা তার অনুমতি ব্যতীত ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এতে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলো।
108. মি. হাসান কোন অপরাধের শিকার?
ক. পাইরেসি খ. ডাকাতি
গ. চুরি ঘ. কপিরাইট
109. মি. হাসান এর কারণে যে সমস্যার সম্মুখীন হবে—
i. বিনিয়োগের সুফল পাবে না
ii. আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
iii. নতুন করে ক্যাসেট তৈরি করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
110. বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো—
ক. Intellectual Property Right
খ. Property Intellectual Right
গ. Right Intellectual Property
ঘ. Intellectual Right Property
111. ট্রাবলশুটিং হচ্ছে—
ক. সমস্যার উত্স নির্ণয়ের প্রক্রিয়া
খ. সমস্যার নির্ণয়ের প্রক্রিয়া
গ. উত্স নির্ণয় প্রক্রিয়া
ঘ. সমস্যার সমাপ্তি নির্ণয়
#সঠিক উত্তর:
১০১. খ ১০২. ঘ ১০৩. খ ১০৪. ক ১০৫. গ ১০৬. খ ১০৭. গ ১০৮. ক ১০৯. ক ১১০. ক ১১১. ক।
১৭। কিবোর্ড ঠিকমতো কাজ না করার অন্যতম কারণ কোনটি?
ক. বাতাস খ. পানি
গ. ধুলোবালি ঘ. বৈদ্যুতিক সংযোাগ
১৮.আইসিটি যন্ত্রপাতি পরিষ্কার করতে কী ব্যবহার করা নিষেধ?
ক. ব্রাশ খ. রাসায়নিক পদার্থ
গ. কটন বাড ঘ. গ্লাস ক্লিনার
১৯। কিবোর্ড পরিষ্কারের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. কটন বাড খ. ভেজা কাপড়
গ. টুথ পিক ঘ. গ্লাস ক্লিনার
২০। অপটিক্যাল মাউসে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ খ. অপবর্তন
গ. প্রতিফলন ঘ. সমাবর্তন
২১। কোন ডিভাইসটি হাতের আঙুল থেকে জীবাণুযুক্ত হয়?
ক. মাউস খ. কিবোর্ড
গ. মনিটর ঘ. সিপিইউ
২২। ভাইরাসের উত্স কী?
ক. প্রিন্টার খ. ইন্টারনেট
গ. স্পিকার ঘ. মনিটর
২৩। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়?
ক. মাউস খ. পেনড্রাইভ
গ. স্পিকার ঘ. মনিটর
২৪। ভাইরাস প্রতিরোধে কোনটি ব্যবহার করা হয়?
ক. নতুন অপারেটিং সিস্টেম
খ. অ্যান্টিভাইরাস প্রোগ্রাম
গ. ইউপিএস
ঘ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
২৫। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কী?
ক. এক ধরনের ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম
খ. ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার প্রোগ্রাম
গ. এক ধরনের গেম প্রোগ্রাম
ঘ. কম্পিউটার পরিচালনা করার প্রোগ্রাম
২৬। সফটওয়্যারের সবচেয়ে বড় শত্রু কোনটি?
ক. হার্ডডিক্স খ. ধুলোবালি
গ. বৈদ্যুতিক সংযোগ
ঘ. ভাইরাস
২৭। কোনটি মানুষের কাজ ও চিন্তার জগতে বিরাট পরিবর্তন এনেছে?
ক. আইসিটি খ. আইটি
গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন
২৮। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে—
ক. মেইনবুক খ. ফ্লাশবুক
গ. ফেসবুক ঘ. টেক্সটবুক
২৯। অনেকক্ষণ একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করলে আমাদের কী সমস্যা হতে পারে?
ক. ক্যানসার খ. হূদেরাগ
গ. মেরুদণ্ড ব্যথা ঘ. বহুমূত্র রোগ
৩০। ছোট শিশুরা কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে গেলে এবং মাঠে ছোটাছুটি না করলে কী হয়?
ক. শারীরিকভাবে সুস্থ থাকে
খ. মানসিকভাবে সুস্থ থাকে
গ. শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়
ঘ. রোগমুক্ত থাকে।
#সঠিক উত্তর:
১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. গ
১। 4C এর বাইনারি সংখ্যা হলো—
ক. 11001100 খ. 01001100
গ. 01001010 ঘ. 01001101
২। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমালে কত?
ক. 70 খ. 75 গ. 78 ঘ. 80
৩। দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে হবে—
ক. 5E খ. 5F গ. 6E ঘ. 6F
৪। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যাপদ্ধতি ব্যবহার করে?
ক. বাইনারি খ. দশমিক
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমাল
৫। (27)10 সংখ্যাটির সমতুল্য বাইনারি মান—
ক. 10011 খ. 11011 গ. 11010 ঘ. 10101
৬। ইউনিকোড কত বিটের?
ক. ৪ খ. ৮ গ. ১৬ ঘ. ৩২
জারাফ: জানিস, আমার বয়স বাইনারিতে ১১০১।
ইবাদ: তাহলে আমি তোর চেয়ে ১ বছরের বড়।
৭। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?
ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
৮। ১১০০ + ১০০০ এ বাইনারি সংখ্যার যোগফল কত?
ক. ১০১১০ খ. ১০১০০
গ. ১১০০ ঘ. ১০১০১
৯। ৯১- এর BCD কোড হলো—
ক. ১০০১০০০১ খ. ১১১১১১১১
গ. ১০০১১ ঘ. ১০০০০০০১
১০। হেক্সাডেসিমাল F-এর মান বাইনারিতে—
ক. ১০১০ খ. ১১১১ গ. ১১১০ ঘ. ১১০১
১১। (1110)2 = (?)10
ক. 12 খ. 13 গ. 14 ঘ. 15
১২। হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতির B ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি?
ক. 10 খ. 11 গ.13 ঘ.14
১৩। দশমিক সংখ্যা ৯১-এর বাইনারি রূপ কোনটি?
ক. ১০১১০১১ খ. ১১০১০১০
গ. ১১১০০১১ ঘ. ১১০১১০১
১৪। অক্টাল সংখ্যাপদ্ধতিতে 177-এর পরবর্তী সংখ্যা কোনটি?
ক. 100 খ. 170 গ. 200 ঘ. 270
১৫। (130)10 এর BCD কোড কত?
ক. (000100110000)BCD
খ. (000000110001)BCD
গ. (000100000011)BCD
ঘ. (001100000001)BCD
১৬। শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে?
ক. ৫ খ. ৯ গ. ১৬ ঘ. ১৭
১৭। অক্টাল সংখ্যাপদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি?
ক. ১ খ. ৭ গ. ৮ ঘ. ১০
১৮। (১০১১১)২ এর সমতুল্য দশমিক মান কত?
ক. ৪৩ খ. ৩১ গ. ২৩ ঘ. ২২
১৯। বেজ-এর ওপর ভিত্তি করে সংখ্যাপদ্ধতি কত প্রকার?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১০
২০। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
ক. BCD খ. ASCII
গ. UNICODE ঘ. EBCDIC
২১। বাইনারি নিয়মে গুণ করা মানে—
ক. বারবার যোগ খ. বারবার বিয়োগ
গ. বারবার গুণ ঘ. বারবার ভাগ
২২। (A1D)১৬ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?
ক. (১০১০১০০১১১০১)২
খ. (১১০১০১০১০১০১)২
গ. (১০১০০১০১১১০১)২
ঘ. (১০১০০০০১১১০১)২
২৩। হেক্সাডেসিমালে F-এর পরের সংখ্যা কোনটি?
ক. F0 খ. F1 গ. 10 ঘ. 20
২৪। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?
ক. ২ খ. ৮ গ. ১০ ঘ. ১৬
২৫। BCD কত বিটের?
ক. 3 খ. 4 গ. 8 ঘ. 16
২৬। সিগমার আইসিটি শিক্ষক সিগমাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? সিগমা উত্তর দিল 3D সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়—
ক. 61 খ. 71 গ. 81 ঘ. 91
উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ  ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ক।
২৭। পজিশনাল সংখ্যাপদ্ধতির কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার—
i. সংখ্যাপদ্ধতির নাম
ii. সংখ্যাপদ্ধতির বেজ বা ভিত্তি
iii. সংখ্যাটিতে ব্যবহূত অঙ্কগুলোর নিজস্ব মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। ৪৩৮ সংখ্যাটি হতে পারে—
i. ডেসিমাল ii. অক্টাল iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। BCD কোড—
i. প্রকাশে বাইনারির চেয়ে অধিকসংখ্যক বিট দরকার হয়
ii. সুপার কম্পিউটারে ব্যবহূত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. পার্থিব তাঁর একজন ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায় সে বলল, তার রোল নম্বর বাইনারিতে 1101
৩০। উদ্দীপকের বাইনারি নম্বটির সঙ্গে (1001)2 যোগ করলে তার যোগফল কত হবে?
ক. (10110)2 খ. (01100)2
গ. (10010)2 ঘ. (11110)2
৩১। উদ্দীপকের বাইনারি মানটির সমতুল্য মান—
i. (11)16 ii. (13)10 iii. (15)8
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ii ও iii
৩২। হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতি ব্যবহূত হওয়ার কারণ—
i. ভুলের আশঙ্কা কমানো যায়
ii. মেমোরি ব্যবহার কম হয়
iii. কালার কোড নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩। ৭৬২ সংখ্যাটি হচ্ছে—
i. অক্টাল ii. দশমিক iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। ১০৭ সংখ্যাটি হবে—
i. বাইনারি ii. দশমিক iii. অক্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। ৮বিট রেজিস্টারে ‘৮’-এর ‘২’-এর পরিপূরক হলো—
ক. 00101111 খ. 11111000
গ. 11010011 ঘ. 10011110
৩৬। 2's Complement-এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ—
ক.1's Complement + 1 খ. 1's Complement-1
গ. 2"- সংখ্যাটি ঘ. 2" + 1
৩৭। F ও 3 এর যোগফল কত?
ক. 10 খ. 13 গ. 15 ঘ. 18
উত্তর
২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক ৩৭. ঘ।

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

৪৭. ডিজিট শব্দের অর্থ কী?
ক. যোগ খ. সংখ্যা
গ. তথ্য ঘ. উপাত্ত
৪৮। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস ও স্টিভ জজনিয়াক
খ. টিম বার্নার্স লি
গ. বিল গেটস
ঘ. মার্ক জাকারবার্গ
৪৯। কম্পিউটারজগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe খ. Dell
গ. Apple ঘ. Google
৫০। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স লি ঘ. বিল গেটস
৫১। এমএস ডস কী?
ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম
খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. ডেটাবেইস
ঘ. ইন্টারনেট প্রটোকল
৫২। উইন্ডোজ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম
খ. ইন্টারনেট প্রটোকল
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেইস প্রোগ্রাম
৫৩। ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের জনক কে?
ক. অ্যাডা লাভলেস খ. স্টিভ জবস
গ. টিম বার্নার্স লি ঘ. লর্ড বায়রন
৫৪। ইন্টারনেট কী?
ক. ই-মেইল খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
৫৫। আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম—
ক. মাইক্রো খ. মিনিফ্রেম
গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো
৫৬। অ্যাপল কম্পিউটার নামের প্রতিষ্ঠান কবে
চালু হয়েছিল?
ক. ১৯৬৯ খ. ১৯৭২
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৬
৫৭। কোন প্রতিষ্ঠানের হাতে পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায় বিকশিত হয়েছে?
ক. আইবিএম খ. অ্যাপল
গ. ফেসবুক ঘ. স্যামসাং
৫৮। কত সালে আইবিএম কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির জন্য মাইক্রোসফটকে দাযিত্ব দেয়?
ক. ১৯৭০ খ. ১৯৭৫
গ. ১৯৭৬ ঘ. ১৯৮১
৫৯। ইন্টারনেটের বিকাশকালে কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল ব্যবহারের
প্রস্তাব করা হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮৪
গ. ১৯৮৯ ঘ. ১৯৯০
৬০। http শব্দের অর্থ কী?
ক. হাই ট্রান্সফারেবল প্রটোকল
খ. হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল
গ. হাই রেজ্যুলেশন টেক্সট প্রটোকল
ঘ. হাই টেক্সট টুলস প্রটোকল
৬১। নিচের কোনটিকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে?
ক. কম্পিউটার খ. ফেসবুক
গ. ইন্টারনেট ঘ. তথ্য ও প্রযুক্তি
৬২। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের (এমটিএস) মাধ্যমে কত মিনিটে টাকা পাঠানো যায়?
ক. এক খ. দুই
গ. চার ঘ. দশ
৬৩। COD-এর অর্থ কী?
ক. ক্যাশ অন ডেভেলপমেন্ট
খ. ক্যাশ অন ডেলিভারি
গ. ক্যাশ অন ডক্টর
ঘ. ক্যাশ অব ডিমান্ড
উত্তরঃ
৪৭. খ ৪৮. ক ৪৯. গ ৫০. ঘ ৫১. ক ৫২. গ ৫৩. গ ৫৪. ঘ ৫৫. গ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. ঘ ৫৯. গ ৬০. খ ৬১. গ ৬২. ক ৬৩. খ
প্রশ্ন: শিক্ষাজীবনে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করো।
উত্তর: বর্তমানে ইন্টারনেটের ব্যবহারের কারণে শিক্ষাব্যবস্থার ধারণাই অনেকাংশে পাল্টে গেছে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন:
১. ছাত্রছাত্রীরা শিক্ষকের লেকচার নোটগুলো তার ওয়েবসাইটে সহজেই দেখতে পারবে। এ ছাড়া ওয়েবসাইটে বিভিন্ন পাঠ্যবইও তারা পাচ্ছে।
২. বাড়ির কাজ ইন্টারনেটের মাধ্যমে জমা দিতে পারবে।
৩. পরীক্ষার পর ভর্তির জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। ইন্টারনেটে পরীক্ষার ফলাফলও দেখা যায়।
৪. বিভিন্ন স্কুল-কলেজের তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্যও ইন্টারনেটকে ব্যবহার করা হয়।
৫. শিক্ষার্থী কোনো বিষয় বুঝতে না পারলে ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারবে। কোনো কারণে তথ্য না পেলে ইন্টারনেটে কাউকে জিজ্ঞেসও করতে পারবে।
৬. বিজ্ঞানের অনেক এক্সপেরিমেন্ট সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।
৭. বর্তমানে অনলাইন ক্লাসরুম ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ক্লাসে পাঠদানের সময় সরাসরি কথোপকথনের মাধ্যমে পাঠদানপ্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
প্রশ্ন : টেলিকনফারেন্সিং কী?
উত্তর : দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য দেয়া-নেয়াকে টেলিকনফারেন্সিং বলে। টেলিকনফারেন্সের জন্য টেলিফোন সংযোগ, কমপিউটার, অডিও যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সফটওয়্যার লাগে।
প্রশ্ন : ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর : যে ব্যবস্থায় কনফারেন্সে অংশগ্রহণকারীরা পরস্পরের ছবি দেখতে পারে এবং কথোপকথন করতে পাওে, তাই ভিডিও কনফারেন্সিং।
প্রশ্ন : বুলেটিন বোর্ড কী?
উত্তর : বুলেটিন বোর্ড একটি শক্তিশালী কেন্দ্রীয় কমপিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কমপিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে এবং কমপিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।
প্রশ্ন : এক্সপার্ট সিস্টেম কী?
উত্তর : কোনো বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের ওপর যেকোনো প্রশ্ন করে কমপিউটার থেকে জেনে নেয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ কমপিউটারকে যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্ট করা হয়। এ ধরনের ব্যবস্থাই এক্সপার্ট সিস্টেম।
প্রশ্ন : ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে?
উত্তর : সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কমপিউটারের মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তর : মানুষের চিমন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কমপিউটারের মধ্যে রূপ দেয়াই কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন কমপিউটারের ভাবনা-চিমন্তাগুলো মানুষের মতোই হয়।
প্রশ্ন : রোবট কী?
উত্তর : রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে।
প্রশ্ন: জিপিএস কী? এর কাজ বর্ণনা করো।
উত্তর: জিপিএসের পূর্ণনাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা। বর্তমানে গাড়ি মনিটরিং ও নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহূত হচ্ছে
বর্তমানে বিভিন্ন কোম্পানি ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এ কাজটি করছে। ভেহিক্যাল ট্র্যাকিং ইউনিট একটি যন্ত্র, যার মাধ্যমে জিপিএস ব্যবহার করে যেকোনো চলমান যানবাহনের নির্ভুল অবস্থান, গতিবেগ, গতিপথ ইত্যাদি নির্ণয় করা যায়। অর্থাত্ জিপিএস আমাদের অবস্থান নিখুঁতভাবে জানিয়ে দিতে পারে। বর্তমানে সব স্মার্টফোনে ও নতুন প্রায় সব গাড়িতেই জিপিএস সিস্টেম লাগানো থাকে। তাই কখন কোন পথে যেতে হবে, কোন প্রতিষ্ঠানটি কোথায়, কোন দোকান কোথায়, নির্দিষ্ট জায়গা থেকে যেকোনো জায়গার অবস্থান, দূরত্ব, এমনকি কোন পরিবহনে কত সময় লাগবে, তা নির্ণয় করে মুহূর্তের মধ্যে। সব তথ্য একটি সেন্ট্রাল ডেটাবেইস থেকে ইন্টারনেটের সাহায্যে জানা যায়।
প্রশ্ন: সামাজিক নেটওয়ার্ক কী? এর সুবিধাগুলো কী?
উত্তর: সামাজিক নেটওয়ার্ক হচ্ছে বিপুলসংখ্যক মানুষের ইন্টারনেটভিত্তিক একটি আন্তযোগাযোগব্যবস্থা। ফেসবুক বিশ্ব সামাজিক আন্তযোগাযোগব্যবস্থার ক্ষেত্রে এ ধরনের একটি প্রখ্যাত ওয়েবসাইট। এ ছাড়া স্কাইপি, টুইটার, ফ্লিকার, মাইস্পেস ডায়াসপোরা, অরকুট প্রভৃতি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছে। মার্ক জাকারবার্গের নেতৃত্বে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ফেসবুক প্রতিষ্ঠিত হয়।
বিনা খরচে ফেসবুকের সদস্য হয়ে বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং ব্যক্তিগত তথ্যাবলি হালনাগাদ ও আদান-প্রদান করা যায়। সেই সঙ্গে একজন ফেসবুক ব্যবহারকারী তার শহর, কর্মস্থল ও অঞ্চলভিত্তিক নেটওয়ার্কেও নিজেকে যুক্ত করতে পারেন। বর্তমানে ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ফেসবুকের ব্যবহার দেখা যায়। ফেসবুকে লগইন করা অবস্থায় একজন অন্যজনের সঙ্গে চ্যাট করা, প্রোফাইল দেখা, মেসেজ ও ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এবং প্রোফাইলে ছবি যুক্ত করতে পারেন। বর্তমানে এতে ভিডিও যুক্ত করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে।
প্রশ্ন : ক্রায়োসার্জারি কী?
উত্তর : Cryosurgery শব্দটি গ্রিক শব্দ Cryo (অর্থাৎ খুবই ঠা-া) থেকে এসেছে এবং Surgery অর্থ হাতের কাজ। অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে অত্যধিক ঠা-া প্রয়োগ করে ক্রায়োসার্জারি দেয়া হয়।
প্রশ্ন : বায়োমেট্রিক্স কাকে বলে?
উত্তর : সাধারণত জীববিদ্যার তথ্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে বায়োমেট্রিক্স বলে। বায়োমেট্রিক্স মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে।
প্রশ্ন : ‘বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব’- ব্যাখ্যা কর।
উত্তর : ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি মাল্টি সেন্সরিং হিউম্যান কমপিউটার ইন্টারফেসগুলোর ব্যবহার বা মানব ব্যবহারকারীর কমপিউটার সিম্যুলেটেড অবজেক্ট বাস্তবতার কাছে নিয়ে যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি হয়। বিভিন্ন চলচ্চিত্র, বিজ্ঞাপনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়। একজন ব্যক্তির শূন্যে উড়ে যাওয়া, ১২০ তলা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়া, বিমান ধ্বংস করা কিন্তু বিমানের মধ্যে চালকের কোনো ক্ষতি না হওয়া প্রভৃতি দৃশ্য আজকাল দেখা যায়। গাড়ি চালনার ক্ষেত্রে, বিল্ডিং ডিজাইনে এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় কাজে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়।
প্রশ্ন : তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বকে কী বলা হয়- ব্যাখ্যা কর।
উত্তর : তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। বিশ্বগ্রাম শব্দটি দিয়ে বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটকে বোঝানো হয়ে থাকে। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি তথ্যপ্রযুক্তিনির্ভর পদ্ধতি, যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধাকে কাজে লাগিয়ে বর্তমানে বিশ্বগ্রামের সুফল পাওয়া যাচ্ছে। তবে এর শুরু বহুকাল আগে থেকে রেডিও টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে।
প্রশ্ন : বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়- ব্যাখ্যা কর।
উত্তর : বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয় সম্ভব হয়েছে একমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। টেলিভিশন আবিষ্কারের পর থেকে বিশ্বব্যাপী যোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নতি সাধিত হয়। কমপিউটার ব্যবহারের ফলে বহু বছরের ডাটাকে লাইব্রেরির মাধ্যমে (যেমন- এনসাইক্লোপিডিয়া) সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। কোনো একটি অঞ্চলের বা দেশের অধিবাসীরা যেমন নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদানে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক তেমনি সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনগোষ্ঠীও ইন্টারনেট বা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে একটি একক সম্প্রদায় হিসেবে আবদ্ধ হতে পারে। আজকের দিনে বিশ্বগ্রাম শব্দটির প্রয়োগ আমরা ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে দেখতে পাই। ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় এসেছে।
প্রশ্ন : কীভাবে ঘরে বসে আয় করা যায়- ব্যাখ্যা কর।
উত্তর : আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করা যায়। আউটসোর্সিং বর্তমান সময়ে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম ভিত্তি, বিশেষ করে তরুণদের কাছে যারা পড়াশোনার পাশাপাশি নিজের পকেট খরচ চালানোর পথ হিসেবে এটিকে গ্রহণ করেছেন। তাছাড়া অনেক প্রোগ্রামার ঘরে বসে উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে বিশ্বসেরা সফটওয়্যার তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে আয় করছে। এতে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বর্তমানে মোবাইল অ্যাপস তৈরি করেও কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
প্রশ্ন : ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় পদ্ধতিকে কী বলে- ব্যাখ্যা কর।
উত্তর : ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় পদ্ধতিকে অনলাইন শপিং বলে। ইন্টারনেটের বদৌলতে বিশ্বের যেকোনো প্রান্তের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কমপিউটারে ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য দেখতে পায়। ক্রেতা কোনো পণ্য সম্পর্কে আগ্রহী হলে ওয়েব পেজের অর্ডার ফরমটি পূরণ করে বিক্রেতার কাছে প্রদান করেন এবং একই পদ্ধতিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। আর বিক্রেতা তার নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়।
প্রশ্ন : কোন প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে প্রাক-ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব- ব্যাখ্যা কর।
উত্তর : ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে প্রাক-ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আজকাল ড্রাইভিং শেখানো হচ্ছে। স্বল্পমূল্যের মাইক্রো কমপিউটার প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিম্যুলেটর উন্নয়ন করা হয়েছে। কমপিউটার সিম্যুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্ডেড ডিসপ্লের সাহায্যে কমপিউটার দিয়ে সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। এর সাথে একটি হেড ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকে। ফলে ব্যবহারকারী যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশের ৩৬০ ডিগ্রি দর্শন লাভ করেন এবং কমপিউটার সৃষ্ট পরিবেশে মগ্ন থাকেন।
© সংগৃহীত

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

No comments:

Post a Comment