একেই বলে হালাল ব্যবসা
এক সাহাবী কাপড়ের ব্যবসা করতেন। তাঁর পুত্রও বাবার সঙ্গে ব্যবসা করে। তো পুত্র একদিন একটি থান কাপড় বিক্রি করলো চারশত টাকায়। দুইশ টাকা বিক্রি করলে মুনাফাও হতো এবং ব্যবসাও হতো হালাল। সেই সাহাবী রাতে যখন হিসাব নিয়ে বললেন। দেখলেন মুনাফার খাতে অতিরিক্ত দু’শ টাকা।
পুত্রকে ডেকে পাঠালেন। বললেন—দু’শ টাকা বিক্রি করলেই আমাদের চাহিদা মতো মুনাফা হয়ে যেতো। অথচ তুমি আরো অতিরিক্ত দু’শ টাকা মুনাফা করেছো। একারণে একটি হালাল ব্যবসা হারাম হয়ে গেলো। একে হালাল করার একমাত্র পদ্ধতি হলো—ক্রেতার বাড়তি দু’শ টাকা ফিরিয়ে দেয়া। পরদিন সকালে ক্রেতাকে দু’শ টাকা ফিরিয়ে দেয়া হলো।
@মাওলানাঃ তারিক জামীল (Srbd)
No comments:
Post a Comment